X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

যেভাবে জঙ্গি হয়ে উঠেছে ফুটবলভক্ত সালমান!

বিদেশ ডেস্ক
২৪ মে ২০১৭, ১৩:২১আপডেট : ২৪ মে ২০১৭, ১৬:০৬
image

যেভাবে জঙ্গি হয়ে উঠেছে ফুটবলভক্ত সালমান!

ম্যানচেস্টারের সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী সালমান আবেদি কৈশোরে ছিল এক ফুটবল উন্মাদ তরুণ। ভিডিও গেমেও আসক্তি ছিল ব্রিটেনে বেড়ে ওঠা এই তরুণের। কিন্তু ২০১১ সালে পাল্টে যেতে থাকে পরিস্থিতি। তার বাবা চাকরি ছেড়ে দিয়ে লিবিয়ায় চলে যান। তার চিন্তা-চেতনায় পরিবর্তন আসতে শুরু করে। ক্রমেই উগ্র মানসিকতা ধারণ করতে থাকে সালমান। বন্ধু ও প্রতিবেশীদের বরাত দিয়ে এমনটাই জানাচ্ছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল।

ম্যানচেস্টারের আর দশটা সাধারণ কিশোরের মতোই ফুটবল পাগল ছিল সালমান। সে ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের পাড় সমর্থক। এছাড়া ঘণ্টার পর ঘণ্টা বুঁদ হয়ে থাকতো কম্পিউটার গেমসে।

স্থানীয় এক ইমাম ডেইলি মেইলকে জানিয়েছেন, তার বাবা পরিবারকে অসহায় অবস্থায় রেখে লিবিয়া চলে যান। এ সময় সালমান ও তার ভাই সিরিয়ার জঙ্গিদের ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করতে থাকে। ম্যানচেস্টারে হামলার কয়েকঘণ্টার মধ্যেই তার ভাই ইসমাইলকে গ্রেফতার করে পুলিশ। রাতে তাকে জিজ্ঞাসাবাদও করা হয়।

পেশায় একজন আইটি ম্যানেজার ইসমাইলের স্ত্রী গণিতের শিক্ষক। জানুয়ারির আগে ইসমাইল একটি বেকারিতে কাজ করতেন। বর্তমানে ডিসবারি মসজিদের কোরআন স্কুলে আইটি সাপোর্ট ও আরবি ক্লাস নেওয়া ইসমাইলের বিরুদ্ধে কাউন্টার টেররিজম ইউনিটে অভিযোগ উঠেছিল।

ডিসবারি মসজিদ এলাকায় খুবই পরিচিত সালমানের পরিবার। মসজিদের খুব কাছেই দেড় লাখ পাউন্ডের বাড়িতে বাস করেন তারা।

এক সূত্র জানায়, একজন এন্টি-টেরর কর্মকর্তা সালমানের সঙ্গে কাজ করার চেষ্টা করেছিলেন। কিন্তু সালমান রাজি হয়নি। ডিসবাড়ি মসজিদের ইমাম বলেন, ‘সালমান খুবই ঝামেলা করতো। সে খোলা বারুদের মতো। আমরা তাকে বোঝানোর চেষ্টা করে পারিনি।’

তিনি বলেন, ‘সালমান মাঝে মাঝে মসজিদে আসতো। কিন্তু আমার আইএসবিরোধী মনোভাবের কারণে তার সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক ছিল না আমার। এজন্য সে মসজিদে খুবই কম আসতো।’ কনসার্টে হামলার আগে সালমান শুধু বাড়িতেই নামাজ পড়তো বলে জানিয়েছেন তার এক প্রতিবেশী।

/এমএইচ/এসএ/

 

সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
মিরপুরে ‘হারল্যান স্টোর’-এর উদ্বোধন করেন নুসরাত ফারিয়া, পণ্য কিনে হতে পারেন লাখপতি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
রাঙামাটিতে হলো সংসদীয় কমিটির বৈঠক
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা