X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

কাবুলের কূটনৈতিক এলাকায় বোমা হামলার পর সুষমা স্বরাজের টুইট

বিদেশ ডেস্ক
৩১ মে ২০১৭, ১৪:০৩আপডেট : ৩১ মে ২০১৭, ১৪:০৬
image

সুষমা স্বরাজ আফগানিস্তানের রাজধানী কাবুলে শক্তিশালী বোমা হামলার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী টুইট বার্তায় জানিয়েছেন, সেখানকার ভারতীয় দূতাবাসের সবাই নিরাপদে আছেন। নগরীর কেন্দ্রস্থল ওয়াজির মহম্মদ আকবর খান এলাকার জানবাক স্কয়ারে চালানো ওই গাড়ি বোমা হামলায় এখনও পর্যন্ত অন্তত ৮০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও প্রায় সাড়ে তিনশ’ মানুষ। ভারতীয় বার্তা সংস্থা এএনআই এবং পিটিআই এ খবর জানিয়েছে।

বোমা হামলার ঘটনাস্থলটি ইরান, জার্মানি ও ভারতের দূতাবাসের খুবই নিকটবর্তী। বিস্ফোরণ স্থানের ১০০ মিটারের মধ্যে থাকা একটি বাড়ির জানালার কাঁচ ভেঙে গেছে। ভারতীয় দূতাবাসের দরজা-জানালার কাঁচও ভেঙেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে দূতাবাসের দূরত্ব প্রায় ৫০ মিটার বলে ভারতীয় সংবাদমাধ্যমে জানানো হয়।

বোমা হামলার পর হতাহতদের পড়ে থাকতে দেখা যায়

তবে দূতাবাসের কর্মীরা নিরাপদে আছেন বলে জানিয়েছেন ভারতীয় দূতাবাসের প্রতিনিধি মনপ্রীত বোহরা। আফগান জাতীয় নিরাপত্তা বাহিনী (‌এএনএসএফ)‌ এলাকাটি ঘিরে রেখেছে।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ টুইট বার্তায় বলেন, ‘ঈশ্বরের কৃপায় দূতাবাসের কর্মীরা নিরাপদে আছেন।’ বোমাটি  দূরত্বে রাখা ছিল বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ওই ঘটনার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন। তবে বিস্ফোরণের নেপথ্যে আল কায়দা বা আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের হাত থাকতে পারে মনে বলে করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে ঘটনাস্থলের পাশে বহু যানবাহন ধ্বংস হয়ে পড়ে থাকতে এবং সেখান থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়। বিস্ফোরণের তীব্রতায় ঘটনাস্থল থেকে কয়েকশ’ মিটার দূরের ঘরবাড়ির দরজা-জানালাও ভেঙে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

/এসএ/

সম্পর্কিত
জলপাইগুড়িতে বিজেপির ইস্যু বাংলাদেশের তেঁতুলিয়া করিডর
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সর্বশেষ খবর
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পর মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়