X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক: পুতিন

বিদেশ ডেস্ক
৩১ মে ২০১৭, ১৯:০১আপডেট : ৩১ মে ২০১৭, ১৯:০৩

ভ্লাদিমির পুতিন সিরিয়ায় একাধিক নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠাকে খুবই গুরুত্বপূর্ণ একটি মাইলফলক হিসেবে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ফরাসি দৈনিক লে ফিগারো-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন। মঙ্গলবার রাতে পত্রিকাটির অনলাইন সংস্করণে সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।

লে ফিগারো-কে পুতিন বলেন, সিরিয়ায় এখন এ ধরনের চারটি নিরাপদ অঞ্চল রয়েছে। আমরা মনে করি শন্তি প্রতিষ্ঠায় এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। কেননা, রক্তপাত থামানো ছাড়া রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে কথা বলা অবান্তর।

রুশ প্রেসিডেন্ট বলেন, সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা নিয়ে হুমকির মুখে এসব নিরাপদ অঞ্চল একটা মডেল হিসেবে দাঁড়িয়েছে। আমি আশাবাদী তারা আর আগের অবস্থায় ফিরে যাবে না। শান্তি স্থাপিত হলে জনগণ সিরিয়ার কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করবেন।

রাশিয়া, তুরস্ক ও ইরানের মধ্যে স্বাক্ষরিত এক চুক্তি অনুযায়ী ৬ মে ২০১৭ শনিবার মধ্যরাত থেকে ছয় মাসের জন্য সিরিয়ার সংঘর্ষপীড়িত চারটি এলাকা নিরাপদ অঞ্চল হিসেবে বিবেচিত হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় ছয় মাস পর নিরাপদ অঞ্চলের মেয়াদ আরও বাড়ানো যেতে পারে।

চুক্তি অনুযায়ী, নিরাপদ অঞ্চলের আকাশ মার্কিন নেতৃত্বাধীন জোটের জঙ্গিবিমানের জন্য বন্ধ থাকবে।

সিরিয়া বিষয়ক আস্তানা বৈঠকে রুশ প্রতিনিধিদলের প্রধান আলেক্সান্ডার ল্যাভরেন্তিয়েভ। তিনি জানিয়েছেন, নিরাপদ অঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান তৎপরতার কোনও স্থান রাখা হয়নি। এছাড়া আগামী ছয় মাসের জন্য সেখানকার আকাশ আসাদ বাহিনীর জঙ্গিবিমানের জন্যও বন্ধ থাকবে। এর অন্যথা হলে পরিস্থিতি আরও জটিল রূপ নেবে।

ফরাসি দৈনিক লে ফিগারো-কে দেওয়া সাক্ষাৎকারেও এসব নিরাপদ অঞ্চল নিয়ে রাশিয়ার আশাবাদের কথা জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সাক্ষাৎকারে আসাদকে ছাড়াই সিরিয়ায় একটি রাজনৈতিক সমাধানে উপনীত হওয়ার বিষয়েও কথা বলেন রুশ প্রেসিডেন্ট। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিরিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের অধিকার আমার আছে বলে আমি মনে করি না। সেটা আসাদকে নিয়েই হোক কিংবা তাকে ছাড়াই হোক। সূত্র: স্পুটনিক ইন্টারন্যাশনাল।

/এমপি/

সম্পর্কিত
মুখ থুবড়ে পড়েছে ইউক্রেনের অস্ত্র খাত
জেলেনস্কিকে হত্যার পরিকল্পনায় জড়িত অভিযোগে পোলিশ নাগরিক গ্রেফতার
রাশিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় উদ্যোগ নিতে হবে: জাতিসংঘ
ফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
বিশ্ব যকৃৎ দিবসফ্যাটি লিভার প্রতিরোধে কোন কোন খাবার এড়িয়ে চলবেন?
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
শিশু হাসপাতালে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না: ফায়ার সার্ভিস
ভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনভোট দিতে এসে কেউ উৎফুল্ল, অনেকেই ক্ষুব্ধ!
সর্বাধিক পঠিত
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইসরায়েলি হামলা কি প্রতিহত করতে পারবে ইরান?
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!