X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ন্যাটো সদস্যদের প্রতিরক্ষা ব্যয় বহন করতে বললেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৫ মে ২০১৭, ২২:৫৫আপডেট : ২৬ মে ২০১৭, ১০:৫৮

ন্যাটো সম্মেলনে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর সদস্য দেশগুলোকে জোটের প্রতিরক্ষা ব্যয় বহন করতে বলেছেন। বৃহস্পতিবার ব্রাসেলসে ন্যাটো সম্মেলনে দেওয়া ভাষণে একথা বলেন ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

দীর্ঘদিন ধরেই ট্রাম্প দাবি করে আসছেন ন্যাটোর সদস্যরা জোটটি প্রতিরক্ষা বাজেটে সমান হারে অংশগ্রহণ করছে না। ফলে জোটের দেশগুলোর কাছে যুক্তরাষ্ট্র বিরাট অংকের অর্থ পাওনা আছে।

ট্রাম্প বলেন, ন্যাটোর ২৮ সদস্য রাষ্ট্রের মধ্যে ২৩টি দেশ এখনও কোনও ব্যয় বহন করছে না। তাদের প্রতিরক্ষার জন্য যে খরচ তা তাদের বহন করা উচিত। যুক্তরাষ্ট্রের জনগণ ও কর দাতাদের প্রতি এটা সঠিক আচরণ নয়। বিগত বছরে এই ব্যয় বহন করেনি যেসব দেশ তাদের কাছে বিরাট অংকের অর্থ পাওনা আছে যুক্তরাষ্ট্রের।

২০১৬ সালের ন্যাটোর বার্ষিক প্রতিবেদন অনুযায়ী মাত্র ৫টি দেশ তাদের জিডিপির ২ শতাংশ সামরিক জোটে ব্যয় করেছে। এই দেশগুলো হচ্ছে- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, গ্রিস, পোল্যান্ড ও এস্টোনিয়া।  জার্মানি প্রতিরক্ষায় ব্যয় করেছে ১ দশমিক ২ শতাংশ। তবে দেশটির দাবি, উন্নয়ন সহযোগিতায় প্রচুর অর্থ ব্যয় করছে যা আন্তর্জাতিক নিরাপত্তায় ভূমিকা রাখছে।

সোমবার যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সন্ত্রাসী হামলা প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘এ ধরনের হামলা বন্ধে অবশ্যই সন্ত্রাসবাদকে ঠেকাতে হবে।’ হামলায় নিহত ২২ জনের প্রতি শ্রদ্ধা জানাতে ট্রাম্প নীরবতা পালনের আহ্বান জানান।

ভাষণে ট্রাম্প রাশিয়া কর্তৃক অনিয়ন্ত্রিত অভিবাসনের কারণে সৃষ্ট হুমকির বিষয়েও সতর্ক করেন।

ন্যাটো সদর দফতরে যাওয়ার আগে ট্রাম্প প্রথমবারের মতো বেশ কয়েকজন ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে বৈঠক করেন। তাদের মধ্যে রয়েছেন ফ্রান্সের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

ইসলামি জঙ্গিবাদের মোকাবিলায় বিশেষ করে তথাকথিত ইসলামিক স্টেট (আইএস)-এর বিরুদ্ধে লড়াইয়ে বড় ধরনের ভূমিকা রাখতে রাজি হয়েছে ন্যাটো। তবে জার্মানি ও ফ্রান্স মনে করে এই পদক্ষেপটির বেশিরভাগই প্রতীকী। সূত্র: বিবিসি।

/এএ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!