X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

ফ্রান্সে জরুরি অবস্থার মেয়াদ বাড়াতে চান ম্যাক্রোঁ

বিদেশ ডেস্ক
২৪ মে ২০১৭, ১৬:০২আপডেট : ২৯ মে ২০১৭, ১৯:৪০
image

নিরাপত্তা পদক্ষেপ জোরদার করছেন ম্যাখোঁ

ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্টের দফতর এক বিবৃতিতে জানিয়েছে, অন্তত ১ নভেম্বর পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়াতে চান ম্যাক্রোঁ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।

বুধবার ওই বিবৃতিতে প্রেসিডেন্টের দফতর জানিয়েছে, ইমানুয়েল ম্যাক্রোঁ পার্লামেন্টকে জরুরি অবস্থায় নিরাপত্তা ক্ষেত্রে স্থায়ী পদক্ষেপের খসড়া তৈরি করতে বলেছেন। এ প্রস্তাব পার্লামেন্টে গৃহীত হলে ষষ্ঠবারের মতো জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হবে।

মানবাধিকার সংগঠনগুলো আগে থেকেই জরুরি অবস্থার সমালোচনা করে যাচ্ছে। তাদের দাবি, এর ফলে নাগরিক স্বাধীনতা ক্ষুণ্ন হয়েছে।

গত ৭ মে দ্বিতীয় ধাপের নির্বাচনে উগ্র-ডানপন্থী লে পেনকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন মধ্যপন্থী ম্যাক্রোঁ।

উল্লেখ্য, ২০১৫ সালের নভেম্বরে প্যারিসে আত্মঘাতী বোমা হামলার পর প্রথম জরুরি অবস্থা জারি করেন তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওলাঁদ। ওই হামলায় অন্তত ১৩০ জন নিহত হয়েছিলেন। গত বছর নিস শহরে এক ট্রাক হামলায় নিহত হন ৮৬ জন। ম্যাক্রোঁ তার নির্বাচনি প্রচারণাতেই নিরাপত্তা জোরদার করার ঘোষণা দিয়েছিলেন।

জঙ্গি হামলার আশঙ্কায় এর আগে পাঁচবার জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে। তবে জঙ্গি হামলা চালানো থেমে থাকেনি। সর্বশেষ মঙ্গলবার যুক্তরাজ্যের ম্যানচেস্টারে এক কনসার্টে ‘আত্মঘাতী বোমা হামলা চালায় সন্দেহভাজন এক জঙ্গি। মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করেছে।

/এসএ/

সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
রুশ বিদ্যুৎকেন্দ্রে ইউক্রেনের হামলা, ৫০টি ড্রোন ভূপাতিতের দাবি মস্কোর
সর্বশেষ খবর
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
বৃষ্টির প্রার্থনায় বিভিন্ন জেলায় নামাজ আদায়
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
ফেসবুকে পোস্ট দিয়ে শিশুসন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
টি-টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর বোল্ট
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
রানার্সআপ হয়ে প্রিমিয়ার লিগে ওয়ান্ডারার্স 
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা