X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

বৈশ্বিক সন্ত্রাসবাদের অগ্রভাগে রয়েছে ইরান: সৌদি বাদশা

বিদেশ ডেস্ক
২১ মে ২০১৭, ২১:৪৭আপডেট : ২১ মে ২০১৭, ২১:৪৯

সৌদি বাদশা সালমান বৈশ্বিক সন্ত্রাসবাদের অগ্রভাগের প্রতিনিধিত্ব করেন ইরানের ক্ষমতাসীনরা। রবিবার এক ভাষণে এ মন্তব্য করেছেন সৌদি বাদশা সালমান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফর নিয়ে রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দিয়েছেন বাদশা সালমান। ভাষণে সৌদি বাদশা বলেন, 'আল্লাহ ও জনগণের প্রতি আমাদের দায়িত্ব সবার আগে। অশুভ ও জঙ্গিবাদ শক্তি যা হোক না কেন তাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের পুরো বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।'

ভাষণে সৌদি বাদশা জানান, যারা সন্ত্রাসবাদকে আর্থিক পৃষ্ঠপোষকতা দেয় তাদের প্রতি নমনীয় হবে না সৌদি আরব। তিনি বলেন, যারা সন্ত্রাসবাদকে যে কোনও ভাবে আর্থিক পৃষ্ঠপোষকতা দিচ্ছে তাদের প্রতি কখনই নমনীয় হব না। আইনের সর্বশক্তি দিয়ে তাদের মোকাবিলা করা হবে।

এদিকে, সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে আরব-ইসলামিক- আমেরিকান (এআইএ) সম্মেলনটি শুরু হয়েছে। রবিবার বিকালে রিয়াদে সৌদি বাদশা আবদুল আজিজ কনভেনশন সেন্টারে এ সম্মেলন শুরু হয়।  এতে যুক্তরাষ্ট্র  ও বাংলাদেশসহ ৪১টি মুসলিম রাষ্ট্র নেতারা উপস্থিত হয়েছেন। সম্মেলনে সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদ দমনে কার্যকর নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা করেন অংশগ্রহণকারী রাষ্ট্রনেতারা।

সম্মেলনের ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুসলিম রাষ্ট্রনেতাদের ইসলামি উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে এগিয়ে আসা ও নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে ঐক্যের গুরুত্ব তুলে ধরে ট্রাম্প বলেন, কিন্তু আমরা অশুভকে পরাজিত করতে পারব যদি সব মহৎ শক্তি ঐক্যবদ্ধ ও শক্তিশালী থাকি। এই কক্ষে উপস্থিত সবাই যদি এই বোঝার ভাগ সমানভাবে বহন করি। মধ্যপ্রাচ্যের দেশগুলোর উচিৎ নয় তাদের শত্রুদের ধ্বংস করার জন্য আমেরিকার শক্তির অপেক্ষায় থাকা। মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সিদ্ধান্ত নিতে তারা দেশের, নিজেদের ও তাদের শিশুদের জন্য কেমন ভবিষ্যৎ চায়। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির আলোচনা: উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দেবে ইসরায়েল
সর্বশেষ খবর
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ধারণার চেয়ে কম সেনা প্রয়োজন ইউক্রেনের: সিরস্কি
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
ফিরেই ফর্টিসকে বিধ্বস্ত করলো মোহামেডান
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
লঞ্চঘাটের পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যুবকের মৃত্যু
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
রাশিয়ায় বন্ধ হলো জাতিসংঘের নজরদারি সংস্থার কার্যক্রম
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’