X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের সঙ্গে কোমি নিয়ে আলাপ হয়নি: রুশ পররাষ্ট্রমন্ত্রী

বিদেশ ডেস্ক
২০ মে ২০১৭, ২৩:৫৩আপডেট : ২০ মে ২০১৭, ২৩:৫৫

সের্গেই ল্যাভরভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে এফবিআই-র বরখাস্তকৃত প্রধান জেমস কোমি নিয়ে কোনও আলোচনা হয়নি বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। শনিবার রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শুক্রবার নিউ ইয়র্ক টাইমস প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেমস কোমিকে নিয়ে আলোচনা করেছেন। গত সপ্তাহে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং রাষ্ট্রদূত সের্গেই কিসলিয়াকের সঙ্গে ট্রাম্পের বৈঠকটি হোয়াইট হাউসের ওভাল অফিসে অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ‌‘আমরা এই বিষয়টি কোনও আলোচনাই করিনি।’

নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্পের সঙ্গে রুশ কর্মকর্তাদের বৈঠকের একটি নথি তাদের কাছে রয়েছে। যেখানে ট্রাম্প কোমি সম্পর্কে বলেন, ‘আমি এফবিআই প্রধানকে বরখাস্ত করেছি। তিনি প্রকৃত অর্থেই পাগল। রাশিয়ার কারণে আমি বিরাট চাপের মুখে ছিলাম। এখন আর সেই চাপ নেই।’

ট্রাম্প প্রশাসনের রুশ সংযোগ ও প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্ত করছিলেন কোমি। গত ৯ মে হিলারি ক্লিনটনের ইমেইল ফাঁসের তদন্ত সঠিকভাবে তত্ত্বাবধান না করার অভিযোগ তুলে এফবিআই পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট ট্রাম্প।  

ডেমোক্র্যাটদের দাবি, ট্রাম্পের রুশ সংযোগ নিয়ে তদন্তের কারণেই কোমিকে বরখাস্ত করেছে প্রশাসন। তখন হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ হাকাবি স্যান্ডার্স জানিয়েছিলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই এফবিআই প্রধান জেমস কোমিকে বরখাস্তের কথা বিবেচনা করছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছর বেশ কয়েকটি ভুল পদক্ষেপ নেওয়ায় কোমির ওপর আস্থা হারান ট্রাম্প। 

বরখাস্ত হওয়ার আগে কোমি একটি মেমো লিখেছিলেন যাতে দাবি করা হয়েছে জাতীয় নিরাপত্তা  উপদেষ্টা মাইকেল ফ্লিনের বিরুদ্ধে তদন্ত বন্ধ করতে চেয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফেব্রুয়ারিতে রুশ কূটনীতিকের সঙ্গে আলোচনার সূত্র ধরে মাইকেল ফ্লিনকে পদত্যাগে বাধ্য করে ট্রাম্প প্রশাসন। 

হোয়াইট হাউসের দাবি, কোমিকে তদন্তের বিষয়ে কোনও চাপ দেননি ট্রাম্প। তবে এসব ঘটনায় রাশিয়ার সঙ্গে ট্রাম্পের প্রচারণা শিবিরের সংযোগের বিষয়টি আরও জোরালো হয়ে উঠছে।

কোমিকে বরখাস্তের কারণ হিসেবে ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেন, ‘তিনি (কোমি) একজন অসাধারণ অভিনেতা। তার অধীনে এফবিআই সংশয়ের মধ্যে চলছিল। কারও অনুরোধে নয়, আমি নিজ সিদ্ধান্তেই কোমিকে বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছি।’

এদিকে, মার্কিন সিনেটের ইন্টেলিজেন্স কমিটির প্রকাশ্য শুনানিতে সাক্ষ্য দেবেন কোমি। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়া হস্তক্ষেপের তদন্ত সংশ্লিষ্ট এ শুনানিতে প্রকাশ্য সাক্ষ্য দিতে রাজি হয়েছেন কোমি।

শুক্রবার সন্ধ্যায় সিনেট কমিটির নেতা জানিয়েছেন, প্রকাশ্য শুনানিতে সাক্ষ্য গ্রহণের সময় ও তারিখ এখনও নির্দিষ্ট করা হয়নি। তবে ২৯ মে মেমোরিয়াল ডে-এর পরে এই শুনানি অনুষ্ঠিত হতে পারে।

এক বিবৃতিতে সিনেট কমিটির প্রধান ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটের মার্ক ওয়ার্নার বলেছেন, প্রেসিডেন্ট হঠাৎ করে সাবেক প্রধান কোমিকে বরখাস্ত করায় যেসব প্রশ্নের জন্ম হয়েছে এই সাক্ষ্যতে সেগুলোর উত্তর পাওয়া যাবে বলে আশা করছি। সম্মানের সঙ্গে অনেক বছর দেশকে সেবা করেছেন কোমি। তার সঙ্গে যা ঘটেছে তা বলার সুযোগ পাওয়ার উচিত। সবচেয়ে বড় কথা, আমেরিকার জনগণের এটা শোনার অধিকার রয়েছে। সূত্র: রয়টার্স, পলিটিকো।

/এএ/

সম্পর্কিত
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
সর্বশেষ খবর
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
উপজেলা পরিষদ নির্বাচন ও আওয়ামী লীগ সভাপতির সাহসী পদক্ষেপ
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
‘তীব্র গরমে’ চু্য়াডাঙ্গা ও পাবনায় ২ জনের মৃত্যু
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
ডাগআউট থেকে রিভিউ নিতে বলায় ডেভিড, পোলার্ডের শাস্তি
সর্বাধিক পঠিত
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল
শিল্পী সমিতির নির্বাচন: সভাপতি মিশা, সম্পাদক ডিপজল