X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ইয়েমেনে কলেরা আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে

বিদেশ ডেস্ক
১৯ মে ২০১৭, ১৯:৪৯আপডেট : ১৯ মে ২০১৭, ১৯:৫৪

ইয়েমেনে কলেরা আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ছাড়িয়েছে যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে কলেরা সংক্রমণ মারাত্মক রূপ নিয়েছে। ১৯ মে ২০১৭ শুক্রবার বিশ্ব সাস্থ্য সংস্থা জানিয়েছে, গত তিন সপ্তাহে ইয়েমেনে প্রায় ২৩ হাজার কলেরা সংক্রমণ নথিভুক্ত করা হয়েছে। এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অন্তত ২৪২ জনের। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

শুক্রবারের সংবাদ সম্মেলনে ইয়েমেনের কলেরা পরিস্থিতি নিয়ে কথা বলেন দেশটিতে নিযুক্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি নেভিও জাগারিয়া। তিনি বলেন, দ্রুতগতিতে কলেরার বিস্তার ঘটছে। বিদ্যমান পরিস্থিতি অব্যাহত থাকলে ছয় মাসের মধ্যে আড়াই লাখ মানুষ এ রোগে আক্রান্ত হতে পারেন।

এর আগে রবিবার ব্যাপক মাত্রায় কলেরা সংক্রমণের মুখে ইয়েমেনের রাজধানী সানায় স্বাস্থ্যগত জরুরি অবস্থা জারি করা হয়। এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন অন্ততত সাড়ে আট হাজার মানুষ। দৈনিক গড়ে চার থেকে পাঁচশ রোগী হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন।

ইয়েমেনে রেডক্রসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ডোমিনিক স্টিলহার্ট। তিনি বলেন, আমাদের কলেরার ভয়াবহ সংক্রমণ মোকাবিলা করতে হচ্ছে। এক বছরের ব্যবধানে এটা ইয়েমেনে কলেরা সংক্রমণের দ্বিতীয় ঘটনা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যুদ্ধাবস্থার কারণে ইয়েমেনের অন্তত ৩০০টি হাসপাতাল ও ক্লিনিক ধ্বংস হয়ে গেছে। বর্তমানে মাত্র ৪৫ শতাংশ হাসপাতাল রোগীদের স্বাস্থ্যসেবা দিচ্ছে।

এর আগে গত এপ্রিলে জাতিসংঘ সতর্ক করে দিয়ে বলেছে, জরুরি সহায়তা না পেলে ইয়েমেনের এক কোটি ৭০ লাখ মানুষ দুর্ভিক্ষের মধ্যে পড়তে পারে।

গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে থেকেই মধ্যপ্রাচ্যের দরিদ্রতম দেশ ছিল ইয়েমেন। আর দুই বছরের গৃহযুদ্ধের পর সেই দেশটি এখন দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, ইয়েমেনের ২ কোটি ৫৬ লাখ মানুষের মধ্যে ১ কোটি ৯০ লাখ মানুষের জন্য জরুরি ভিত্তিতে সহায়তা প্রয়োজন। প্রায় ৭০ লাখ মানুষ ‘মারাত্মকভাবে খাদ্য অনিরাপত্তায়’ ভুগছে, অর্থাৎ তাদের জন্য দ্রুত খাদ্য সহায়তা প্রয়োজন। ২২ লাখ শিশু প্রচণ্ডরকমের পুষ্টিহীনতায় ভুগছে।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ইয়েমেনে প্রতি ১০ মিনিটে একজন করে পাঁচ বছরের কম বয়সী শিশু মারা যাচ্ছে খাদ্য ও জরুরি সাহায্যের অভাবে।

প্রসঙ্গত, ২৬ মার্চ ২০১৫ থেকে ইয়েমেনে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান পরিচালনা শুরু করে সৌদি আরব ও তার মিত্র দেশগুলো। ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মানসুর হাদির কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করার প্রচেষ্টার অংশ হিসেবে এ বিমান অভিযান পরিচালনা করা হয়। এর আগে দেশজুড়ে ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের উত্থানের মুখে দেশ ছাড়েন মানসুর হাদি।

/এমপি/

সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
সর্বশেষ খবর
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়