X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

জলবায়ু চুক্তি নিয়ে বিশ্বকে অপেক্ষায় রাখলেন ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৮ মে ২০১৭, ১৪:০৮আপডেট : ২৮ মে ২০১৭, ২০:০৬
image

ডোনাল্ড ট্রাম্প জি-৭ সম্মেলনে জলবায়ু চুক্তি নিয়ে ঐকমত্যে পৌঁছাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যেই যুক্তরাষ্ট্র ওই চুক্তি সমর্থন করবে কিনা, সে বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

শিল্পোন্নত সাতটি দেশের সম্মেলন জি-সেভেন এর চূড়ান্ত ইশতেহারে যুক্তরাষ্ট্র ব্যতিত অন্য দেশগুলো জলবায়ু পরিবর্তনের তীব্রতা হ্রাসের বিষয়ে পদক্ষেপ নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় লিখেছেন, ‘আমি প্যারিস চুক্তি নিয়ে ওয়াশিংটনে পৌঁছে আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

ঐতিহাসিক প্যারিস চুক্তি অনুযায়ী, দু’বছর আগে বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধির পরিমাণ দুই ডিগ্রি সেলসিয়াস কমিয়ে আনার সিদ্ধান্ত হয়। আর সে মোতাবেক, বিশ্বের ১৯৫টি দেশের বাতাসে কার্বন দূষণের মাত্রা কমাবার বিষয়ে ঐকমত্যে পৌঁছায় শিল্পোন্নত সাত দেশ। তবে এখন সেখানে যুক্তরাষ্ট্র থাকবে কিনা, তা এখনও নিশ্চিত নয়।

তবে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘কোনও একটি দেশ এ চুক্তি থেকে বেরিয়ে গেলেই চুক্তিটি ধসে যাবে না।’

কানাডা, ফ্রান্স,জার্মানি, ইতালি,জাপান ও যুক্তরাজ্যের সরকার প্রধান এবং ইরোপীয়ান কমিশন প্যারিস জলবায়ু চুক্তির প্রতি তাদের প্রতিশ্রুতি আবারও নিশ্চিত করতে সম্মত হয়েছে। একজন ফরাসি কর্মকর্তাকে উদ্ধৃত করে দেশটির বার্তা সংস্থা এএফপি বলেছে, জলবায়ু সম্পর্কে যুক্তরাষ্ট্র তার নীতি মূল্যায়ন করে দেখছে।

এর আগে ট্রাম্প মানুষের তৈরি এই বৈশ্বিক উষ্ণায়নকে ‘ভাঁওতাবাজি’ বলে অভিহিত করেছিলেন। অর্থনীতি বিষয়ক প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা গ্যারি কন বলেন, বিশ্বের নের্তৃবৃন্দের কাছ থেকেই ট্রাম্প এ সম্পর্কে জানছেন, যাতে করে তিনি দু’বছর আগে স্বাক্ষরিত জলবায়ু বিষয়ক প্যারিস সম্মেলনে দেওয়া গ্রিন হাউজ গ্যাস নির্গমন কমানোর ব্যাপারে ওয়াশিংটনের দেওয়া প্রতিশ্রুতি মানবেন কী না তা নিশ্চিত নয়।

উল্লেখ্য, প্যারিস জলবায়ু চুক্তি কার্যকর করতে ৫৫টি দেশের সমর্থন দরকার। যার লক্ষ্য কার্বন নিঃসরণ ৫৫ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা।

/এসএ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
ন্যাটোর অংশীদার হতে আগ্রহী আর্জেন্টিনা
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
সর্বশেষ খবর
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
পথের পাশের বাহারি শরবতে স্বাস্থ্যঝুঁকি কতটা?
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
মন্ত্রণালয়ে সভা করে ধানের দাম নির্ধারণ করা হবে: কৃষিমন্ত্রী
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
জোভানের নতজানু বার্তা: আমার ওপর কষ্ট রাখবেন না
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
লাগাতার তাপদাহে যশোরে জনজীবন দুর্ভোগে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ