X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

বাংলাদেশি গ্যাসক্ষেত্র বিক্রির প্রতিবাদকারী কর্মীদের চাকরিচ্যুতির হুমকি শেভরনের

বিদেশ ডেস্ক
২৫ মে ২০১৭, ১৯:০০আপডেট : ২৫ মে ২০১৭, ২০:২৮

বাংলাদেশি গ্যাসক্ষেত্র বিক্রির প্রতিবাদকারী কর্মীদের চাকরিচ্যুতির হুমকি শেভরনের মার্কিন বহুজাতিক কোম্পানি শেভরন বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, অন্তত ৬০০ কর্মী তার প্রতিবাদে শামিল হয়েছেন। শেভরন চীনা কোম্পানির কাছে বাংলাদেশের তিনটি গ্যাসক্ষেত্র বিক্রির সিদ্ধান্ত ঘোষণার পর ওই প্রতিবাদ শুরু হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক অনুসন্ধানে জানিয়েছে, এবার প্রতিবাদকারী ওই কর্মীদের চাকরিচ্যুত করার হুমকি দিচ্ছে কোম্পানিটি। তবে শেভরনের লেবার ইউনিয়নের পাশাপাশি বাংলাদেশের তেল-গ্যাস ও খনিজ সম্পদ সংস্থা পেট্রোবাংলা এই সিদ্ধান্তকে বেআইনি মনে করছে।

উৎপাদন ও অংশীদারী চুক্তির আওতায় ২০০৫ সালে আরেক মার্কিন কোম্পানি ইউনিকলের কাছ থেকে তিনটি গ্যাসক্ষেত্র কিনে নেয় শেভরন। শেভরনের মালিকানাধীন সিলেটের বিবিয়ানা গ্যাসক্ষেত্রের ১২ নম্বর ব্লক, জালালাবাদের ১৩ নম্বর ব্লক আর মৌলভীবাজারের ১৪ নম্বর ব্লক থেকে প্রতিদিন গড়ে ৭২০ মিলিয়ন কিউবিক ফিট গ্যাস ও ৩ হাজার ড্রাম তরল হাইড্রোকার্বন উত্তোলন করা হয়।

২০১৫ সালের অক্টোবরে শেভরন জানিয়েছিল, ২০১৭ সালের মধ্যে তারা তাদের ১০ বিলিয়ন ডলারের সম্পত্তি বিক্রি করে দেবে। এর মধ্যে বাংলাদেশি গ্যাসক্ষেত্র এবং ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের জিওথার্মাল প্রকল্পও ছিল। তবে এ বছর এপ্রিলে এই গ্যাসক্ষেত্রগুলো চীনা কোম্পানির কাছে বিক্রির পরিকল্পনা ঘোষণা করে শেভরন।

সিদ্ধান্তের বিরোধিতা করে প্রতিবাদে শামিল হন শেভরন বাংলাদেশের শত শত কর্মী। কোম্পানিটির শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক শাহরিয়ার আবেদিন রয়টার্সের কাছে দাবি করেন, বিতর্কিত ওই সিদ্ধান্তে স্থায়ী-অস্থায়ী মিলে তাদের ৬০০ কর্মী কাজ বন্ধ করে দেয়। এই প্রতিবাদ রুখতেই কর্মীদের প্রতি ২৩ মে একটি চিঠি ইস্যু করে শেভরন। সেই চিঠিরই অনুলিপি হাতে পেয়েছে রয়টার্স।

চিঠিতে শেভরন কর্তৃপক্ষ হুঁশিয়ারি দিয়েছে, প্রত্যেক কর্মীকেই তাদের কাজে ফিরে যেতে হবে। মালিকানা পরিবর্তনের বিষয়টিকে ‘খুবই স্বাভাবিক’ প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে পেশাদারিত্বের সঙ্গে সবাইকে কাজ করার আহ্বান জানায় তারা। শেভরন হুমকি দেয়, কোনও কর্মী এর বিরোধিতা করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। প্রতিবাদকারীদের চাকরিচ্যুত করারও হুমকি দিয়েছে তারা।

বাংলাদেশি গ্যাসক্ষেত্র বিক্রির প্রতিবাদকারী কর্মীদের চাকরিচ্যুতির হুমকি শেভরনের

শেভরন বাংলাদেশের নিয়মিত কর্মীই রয়েছে ৫ শতাধিক। গত দুই যুগে বাংলাদেশে তিন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে ওই মার্কিন বহুজাতিক কোম্পানি। বাংলাদেশের মোট গ্যাসের অর্ধেকেরও বেশি সরবরাহ আসে তাদের হাতে থাকা তিন গ্যাসক্ষেত্র থেকে। হিমালয়া এনার্জি নামে এক চীনা প্রতিষ্ঠানের কাছে এগুলো বিক্রি করতে যাচ্ছে শেভরন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি সম্পদ বিক্রয়ের ক্ষেত্রে যে কোনও পদক্ষেপ নেওয়ার সাংবিধানিক ও আইনি ক্ষমতা রয়েছে বাংলাদেশ সরকারের। পেট্রোবাংলার পরিচালক মাহবুব সারওয়ার বলেন, বাংলাদেশি সম্পদ বিক্রিতে শেভরনের এই প্রক্রিয়া থামিয়ে দেওয়ার অধিকার সরকারের রয়েছে। বিক্রির আগে তাদের পেট্রোবাংলার অনুমতি নিতে হবে।’ তিনি বলেন, সরকার সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি এখনও উড ম্যাকেনজির তৈরি প্রতিবেদনের উপর নির্ভর করছে, যা বাংলাদেশে শেভরনের গ্যাসক্ষেত্রে নিয়ে তৈরি করা হয়েছে।

শেভরনের পক্ষ থেকে দাবি করা হয়, ‘তারা কর্মীদের ক্ষতিপূরণের জন্য ভালো প্রস্তাব দিয়েছেন। রয়টার্সকে পাঠানো এক ইমেইলে প্রতিষ্ঠানটি জানায়, প্রস্তাবে তাদেরকে দুই বছরের চাকরির নিশ্চয়তা এবং নয় মাসের বেতনের সমান বোনাস দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু কর্মী প্রতিনিধিরা এই প্রস্তাব মানছেন না এবং প্রতিষ্ঠানের সঙ্গে বিরোধ চালিয়ে যাচ্ছেন।’

মঙ্গলবার শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট কেভিন লিয়নের কাছে একটি চিঠি পাঠিয়েছে প্রতিষ্ঠানটির লেবার ইউনিয়ন। চিঠিতে প্রতিষ্ঠানটির কার্যক্রমকে শিষ্টাচার বহির্ভূত বলে উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছেন শাহরিয়ার আবেদিন। তিনি বলেন, ‘নতুন মালিকানা আসার পর অন্তত তিন বছরের জন্য আমাদের চাকরির নিরাপত্তা ও নিশ্চয়তা দিতে হবে। এছাড়া আমাদের বেতন ও ক্ষতিপূরণও নিশ্চিত করতে হবে।’

২০১৫ সালের অক্টোবরে শেভরন জানিয়েছিল, ২০১৭ সালের মধ্যে তারা তাদের ১০ বিলিয়ন ডলারের সম্পত্তি বিক্রি করে দেবে। এর মধ্যে বাংলাদেশি গ্যাসক্ষেত্র এবং ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের জিওথার্মাল প্রকল্পও ছিল। ক্রমেই সেই সিদ্ধান্ত বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে বিতর্কিত এই মার্কিন কোম্পানি। হিমালয়া এনার্জি চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সিনহুয়া অয়েল এবং বিনিয়োগ প্রতিষ্ঠান সিএনআইসি করপোরেশনের মালিকানাধীন। রয়টার্সের ফেব্রুয়ারির এক প্রতিবেদন থেকে জানা গিয়েছিল, বাংলাদেশের গ্যাসক্ষেত্র কেনার জন্য শেভরন-এর সঙ্গে একটি প্রাক চুক্তি করেছে সিনহুয়া অয়েল।

/এমএইচ/এমপি/বিএ/

সম্পর্কিত
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
সর্বশেষ খবর
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
মোংলার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস, সহসা নামবে না বৃষ্টি
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
‘আমি কোনও ছেলেকে বিশ্বাস করতে পারি না’
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
তাপদাহে সুপ্রিম কোর্টের আইনজীবীদের গাউন পরিধানে শিথিলতা
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
সারা দেশে প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া