X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

পোর্টল্যান্ডের মুসলিম-বিদ্বেষের প্রতিবাদকারীরা ‘মহানায়ক’

বিদেশ ডেস্ক
২৮ মে ২০১৭, ১১:০৬আপডেট : ২৮ মে ২০১৭, ১১:১৮
image

রিক বেস্ট ও নামকাই মেশে মুসলিম-বিদ্বেষের প্রতিবাদ করে নিহত দুই ব্যক্তিকে পরিবার, বন্ধু, সহকর্মীরা ‘মহানায়ক’ বলে অভিহিত করেছেন। শনিবার ওই দুই ব্যক্তিকে শেষ শ্রদ্ধা জানিয়ে তারা এসব কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার বিকাল ৪টায় ওরিগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডের একটি ট্রেনে দুটি অল্পবয়সী মেয়ে এক যাত্রীর মুসলিম-বিদ্বেষী আচরণের শিকার হয়। ওই মেয়েদের একজন মুসলিম, যে হিজাব পরেছিল। ওই যাত্রীর মুসলিম-বিদ্বেষী আচরণের প্রতিবাদ করায় আক্রমণের শিকার হন ২৩ বছরের যুবক তালিয়েসিন মারদিন নামকাই-মেশে, ৫৩ বছর বয়সী রিক বেস্ট এবং ২১ বছরের যুবক মিকাহ ডেভিড-কোল ফ্লেচার। ছুরিকাঘাতে দুই প্রতিবাদী নামকাই-মেশে ও রিক বেস্ট নিহত হন। তবে আহত ফ্লেচারের মৃত্যুর ঝুঁকি নেই বলে জানিয়েছে পুলিশ।

মুসলিম-বিদ্বেষী হামলাকারী

হামলাকারী ৩৫ বছর বয়সী জেরেমি জোসেফ ক্রিশ্চিয়ানকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা ও বর্ণবিদ্বেষের অভিযোগ আনা হবে। শুক্রবার বিকেলে হামলার কিছুক্ষণ পরেই ক্রিশ্চিয়ানকে গ্রেফতার করে পুলিশ।

নামকাই-মেশের মা অ্যাশা ডেলিভারেন্স ফেসবুকে দেওয়া এক পোস্টে তার ছেলের মৃত্যুর কথা জানান। সেখানে তিনি লিখেছেন, ‘গতকাল ট্রেনে এক বর্ণবাদী লোকের হাত থেকে দুই মুসলিম মেয়েকে রক্ষা করতে গিয়ে আমার আদরের ছেলে মারা গেছে। আলোকিত তারা, আমি তোমায় ভালোবাসি।’

শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে অ্যাশা বলেন, তার ছেলে ‘মহানায়ক’ ছিল এবং থাকবে।

অপর নিহত প্রতিবাদী রিক বেস্ট একজন সাবেক সেনা কর্মকর্তা। ২৩ বছর সেনাবাহিনীতে কাজ করার পর ২০১২ সালে তিনি অবসর গ্রহণ করেন। 

যে দুটি মেয়ে বর্ণবিদ্বেষের শিকার হয়েছিল, তাদের একজনের মা ডিজুয়ানা হাডসন বলেন, ওই মুসলিম বিদ্বেষী ব্যক্তি ক্রিশ্চিয়ান বলছিলেন, ‘সব মুসলিমদের মোড়ে যাওয়া উচিত।’ এর প্রতিবাদ করে নামকাই-মেশে বলেন, ‘তারা ছোট দুটি মেয়ে, এদের সঙ্গে আপনি এভাবে কথা বলতে পারেন না।’

নামকাই-মেশে

নামকাই-মেশের পরিবার এক বিবৃতিতে জানায়, সে যা বিশ্বাস করতো, তার জন্য সামনে এগিয়ে গেছে। যা সাহসিকতার চূড়ান্ত উদাহরণ। ন্যায়, সাহস, ভালোবাসা, কৌতুক এবং যেমনটা সুন্দর আত্মা তার ছিল, তার পুরোটা নিয়েই সে সর্বদা আমাদের হৃদয়ে থাকবে।’

যে রীড কলেজে অর্থনীতিতে পড়াশোনা করেছেন নামকাই-মেশে, সেখানকার প্রফেসর কামবিজ গনেসা-বাসিরি ফেসবুকে লিখেছেন, ‘আমার এখনও মনে আছে কনফারেন্সের সময় সে কোথায় বসতো, অথবা তার বুদ্ধিদ্বীপ্ত প্রশ্ন। ভদ্র, পরোপকারী, স্মার্ট, চিন্তাশীল হিসেবে তার পরিচিতি ছিল। মানুষ হিসেবে সে ছিল চমৎকার। আর এখন আমার কাছে সে একজন মহানায়ক।’

রিক বেস্টের স্মরণে তার সহকর্মীরা বলেছেন, ‘যে কোনও প্রয়োজনে সাহায্যের জন্য তিনি ছিলেন সদা প্রস্তুত।’

সিটি কমিশনার ক্লোয়ে ইউডালি বলেন, ‘তিনি এমন দুটি মেয়েকে রক্ষার জন্য সামনে এগিয়েছিলেন, যাদের তিনি চিনতেনও না। এর আগেও তিনি এমনটা করেছেন।’

পোর্টল্যান্ডের মেয়র টেড হুইলার বলেন, ‘যে দুজন ব্যক্তি আজ ভয়ঙ্কর বর্ণবাদী সহিংসতার শিকার হলেন, তারা নিশ্চিতভাবেই মহানায়ক।’  

/এসএ/

সম্পর্কিত
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
সর্বশেষ খবর
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
ইউক্রেনের শান্তি পরিকল্পনা অর্থহীন: ল্যাভরভ
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা চাইলেন ওবায়দুল কাদের
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়