X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

সংবাদমাধ্যমে ম্যানচেস্টার হামলার গোয়েন্দা তথ্য ফাঁসের তদন্ত চান ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৬ মে ২০১৭, ০৯:৩৫আপডেট : ২৬ মে ২০১৭, ১৬:০৪
image

ন্যাটো মহ্যাসচিব জেনস স্টোলটেনবার্গের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যমে ম্যানচেস্টার হামলার গোয়েন্দা অনুসন্ধানের তথ্য ফাঁসের তীব্র সমালোচনা করে তার পূর্ণ তদন্তের আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এ ঘটনাকে ‘গভীর উদ্বেগের কারণ’ বলেও উল্লেখ করেছেন। বৃহস্পতিবার ন্যাটো সম্মেলনে যোগ দিতে ব্রাসেলস সফররত ট্রাম্প এক বিবৃতিতে ট্রাম্প এসব কথা বলেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ খবর জানিয়েছে।

এ তথ্য ফাঁসের ঘটনাকে ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিচার বিভাগের প্রতি আহ্বান জানানোর কথাও বলেন তিনি।

বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘এ তথ্য ফাঁস খুবই সংবেদনশীল ঘটনা। যা আমাদের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। আমি বিচার বিভাগ ও অন্যান্য গোয়েন্দা সংস্থাকে এ ঘটনার একটি পূর্ণ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিতে বলছি।’

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে বিদ্যমান সম্পর্ক বিশেষ সম্পর্কের চেয়েও বেশি কিছু। তথ্য ফাঁসের এমন ঘটনা দীর্ঘ সময় ধরে চলতে পারে না।’

হামলায় ব্যবহৃত বোমার ছবি প্রথম প্রকাশ করে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। ছবিতে দেখা যায়, ব্যাটারি ও স্ক্রু’সহ একটি বস্তু যা বোমা বলে দাবি করা হয়েছে। তার সঙ্গে ব্যাকপ্যাকের কিছু ছেঁড়া অংশও লেগে আছে। দ্য নিউ ইয়র্ক টাইমসের দাবি, সোমবার কনসার্টে হামলায় এই বোমাই ব্যবহার করা হয়েছে।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অ্যামবার রুডও তদন্তের আলামত ফাঁসের জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। তিনি জানিয়েছেন, ‘ব্রিটিশ পুলিশ স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা তথ্য প্রকাশের ধারা নিয়ন্ত্রণ করতে চায়। এটি সঠিক তদন্তের জন্য প্রয়োজন। আমিও আমাদের মিত্রদের স্পষ্ট জানিয়ে দিয়েছি যে এমনটা যেন আর না হয়।’ তবে এ তথ্য ফাঁসের ঘটনা তদন্তে কোনও প্রভাব ফেলবে না বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২২ মে সোমবার রাত ১০টা ৩৫ মিনিটে মার্কিন সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্র্যান্ডের কনসার্টে এ হামলা চালানো হয়। এতে নিহত হন অন্তত ২২ জন। আহত হন কমপক্ষে ১১৬ জন। হামলার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

/এসএ/

সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
সর্বশেষ খবর
সেতুমন্ত্রীর মানহানির অভিযোগে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে জিডি
সেতুমন্ত্রীর মানহানির অভিযোগে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিবের বিরুদ্ধে জিডি
দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
দাফনের ১৫ দিন পর তোলা হলো ব্যাংক কর্মকর্তার মরদেহ
ফসলের মাঠে সোনারঙ, তীব্র গরমেও কৃষকের মুখে হাসি
ফসলের মাঠে সোনারঙ, তীব্র গরমেও কৃষকের মুখে হাসি
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখার আহ্বান
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়কে ভূমিকা রাখার আহ্বান
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প বাংলাদেশের পর্দায়
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা
তাপপ্রবাহের গেটওয়ে যশোর-চুয়াডাঙ্গা