X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

জিকা ভাইরাসের অস্তিত্ব আড়াল করতে চায় ভারত!

বিদেশ ডেস্ক
৩০ মে ২০১৭, ১৪:৫৯আপডেট : ৩০ মে ২০১৭, ১৫:০৬
image

এডিস মশার মাধ্যমে ছড়ায় জিকা ভাইরাস গত শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় পশ্চিম গুজরাটের আহমেদাবাদে জিকা ভাইরাস সংক্রমণের তিনটি ঘটনা নিশ্চিত করেছে। ভারতীয় কর্তৃপক্ষ জানায়, ২০১৬ সালের নভেম্বর থেকে ২০১৭ সালের ফেব্রুয়ারির মধ্যে ওই তিনটি সংক্রমণের ঘটনা সামনে আসে। কিন্তু গুজরাটের ক্ষমতাসীন বিজেপি সরকার জনসমক্ষে তা প্রকাশ করেনি। বিশ্লেষকরা বলছেন, সরকার জিকা সংক্রমণের ঘটনা আড়াল করে অনৈতিক কাজ করেছে। আবার বাণিজ্য সম্মেলন আয়োজনের জন্যই সরকার তা প্রকাশ করতে রাজি নয় বলে জানাচ্ছে স্থানীয় সংবাদমাধ্যম।  

প্রসঙ্গত, এখন পর্যন্ত অন্তত ৩০টি দেশে জিকা ভাইরাসের সংক্রমণের ঘটনা রেকর্ড করা হয়েছে। এ ভাইরাসের প্রভাবে শিশু জন্মের সময় কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়। এর মধ্যে রয়েছে মাথার খর্বাকৃতি ও মস্তিষ্কের স্বাভাবিক বিকাশ না হওয়া।

ভাইরাসটি সাধারণত মশার মাধ্যমে ছড়ালেও এটি যৌন সম্পর্কের মাধ্যমেও একজন থেকে আরেকজনের দেহে ছড়াতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, আনুষ্ঠানিকভাবে নাইজেরিয়ায় জিকা ভাইরাসে আক্রান্তের খবর নিশ্চিত হওয়ার আগেই ১৯৫৩ সালে এক গবেষণাপত্রে ভারতে জিকা ভাইরাসের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। তখন ১৯৬ ব্জন মানুষের মধ্যে চালানো পরীক্ষায় ৩৩ জন ওই ভাইরাসে আক্রান্ত বলে জানা যায়।

ওই ঘটনার ৬৪ বছর পর ভারতে আনুষ্ঠানিকভাবে জিকা ভাইরাসের অস্তিত্ব স্বীকার করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গত ১৫ মে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো প্রতিবেদনে তিনজন জিকা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে রয়েছেন ২২ ও ৩৪ বয়সী দুই গর্ভবতী নারী এবং ৬৪ বছর বয়সী এক লোক। ৩৪ বছর বয়সী নারী যে শিশুর জন্ম দিয়েছেন, তাকে হাসপাতাল কর্তৃপক্ষ ‘সুস্থ’ বলে উল্লেখ করেছে। ভাইরাস শনাক্ত হওয়ার সময় ২২ বয়সী নারী ৩৭ সপ্তাহের গর্ভবতী ছিলেন।

গুজরাটের জ্যেষ্ঠ আমলা জে.এন. সিং বলেন, ‘দুই গর্ভবতী নারীর সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন। ৬৪ বছর বয়সী লোকেরও কোনও শারীরিক সমস্যা চোখে পড়েনি।’

জনসমক্ষে জিকা সংক্রমণের কথা সরকারের পক্ষ থেকে না জানানো প্রসঙ্গে জে.এন. সিং দাবি করেন, ‘জিকা আক্রান্তের সংখ্যা না বাড়ায়, সরকার এ নিয়ে জনমনে আতঙ্ক ছড়াতে চাচ্ছে না।’

মশা মারতে গুজরাটের স্বাস্থ্যকর্মীদের অভিযান

তবে স্বতন্ত্র জনস্বার্থ কর্মকর্তারা ভারত সরকারের এ নীতির তীব্র সমালোচনা করেছেন। তারা জানান, জিকা সংক্রমণের কথা জানার সঙ্গে সঙ্গে এ কথা জনসমক্ষে জানিয়ে সতর্ক করা দরকার ছিল।

দিল্লির জওহরলাল নেহেরু ইউনিভার্সিটির কমিউনিটি মেডিসিন বিভাগের প্রফেসর রাজীব দাশগুপ্ত জানান, ‘জনস্বাস্থ্য সম্পর্কিত ভারতের ইতিহাসে এর আগে এমনটা দেখা যায়নি। এ ঘটনাটি খুবই বিরক্তিকর এবং তা বেশ কয়েকটি নৈতিক বিষয়কে সামনে তুলে ধরেছে। আপনাকে অবশ্যই জনগণের আস্থা অর্জন করতে হবে। আতঙ্ক না ছড়িয়েও জনগণকে সতর্ক করা যায়। একটি কার্যকর জনস্বাস্থ্যনীতির কাজ এটাই।’  

এদিকে, গত ১৭ এপ্রিল স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল পার্লামেন্টে এক প্রশ্নের উত্তরে দাবি করেন, ‘২০১৭ সালের জানুয়ারিতে সরকারি নজরদারিতে এখন পর্যন্ত জিকা ভাইরাসে আক্রান্তের মাত্র একটি ঘটনা সামনে এসেছে।’

সমালোচকদের দাবি, সরকার জিকা আক্রান্তের প্রকৃত চিত্র লুকিয়ে রেখেছেন। গত জানুয়ারি পর্যন্ত তিনজনের জিকা সংক্রমণের ঘটনা সামনে আসে। তবে এক স্বাস্থ্য কর্মকর্তা বলেন, জানুয়ারি পর্যন্ত একজনের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। বাকি দুজনের ঘটনা সামনে আসলেও তা নিশ্চিত হয় ফেব্রুয়ারিতে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, আগামী জানুয়ারিতে একটি আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা গুজরাটে। আর এজন্যই বিজেপি শাসিত গুজরাটের সরকার জিকা সংক্রমণের কথা প্রকাশ করতে রাজি নয়। তবে সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে।

প্রভাবশালী ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর স্বাস্থ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক বিদ্যা কৃষ্ণান বলেন, ‘এ ঘটনায় জনস্বাস্থ্য এবং সংবাদমাধ্যমকে অপমান করা হয়েছে। নিজেদের ছেলেমেয়ে ও পরিবারের সদস্যদের রক্ষার জন্য ব্যবস্থা নিতে স্থানীয় জনগণকে অবশ্যই এ ভাইরাসের উপস্থিতি সম্পর্কে জানানো দরকার ছিল। বিদেশি নাগরিকদের এ সম্পর্কিত নির্দেশিকা জারি করা উচিত ছিল।’

বিদ্যা আরও বলেন, ‘তথ্য আড়াল করা এবং দেরিতে প্রকাশ করাটা এ ক্ষেত্রে রীতিমতো ভয়াবহ। যদি লুকিয়ে রাখার ফলে জিকা ভাইরাস ছড়িয়ে পড়ে এবং রোগটি মহামারি আকার ধারণ করে, তাহলে আন্তর্জাতিকভাবে এ বিষয়টি এমনিতেই প্রকাশ্যে আসবে। আর তখন ভারতের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হবে।’   

/এসএ/

সম্পর্কিত
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারত থেকে বাংলাদেশে পণ্য খালাস করে গেলেন যে নারী ট্রাকচালক
সর্বশেষ খবর
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
কুষ্টিয়ায় ৩ হাজার গাছ কাটার সিদ্ধান্ত স্থগিত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা