X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট শুরু

বিদেশ ডেস্ক
২৮ মে ২০১৭, ১৬:৫৩আপডেট : ২৮ মে ২০১৭, ১৬:৫৪

হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট শুরু কম্পিউটার নেটওয়ার্ক জটিলতার কারণে যুক্তরাজ্যের হিথ্রো ও গ্যাটউইক বিমানবন্দরে বন্ধ হওয়া ফ্লাইট পুনরায় চালু হয়েছে। শনিবার এই দুই বিমানবন্দরে সবধরনের ফ্লাইট বন্ধ করে কোম্পানিটি। রবিবার চালু হলেও ফ্লাইটের শিডিউল বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ব্রিটিশ এয়ারওয়েজের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার লন্ডনের হিথ্রো বিমানবন্দরে প্রায় সব ধরনের সেবা শুরু হবে। এছাড়া লন্ডনের দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর গ্যাটউইক থেকে প্রায় স্বাভাবিক শিডিউলে বিমান চলাচল করবে।

হিথ্রো বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটগুলো বিলম্বে উড্ডয়ন করতে পারে। যাত্রীদের নতুন ফ্লাইটে বুকিং না দেওয়া হলে হিথ্রো থেকে যাতায়াত না করার জন্য আহ্বান জানানো হয়েছে।

এক বিবৃতিতে ব্রিটিশ এয়ারওয়েজ জানায়, আমাদের পুরো আইটি ব্যবস্থা পুনরায় চালু করার জন্য কাজ করে যাচ্ছি। যাত্রীদের অসুবিধার জন্য আমরা অত্যন্ত দুঃখিত।

কম্পিউটার নেটওয়ার্ক জটিলতার কারণে ঠিক কতটি ফ্লাইট বাতিল করা হয়েছে তা জানা যায়নি। কোম্পানিটির চেয়ারম্যান অ্যালেক্স ক্রুজ জানিয়েছেন, এখন পর্যন্ত কম্পিউটার ব্যবস্থায় সাইবার হামলার কোনও প্রমাণ পাওয়া যায়নি।

উল্লেখ্য, স্থানীয় সময় দুই বিমানবন্দরে সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। অন্যান্য বিমানবন্দরের জন্য এ ধরনের ঘোষণা না দিলেও কম্পিউটার নেটওয়ার্কে সমস্যার কারণে দুনিয়াজুড়ে বিভিন্ন স্থানে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট সূচিতে ধস নামে। বেলফাস্ট, রোম,স্টকহোমেও ফ্লাইট বিলম্বের ঘটনা ঘটেছে। এমনকি বিমান সংস্থাটির ওয়েবসাইটেও প্রবেশের চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন যাত্রীরা।

বিবিসির খবরে বলা হয়েছে, ফ্লাইট বাতিল হওয়াতে কয়েক হাজার যাত্রীকে লাগেজ ছাড়াই ভ্রমণ করতে হয়েছে।  ব্রিটিশ এয়ারওয়েজের ওয়েবসাইটে ফ্লাইটের অবস্থা জেনে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছে কোম্পানিটি। সূত্র: বিবিসি, রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
সর্বশেষ খবর
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়