X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

কাশ্মিরে ভারতীয় বাহিনীর গুলিতে এবার হিজবুল কমান্ডার সবজার নিহত

বিদেশ ডেস্ক
২৭ মে ২০১৭, ১৬:০২আপডেট : ২৭ মে ২০১৭, ১৬:০৩
image

সবজার ভাট (বামে) ও বুরহান ওয়ানি (ডানে) ভারত অধিকৃত জম্মু-কাশ্মিরের বিদ্রোহী সশস্ত্র সংগঠন হিজবুল মুজাহিদিনের কমান্ডার সবজার আহমেদ ভাট ভারতীয় সেনাবাহিনীর গুলিতে নিহত হয়েছেন। সেনাবাহিনীর ওই অভিযানে সবজারের এক সহযোগীরও মৃত্যু হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। এর আগে গত বছর নিরাপত্তাবাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন সবজারের পূর্বসূরী হিজবুল কমান্ডার বুরহান ওয়ানি।

শুক্রবার সন্ধ্যার পর গোপন সংবাদের ভিত্তিতে কাশ্মিরের পুলওয়ামা জেলার ত্রালের সাইমুহ গ্রামের যে বাড়িতে সবজার ও সহযোগী অবস্থান করছিলেন, সেটি ঘিরে ফেলে পেলে ভারতীয় সেনাবাহিনী। শনিবার সকাল থেকে ৪২ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা কথিত এনকাউন্টার শুরু করে। এক ঘণ্টা ‘বন্দুকযুদ্ধের’ পর সবজার ও তার সহযোগী নিহত হন বলে এক স্থানীয় পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

সবজার ও তার সহযোগী নিহত হওয়ার পর তোলা ছবি

উল্লেখ্য, বুরহান নিহত হওয়ার পর মেহমুদ গজনবি ওরফে জাকির মুসাকে তার স্থলাভিষিক্ত করা হয়। কিন্তু চলতি বছরের মে মাসে জাকির আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে যুক্ত হয়ে পড়ায় তাকে সংগঠন থেকে বের করে দেওয়া হয়। জাকিরের স্থলাভিষিক্ত হন বুরহানের বন্ধু সবজার। তাকে বুরহানের ডান হাত বলেও উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।  

ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, সবজারের ওপর ১০ লাখ রুপির পুরস্কার রয়েছে। তিনি প্রায় সবধরনের প্রথাগত সামরিক শিক্ষায় পারদর্শী ছিলেন। কাশ্মিরেই তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। সবজারকে হিজবুল মুজাহিদিনের অন্যতম নীতি-নির্ধারক উল্লেখ করেছে সামরিক কর্তৃপক্ষ।

বুরহানের ভাই খালিদ ওয়ানি নিরাপত্তাবাহিনীর হাতে নিহত হওয়ার প্রতিবাদ করার সময় এক সেনা কর্মকর্তার রাইফেল ছিনিয়ে নিয়েছিলেন সবজার। তখন থেকেই তিনি হিজবুল মুজাহিদিনে গুরুত্ব পেতে শুরু করেন। সবজারের সঙ্গে হিজবুল মুজাহিদিনের সব স্তরের ঘনিষ্ট যোগাযোগ ছিল বলে জানা গেছে। বেশ কয়েকটি ভিডিওতে তাকে হিজবুলের পক্ষে সমর্থন আদায়ে বক্তব্য রাখতে দেখা যায়।

বুরহানের মৃত্যুতে অগ্নিকুণ্ড কাশ্মির

হিজবুল মুজাহিদিনের প্রযুক্তিগত দিকটির দায়িত্বে রয়েছেন জাকির রশীদ ভাট। তিনিও বুরহানের ঘনিষ্ট ‘সহযোগী ছিলেন। এসব ভিডিও জাকির জনগণের মাঝে ছড়িয়ে দিতেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে।  

ভারতীয় সেনা সূত্র এনডিটিভিকে জানিয়েছে, চলতি বছরের মার্চে নিরাপত্তাবাহিনীর সঙ্গে তার নিজ শহর ত্রালে ‘বন্দুকযুদ্ধ’ হয়। তবে রাতে আঁধারে তিনি সেখান থেকে সরে যেতে সক্ষম হন বলে দাবি ভারতীয় কর্তৃপক্ষের।

গত বছর জুলাইয়ে বুরহান ওয়ানি নিহত হওয়ার পর গড়ে উঠা গণআন্দোলনে ভারতীয় নিরাপত্তাবাহিনীর বেপরোয়া গুলিতে প্রায় ১০০ জন নিহত হন। বিক্ষোভকারী ও নিরাপত্তাবাহিনীর সদস্য মিলিয়ে আহত হন প্রায় ১২ হাজার মানুষ। ১০০ দিনেরও বেশি সময় ধরে চলে কারফিউ এবং হরতাল।

/এসএ/

সম্পর্কিত
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
হংকং ও সিঙ্গাপুরে নিষিদ্ধ হলো ভারতের কয়েকটি মসলা
সর্বশেষ খবর
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
মিয়ানমারে ফেরত পাঠানো হলো সেনাসহ ২৮৫ বিজিপি সদস্যকে
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা আইনে বাইডেনের সই
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা