X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সালমান আবেদিকে নিয়ে কী আড়াল করতে চায় পশ্চিমা মিডিয়া?

মাহাদী হাসান
২৯ মে ২০১৭, ১৯:১৮আপডেট : ২৯ মে ২০১৭, ২৩:৪৭
image

সালমান আবেদি সম্প্রতি যুক্তরাজ্যের ম্যানচেস্টারে হামলার পর সন্দেহভাজন আত্মঘাতী হিসেবে প্রকাশিত হয় লিবীয় বংশোদ্ভূত সালমান আবেদির নাম। সে কী করতো, কোথায় থাকতো, কয়বার লিবিয়ায় গেছে এসব বিভিন্ন তথ্য উঠে আসে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে। কেবল তাই নয়, গোয়েন্দা সূত্রের ভিত্তিতে কোনও কোনও সংবাদমাধ্যমে বলা হয়, তার পুরো পরিবারই আন্তর্জাতিক জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ত। তবে এ তথ্যই কি সব? লিবীয় নাগরিক সালমান আবেদির জঙ্গি হয়ে ওঠার নেপথ্যে আসলে কারা? এর পেছনে কি পশ্চিমা বিশ্বের কোনও দায় নেই? যদি থেকে থাকে তবে তা কি ইচ্ছে করেই আড়াল করছে মূলধারার পশ্চিমা সংবাদমাধ্যমগুলো?

ম্যানচেস্টার হামলার পর এক নির্বাচনি সমাবেশে এ ঘটনার জন্য খোদ ব্রিটিশ ‘যুদ্ধবাজ’ পররাষ্ট্র নীতিকেই দায়ী করেন লেবার পার্টির নেতা জেরেমি করবিন। তিনি বলেন, ‘আমাদের সরকার অন্য দেশে যে যুদ্ধ লড়ছে বা সমর্থন করছে এবং এখানে যেভাবে সন্ত্রাসবাদকে মোকাবিলা করছে তার জন্যই এমন হামলা চালানো হয়েছে।’ কেবল করবিনই নন, ২০১০ সালে ইরাকে ইঙ্গ-মার্কিন আগ্রাসনের তদন্তের সময় ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআইফাইভ-এর সাবেক প্রধান ব্যারোনেস ম্যানিংহাম-বুলার বলেছিলেন, ‘ওই আগ্রাসন যুক্তরাজ্যে সন্ত্রাসী হামলার হুমকি বাড়িয়েছে।’

স্বতন্ত্রধারার সংবাদ ওয়েবসাইট অ্যান্টি মিডিয়ার তথ্য বিশ্লেষণ করলেও করবিন এবং ব্যারোনেসের কথার যৌক্তিকতা মেলে। প্রতিবেদনে বলা হয়, মুয়াম্মার গাদ্দাফির সেক্যুলার লিবিয়া থেকে পালিয়ে আসা এক মৌলবাদী লিবীয় ছিল সালমান। সিরিয়ায় ‘বিদ্রোহী’ প্রশিক্ষণ নেওয়ার পর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের হয়ে আসাদ সরকারের পতনে যুদ্ধ করে সে। অ্যান্টি মিডিয়ার দাবি, মধ্যপ্রাচ্যে আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরাসরি তৈরি করা ‘জঙ্গি’ ছিল ম্যানচেস্টারের ওই হামলাকারী।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের তথ্য অনুযায়ী, সালমান ছিল লিবীয় শরণার্থী পরিবারের সন্তান। ম্যানচেস্টারের একটি মুসলিম কলোনিতে বসবাস করতো সে। গাদ্দাফির পতনের পর সে কয়েকবার লিবিয়া গেছে। সর্বশেষ হামলার দুই সপ্তাহ আগেও সে লিবিয়ায় যায় বলে জানা গেছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সামরিক জোট লিবিয়া ‘স্বাধীন’ করার পর তারা সেখানেই রাজত্ব করতে থাকে এবং সেই লিবিয়াতেই ফিরে যায় সালমান। সেখানে বসেই হয়তো সে আত্মঘাতী হামলার পরিকল্পনা করেছে। ২০১১ সালের লিবিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের হামলার আগে সেখানে কোনও আল-কায়েদা, আইএস কিংবা অন্য কোনও সন্ত্রাসী গোষ্ঠী ছিল না।

মার্কিন আগ্রাসনে ক্ষতবিক্ষত লিবিয়া

২০১১ সালের জানুয়ারিতে লিবিয়ার স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি নিজেই ইউরোপকে সতর্ক করে দেন যে, তাকে ক্ষমতাচ্যুত করা হলে ইউরোপে জঙ্গিরা হামলা চালাবে। কিন্তু তার কথায় কান দেয়নি ইউরোপ। অ্যান্টি মিডিয়ার প্রতিবেদনে বলা হয়, গাদ্দাফি-পরবর্তী লিবিয়া এখন জঙ্গি তৈরির কারখানা হয়ে গেছে। সিরিয়ায় জিহাদ করার জন্য আইএস কিংবা বিদ্রোহীদের সদস্য সংগ্রহের সবচেয়ে বড় ক্ষেত্রই এখন লিবিয়া।

সালমান আবেদির দিকে দৃষ্টিপাত করলে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আগ্রাসনের ফলাফল দেখতে পাওয়া যায়। সে শুধু লিবিয়া সফরই করেনি বরং সিরিয়ার বিদ্রোহী সেনা হওয়ার জন্য সেখানেও গিয়েছিল এই উগ্রবাদী তরুণ। আসাদ সরকারের পতনের জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সমর্থিত শক্তির হয়ে লড়াই করতে চেয়েছিল সে। হয়তো সিআইএ’র প্রশিক্ষণও নিয়েছে। ব্যাপারটি নিশ্চিত না হলেও অসম্ভব নয়।

গাদ্দাফিকে যদি মার্কিন জোট উৎখাত না করতো তবে লিবিয়ায় কোনও জিহাদি প্রশিক্ষণ ক্যাম্প গড়ে উঠতো না। সিরিয়ায় যুক্তরাষ্ট্র যদি ‘সরকার পরিবর্তন’ না করতে চাইতো তবে সেখানে আইএস কিংবা আল-কায়েদার কোনও বোমা বিস্ফোরিত হতো না। অথচ এ বিষয়গুলো পশ্চিমা মূলধারা মিডিয়ায় আসছে না। সূত্র: দ্য এন্টি মিডিয়া।

/এফইউ/এমপি/

সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিরুদ্ধে আপিল করতে পারবেন অ্যাসাঞ্জ
সর্বশেষ খবর
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
৭ বছর পর নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নতুন কমিটি
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
‘জুনের মধ্যে ১০ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে’
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
জাবি ছাত্রলীগের সেই ৩ কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের সুপারিশ 
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়