X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের ট্রেনে মুসলিম-বিদ্বেষের বিরুদ্ধে সরব হওয়ায় দুইজনকে হত্যা

বিদেশ ডেস্ক
২৭ মে ২০১৭, ১৬:০৩আপডেট : ২৭ মে ২০১৭, ১৮:২০
image

ম্যাক্স ট্রেন
যুক্তরাষ্ট্রের একটি ট্রেনে ‘মুসলিমবিদ্বেষী আক্রমণের’ বিরুদ্ধে সোচ্চার হতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুই যাত্রী। ওরিগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডের একটি ট্রেনে দুই মুসলিম নারীর প্রতি এক যাত্রীর বর্ণবিদ্বেষী আচরণের প্রতিবাদ করায় আক্রমণের শিকার হন তারা। ছুরিকাঘাতে প্রতিবাদী ওই দুই ব্যক্তিকে হত্যা করা হয়। এছাড়া ছুরিকাঘাতে আরও এক যাত্রী গুরুতর আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, এ ঘটনায় শুক্রবার এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখনও হত্যার শিকার ব্যক্তি ও দুই ভুক্তভোগী নারীর পরিচয় শনাক্ত করা যায়নি।

পোর্টল্যান্ড পুলিশ বিভাগকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে হলিউড ট্রানজিট স্টেশনে এ ঘটনা সংঘটিত হয়। ম্যাক্স ট্রেনে এক যাত্রী তার দুই মুসলিম সহযাত্রীকে লক্ষ্য করে বর্ণবিদ্বেষী ও আক্রমণাত্মক মন্তব্য ছুড়তে থাকেন। তা দেখে ট্রেনের অন্য তিন যাত্রী প্রতিবাদ জানান। তখন ছুরি নিয়ে তাদের ওপর হামলা চালায় ওই দুর্বৃত্ত। এরপর পালিয়ে যায় সে। ছুরিকাঘাতের কারণে ঘটনাস্থলেই নিহত হন একজন। হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। আর বাকিজনও গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। হামলাকারী পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই পুলিশ তাকে গ্রেফতারে সক্ষম হয়। পুলিশ আরও জানায়, তারা ঘটনাস্থলে এসে জবানবন্দি নেওয়ার আগেই ভুক্তভোগী ওই দুই নারীও স্থান ত্যাগ করেন। জবানবন্দির জন্য শিগগিরই তাদের পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে রয়টার্স জানায়, ওই নারীদের একজন হিজাব পরিহিত ছিলেন।

এ ধরনের মুসলিমবিদ্বেষী ঘটনার জন্য ট্রাম্পের মুসলিমবিরোধী ও অভিবাসীবিরোধী মন্তব্যকে দায়ী করেছে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন্স। তাদের দাবি, ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে মুসলিমবিদ্বেষী ঘটনার হার ৫০ শতাংশেরও বেশি বেড়েছে। মুসলিমবিদ্বেষী মন্তব্য বর্জনের জন্য ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

নির্বাচনি প্রচারণার সময় থেকেই মুসলিম ও অভিবাসীবিরোধী মন্তব্য করে আসছেন ট্রাম্প। আর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পরই কয়েকটি মুসলিম রাষ্ট্রের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করে নির্বাহী আদেশ দেন তিনি।

অবশ্য, বরাবরই ট্রাম্প প্রশাসন দাবি করে আসছে, তারা ইসলামী উগ্রপন্থার বিরুদ্ধে; ইসলামের সঙ্গে তাদের কোনও বিরোধ নেই।

/এফইউ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি