X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ফিলিপাইনের মিন্দানাও প্রদেশে দুয়ার্তের জরুরি অবস্থা

বিদেশ ডেস্ক
২৪ মে ২০১৭, ১৪:৫৯আপডেট : ২৪ মে ২০১৭, ১৫:০৩
image

মিন্দানাও প্রদেশে দুয়ার্তের জরুরি অবস্থা ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। মঙ্গলবার সেনাবাহিনীর সঙ্গে সন্দেহভাজন জঙ্গিদের সংঘর্ষের পর ওই ঘোষণা দেওয়া হয়। জরুরি অবস্থার মেয়াদ এক বছর পর্যন্ত বাড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন দুয়ার্তে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। মিন্দানাও প্রদেশে বেশ কয়েকটি মুসলিম সশস্ত্র দল স্বায়ত্বশাসনের দাবিতে লড়াই করে যাচ্ছে। এদের মধ্যে কয়েকটি মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুক্ত।

মঙ্গলবার মিন্দানাওয়ের মারাউয়ি শহরে এক সন্দেহভাজন জঙ্গিনেতার অনুসন্ধানে অভিযান চালানোর সময় সেনাবাহিনীদের সঙ্গে অন্যান্য সন্দেহভাজনদের সংঘর্ষ হয়। সেনাবাহিনীর ধারণা, তাদের সঙ্গে আইএসের সম্পর্ক রয়েছে।

সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় মৌতে সদস্যরা ওই হামলা চালিয়েছে। তারা শহরটি দখল করে গির্জাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা জ্বালিয়ে দিয়েছে। ওই শহরটি ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত।

জরুরি অবস্থা ঘোষণার পর কড়া প্রহরায় মিন্দানাও

ওই হামলার পর রাশিয়া সফররত প্রেসিডেন্ট দুয়ার্তে ৬০ দিনের জন্য মিন্দানাও প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেন।

অনলাইনে এক ভিডিও বার্তায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ার ইঙ্গিত দিয়ে দুয়ার্তে বলেন, ‘যদি এক বছর ধরে এ জরুরি অবস্থা জারি থাকে, তবুও আমি তা চালিয়ে যাবো। যদি তা এক মাসেই শেষ হয়ে পড়ে, তাহলে আমি খুশি হবো।’

সংঘর্ষের পর দুয়ার্তে তার রুশ সফর সংক্ষিপ্ত করে ফিরে আসছেন বলে জানা গেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার সময় তিনি বলেন, আইএস ও অন্যান্য জঙ্গিদের মোকাবিলা করতে ফিলিপাইনের আরও উন্নত অস্ত্রের প্রয়োজন।

ভ্লাদিমির পুতিনের সঙ্গে রদ্রিগো দুয়ার্তে

জরুরি অবস্থার সময়ে মিন্দানাও প্রদেশে মোতায়েন করা সেনাবাহিনী যে কোনও কারণে সন্দেহভাজন কাউকে দীর্ঘ সময়ের জন্য আটক রাখতে পারে।

ফিলিপাইনের সংবিধান অনুযায়ী, দেশটির প্রেসিডেন্ট ৬০ দিনের জন্য জরুরি অবস্থা জারি করতে পারেন। পার্লামেন্ট ৪৮ ঘণ্টার মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিতে পারে। আবার সুপ্রিম কোর্ট তার বৈধতা পুনর্বিবেচনা করতে পারেন।

১৯৮৬ সালে তৎকালীন স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের পতনের পর থেকে এ নিয়ে মাত্র দ্বিতীয়বার ফিলিপাইনে জরুরি অবস্থা ঘোষিত হলো।  

/এসএ/

সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী