X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

কাশ্মিরে ‘কারফিউ’ উপেক্ষা করে সবজারের জানাজায় বিপুল জমায়েত

বিদেশ ডেস্ক
২৯ মে ২০১৭, ১৩:০৮আপডেট : ২৯ মে ২০১৭, ১৯:২২
image

সবজারের জানাজায় অংশ নেওয়া মানুষ
কাশ্মিরে ভারতীয় বাহিনীর গুলিতে নিহত বিদ্রোহী নেতা সবজার আহমদ ভাটের জানাজা রবিবার (২৮ মে)বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। এদিন ভারত অধিকৃত কাশ্মিরে ‘কারফিউ সদৃশ বিধিনিষেধ’ উপেক্ষা করেই হিযবুল মুজাহিদীনের কমান্ডার সবজারের জানাজায় শরিক হন কয়েক হাজার মানুষ। সবজারের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ-সহিংসতায় এক বেসামরিক নিহত ও বেশ ক’জন আহত হওয়ার খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

২৬ মে শুক্রবার সন্ধ্যার পর কাশ্মিরের পুলওয়ামা জেলার ত্রালের সাইমুহ গ্রামের একটি বাড়ি ঘিরে ফেলে ভারতীয় সেনাবাহিনী। পুলিশের দাবি, সবজার ও তার এক সহযোগী ওই বাড়িতে অবস্থান করছেন বলে তাদের কাছে গোপন খবর ছিল। শনিবার সকাল থেকে ৪২ রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানরা কথিত এনকাউন্টার শুরু করে। এক ঘণ্টা ‘বন্দুকযুদ্ধের’ পর সবজার ও তার সহযোগী নিহত হন বলে দাবি করে পুলিশ। তার মৃত্যুকে কেন্দ্র করে কাশ্মিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অস্থিতিশীল পরিস্থিতিতে নিয়ন্ত্রণে কাশ্মিরে সরকার ‘কারফিউর মতো’ কঠোর বিধিনিষেধ আরোপ করে। 

রমজানের প্রথম দিন অর্থাৎ রবিবার সকালে কাশ্মিরের বেশিরভাগ এলাকায় নীরবতা দেখা গেলেও দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলার ট্রাল এলাকায় ছিল ভিন্ন চিত্র। এদিন ট্রালের একটি গ্রামে ভীড় করে হাজার হাজার মানুষ। কঠোর বিধি নিষেধ উপেক্ষা করেই সবজারের জানাজায় অংশ নেয় তারা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ভিড়ের মধ্য থেকে ভারতবিরোধী ও কাশ্মিরের স্বাধীনতার পক্ষে স্লোগান দেওয়া হচ্ছিল।

উল্লেখ্য, গত বছর নিরাপত্তাবাহিনীর সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সবজারের পূর্বসূরী হিজবুল কমান্ডার বুরহান ওয়ানি নিহত হন। এরপর মেহমুদ গজনবি ওরফে জাকির মুসাকে তার স্থলাভিষিক্ত করা হয়। কিন্তু চলতি বছরের মে মাসে জাকির আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার সঙ্গে যুক্ত হয়ে পড়ায় তাকে সংগঠন থেকে বের করে দেওয়া হয়। জাকিরের স্থলাভিষিক্ত হন বুরহানের বন্ধু সবজার। তাকে বুরহানের ডান হাত বলেও উল্লেখ করেছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

সবজার আহমেদের মৃত্যুর খবর পেয়ে শনিবার থেকেই উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মির। সবজারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরাসহ হাজার হাজার মানুষ বিক্ষোভ করতে রাস্তায় নেমে আসে। 'গো ইন্ডিয়া গো ব্যাক’; উই ওয়ান্ট ফ্রিডম' এসব স্লোগান দিতে থাকে তারা। বেশ কয়েকটি এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষও হয়েছে। পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে বিক্ষোভকারীরা। আর বিক্ষুব্ধদের ঠেকাতে পুলিশ তাদের ওপর শটগান পেলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। পুলিশের অভিযোগ, হোয়াট’স অ্যাপ ব্যবহার করে বিক্ষোভকারীরা পাথর ছোড়ার জন্য অন্যদের প্রভাবিত করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা বলে কাশ্মিরের রাজধানী শ্রীনগরের সাত পুলিশ স্টেশন খানিয়ার, নৌহাট্টা, সফাকাদাল, এমআর গঞ্জ, রাইনাওয়ারি, ক্রালহুদ এবং মাইসুমার অধীনস্থ এলাকায় ‘কারফিউর মতো’ বিধিনিষেধ আরোপ করা হয়।

তবে জেলা প্রশাসন জানিয়েছে, পরীক্ষার প্রবেশপত্র থাকলে শিক্ষার্থীরা এ কারফিউতে ছাড় পাবেন। এটা শিক্ষার্থীদের ‘কারফিউ পাস’ বলে বিবেচিত হবে। কর্মকর্তারা জানিয়েছেন, এ বিধিনিষেধ উত্তর কাশ্মিরের অনন্তনাগ,পুলওয়ামা এবং সোপিয়ান জেলাতেও আরোপ করা হয়েছে। বাড়গাম ও গান্দেরবাল জেলায় মানুষের স্বাভাবিক চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।  

/এফইউ/



 

সম্পর্কিত
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
কেক কেটে আর কাচ্চি বিরিয়ানিতে বন্ধুত্বের উদযাপন দিল্লি ও ঢাকার
সর্বশেষ খবর
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
ভাতা বাড়ানোর আশ্বাসে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
সরকারি চাকরির আশ্বাস ও ভুয়া নিয়োগপত্র দিয়ে কোটি টাকা আত্মসাৎ
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
আইসিসি এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি আম্পায়ার সৈকত
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে ভুটানের রাজার সন্তোষ প্রকাশ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে
রাজধানীর ৫ জায়গায় তরমুজ বিক্রি হবে কৃষকের দামে