X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

আপনার কথাগুলো ভুলবো না: পোপকে ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৪ মে ২০১৭, ১৯:৪০আপডেট : ২৪ মে ২০১৭, ২২:১০
image

মেলানিয়া, ট্রাম্প, পোপ
ভ্যাটিকান পোপ ফ্রান্সিস এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক বছর আগেও আভাস মিলেছিল, দুজনের সম্পর্কটা হৃদ্যতার নয়। গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলার সময় একে অপরকে আক্রমণ করে কথা বলতে দেখা গেছে তাদের। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে পাল্টেছে পরিস্থিতি। ডোনাল্ড ট্রাম্প এখন মার্কিন প্রেসিডেন্ট। আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এ দুই ব্যক্তির প্রথম সাক্ষাৎ কেমন হবে তা নিয়ে কৌতুহল ছিল অনেকের। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবারের (২৪ মে) সাক্ষাৎ পর্বের শুরুতে দুজনকে খুব একটা হাস্যোজ্জল না দেখা গেলেও বৈঠকের পর পাল্টে যায় দৃশ্যপট। ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়ার সঙ্গে মজা করে কথা বলতে দেখা গেছে পোপকে। আর ট্রাম্প ফেরার সময়, পোপকে বলেছেন, ‘আপনার কথাগুলো আমি ভুলবো না।’

বুধবার পোপের সঙ্গে দেখা করার জন্য ট্রাম্প ভ্যাটিকান প্রাঙ্গণ সুইস গার্ডে প্রবেশ করলে তাকে অভ্যর্থনা জানানো হয়। ছোট্ট একটি এলিভেটরে করে অ্যাপস্টলিক প্যালেসের তিন তলায় পৌঁছে যান ট্রাম্প। অভ্যর্থনা নিতে নিতে করিডোর পার হয়ে পোপের দেখা মেলে। সেখানে দুজন করমর্দন করেন। ট্রাম্পকে অভ্যর্থনা জানানোর সময় ক্ষীণ হাসি দেখা যায় পোপের ঠোঁটে। অন্যান্য রাষ্ট্রনায়কদের সঙ্গে সাক্ষাতে তিনি যেমন উচ্ছ্বল থাকেন তাকে তেমনটা দেখা যাচ্ছিল না। আর দমিত কণ্ঠস্বরে ট্রাম্পও বলে ওঠেন ‘এ এক বড় সম্মান’।

এরপর দোভাষীর উপস্থিতিতে একান্তে বৈঠক করেন তারা। এমনকি বৈঠকের শুরুতেও তাদেরকে খুব নির্লিপ্ত দেখাচ্ছিল। ফটোগ্রাফার ও সাংবাদিকদের উপস্থিতিতে মিডিয়ায় প্রচারের জন্য সাধারণত বৈঠকের শুরুতে নিছক যে সৌজন্যমূলক কথোপকথন দেখা যায় তাও দুজনের মধ্যে হয়নি। পরে দুজন ৩০ মিনিট একান্তে বৈঠক করেন।

বৈঠক শেষে পোপ ও ট্রাম্প দুজনকেই হাসিখুশি দেখা গেছে বলে জানিয়েছে রয়টার্স। পোপ তখন হাসছিলেন, ট্রাম্প ও মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়ার সঙ্গে ঠাট্টা করে কথা বলছিলেন তিনি।


বৈঠক শেষে পোপ ফ্রান্সিস ট্রাম্পকে একটি জলপাই গাছের ভাস্কর্য উপহার দেন। একে শান্তির প্রতীক হিসেবে উল্লেখ করে স্প্যানিশ ভাষায় তিনি বলেন, ‘আমি চাই আপনি (ট্রাম্প) জলপাই গাছের মতো করে শান্তির দৃষ্টান্ত স্থাপন করবেন।’

জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা শান্তিকে অবলম্বন করতে পারি।’

২০১৭ সালের শান্তির বার্তাবাহী একটি বার্তার স্বাক্ষরিত কপিও ট্রাম্পের হাতে তুলে দেন পোপ। এর শিরোনাম: ‘অসহিংসতা-শান্তির রাজনীতির একটি ধরন’। এছাড়া জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব থেকে পরিবেশকে সুরক্ষার আহ্বান জানিয়ে বহুস্থানে পাঠানো পোপের একটি চিঠিও ট্রাম্পকে দেওয়া হয়।



মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পোপকে আশ্বস্ত করে বলেন, ‘ঠিক আছে, আমি এগুলো পড়ব।’

ট্রাম্পও পোপকে প্রয়াত মার্কিন নেতা মার্টিন লুথার কিং-এর লেখা বইয়ের প্রথম পাঁচটি সংস্করণ উপহার দেন।

সবশেষে যখন একে অপরকে বিদায় জানাচ্ছিলেন, তখন ট্রাম্প পোপকে বলে ওঠেন: ‘আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আপনি যে কথাগুলো বলেছেন তা আমি ভুলবো না।’

/এফইউ/    

 








 

সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
সর্বশেষ খবর
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
বিমানবন্দরে বাউন্ডারি ভেঙে ঢুকে যাওয়া বাসের চালক গ্রেফতার 
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া