X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

সম্পাদকদের ছাঁটাই করছে নিউ ইয়র্ক টাইমস

বিদেশ ডেস্ক
০১ জুন ২০১৭, ১৯:৫৪আপডেট : ০১ জুন ২০১৭, ১৯:৫৭
image

কর্মরত সাংবাদিকদের কাছে মালিকানার একাংশ বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউ ইয়র্ক টাইমস। একইসঙ্গে তারা সম্পাদকদের একটা বড় অংশকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। হাতে পাওয়া গোপন এক নথির ভিত্তিতে এই আশঙ্কার কথা জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। নিউ ইয়র্ক টাইমস-এর প্রধান কার্যালয়

রয়টার্সের খবরে বলা হয়েছে, ‘বাইআউট’-এর সুযোগ দিতে চাইছে প্রভাবশালী মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক টাইমস। ‘বাইআউট’ হলো কোনও কোম্পানির নিজস্ব কর্মীদের শেয়ার ক্রয়ের সুযোগ। এর মাধ্যমে কোম্পানির মালিকানার একাংশ অর্জন এবং ব্যবস্থাপনা খাতে নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্ভব হয়। রয়টার্সের হাতে পাওয়া নিউ ইয়র্ক টাইমসের এক নথিতে বলা হয়েছে, মূলত সম্পাদকদের ছাঁটাইয়ের কৌশল হিসেবে এ পদক্ষেপ নিচ্ছে প্রভাবশালী এ মার্কিন দৈনিক।

সূত্রের বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানিয়েছে, যথেষ্টসংখ্যক সম্পাদক যদি শেয়ার কিনতে ব্যর্থ হন সেক্ষেত্রে বাধ্যতামূলক ছাঁটাইয়ের মুখে পড়বেন প্রতিষ্ঠানটির বার্তকক্ষের কর্মীরা। বিশেষ করে পাবলিক এডিটরদের ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। পরিকল্পনার অংশ হিসেবে পাবলিক এডিটরের পদটিই বাতিল করতে যাচ্ছে নিউ ইয়র্ক টাইমস। সেক্ষেত্রে এ পদে কর্মরত সবাই চাকরিচ্যুতির শিকার হবেন।

এক স্ক্যান্ডালের ঘটনায় সংবাদমাধ্যমের প্রতি আস্থা ফিরিয়ে আনতে ২০০৩ সালে পাবলিক এডিটরের পদ তৈরি করা হয়েছিল।

কর্মীদের জীবিকার দিক নিয়ে কোনও বিবেচনা ছাড়াই, নিউ ইয়র্ক টাইমসের প্রকাশক আর্থার সালজবার্গার এক বিবৃতিতে পাবলিক এডিটরদের ছাঁটাইয়ের পরিকল্পনা সম্পর্কে আভাস দেন। তিনি বলেছেন, ‘ইন্টারনেটজুড়ে সোশ্যাল মিডিয়ায় আমাদের ফলোয়ার এবং পাঠকরা সম্মিলিতভাবে স্বয়ংক্রিয় এক আধুনিক নজরদারি ব্যবস্থার মধ্যে কাজ করে যাচ্ছেন। যন্ত্রের থেকে ব্যক্তির ভূমিকা এক্ষেত্রে আরও বেশি সতর্ক ও জোরদার হতে পারে।’

আধা পৃষ্ঠার দুটি ভিন্ন চিঠিতে কর্মীদের এ ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন নিউ ইয়র্ক টাইমসের নির্বাহী সম্পাদক ডিন বাকোয়েট এবং ব্যবস্থাপনা সম্পাদক জো কান। তারা বলেছেন, প্রতিষ্ঠান থেকে কপি এডিটর-এর পদ বাদ দেওয়া হচ্ছে। এর মাধ্যমে সম্পাদনা বিভাগে পার্থক্য বা বিভাজনের ইতি ঘটবে।

তবে কর্মীদের একটা বড় ইউনিয়নের মাধ্যমে অংশ এই সিদ্ধান্তের বিরোধিতা করে যাচ্ছেন।

/এমপি/বিএ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
যুক্তরাষ্ট্র থেকে পার্সেলে তরুণদের কাছে আসছে কোটি টাকার মাদক
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
ব্যাংক ডাকাতি রোধে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে
রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
কাতারের আমিরের সফররাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
পুড়ছে সড়ক, তবু অবিরাম কাজ তাদের
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট
৭ দফা আবেদন করেও প্রশাসনের সহায়তা পায়নি মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট