Vision  ad on bangla Tribune

ট্রাম্পের সফরসঙ্গীদের মধ্যে আছেন ইভানকা ট্রাম্পও

বিদেশ ডেস্ক২০:২৩, মে ২০, ২০১৭

ইভানকা ট্রাম্পমার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে বর্তমানে সৌদি আরবে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজ প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও পরিবারের সদস্যরাও যুক্ত হয়েছেন ট্রাম্পের সফরসঙ্গী হিসেবে। শনিবার সৌদি বিমানবন্দরে ট্রাম্পের সঙ্গে স্ত্রী মেলানিয়া ট্রাম্প এবং কন্যা ইভানকা ট্রাম্পকেও দেখা গেছে। সঙ্গে ছিলেন ইভানকা’র স্বামী জারেড কুশনারও।

রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাবার সঙ্গে ইভানকা ট্রাম্পের উপস্থিতি অবশ্য এটাই প্রথম নয়। এর আগে জাপানের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের বৈঠকে  অংশ নেন ইভানকা ট্রাম্প। তখনও অবশ্য বাবার প্রশাসনে তার কোনও দায়িত্ব ছিল না। ফলে রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার উপস্থিতি সমালোচনার জন্ম দেয়। এক পর্যায়ে হোয়াইট হাউসের ওয়েস্ট উইং-এ ইভানকা ট্রাম্পকে নিয়োগ দেওয়া হয়। এই ওয়েস্ট উইং’কে মার্কিন সরকারের নির্বাহী ক্ষমতার কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। এর আগে হোয়াইট হাউসে ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নিয়োগ পান ইভানকা’র স্বামী জারেড কুশনার।

২০১৭ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেন ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক ছেড়ে রাজধানী ওয়াশিংটন ডিসিতে চলে আসলেও ঘোষণা দিয়েছিলেন,  বাবার প্রশাসনে তিনি আনুষ্ঠানিকভাবে কোনও পদ গ্রহণ করবেন না। তবে সরকারি পদে না থেকেও স্পর্শকাতর বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার উপস্থিতি অব্যাহত ছিল।

ট্রাম্পকন্যা ইভানকা ট্রাম্প অবশ্য এরইমধ্যে নিজেকে হোয়াইট হাউসের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রমাণে সক্ষম হয়েছেন। ট্রাম্প ক্ষমতা গ্রহণের কিছুদিন পরই গুরুত্বপূর্ণ একটি বৈঠকে অংশ নেন ফার্স্ট ডটার ইভানকা। নীতিনির্ধারণী বিষয়ে বিভিন্ন ব্যাবসায়িক প্রতিষ্ঠানের নির্বাহীদের সঙ্গে ট্রাম্পের বৈঠকে অংশ নেন তিনি।

ইয়েমেনে নিহত এক মার্কিন নৌসেনার মৃতদেহ দেশে আনা হলে তার প্রতি সম্মান জানাতে ডেলাওয়্যার অঙ্গরাজ্যের ডোভার বিমান ঘাঁটিতে উপস্থিত হয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যথারীতি এ সময় তার সঙ্গে ছিলেন কন্যা ইভানকা ট্রাম্প। হোয়াইট হাউস থেকে ডেলাওয়্যার পর্যন্ত সফরে বাবাকে সময় দেন তিনি। সরকারের নীতিনির্ধারণী নানা বিষয়ে কথা বলতে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের নিজ বাসায় আমন্ত্রণ জানান তিন সন্তানের মা এবং ফ্যাশন সামগ্রী ও জুয়েলারি ব্যবসায়ী ইভানকা ট্রাম্প। সূত্র: বিবিসি, এবিসি নিউজ।

/এমপি/

লাইভ

টপ