X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

উ. কোরিয়ার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে নতুন নিষেধাজ্ঞা প্রস্তাব

বিদেশ ডেস্ক
০২ জুন ২০১৭, ১৩:৫৪আপডেট : ০২ জুন ২০১৭, ১৩:৫৬
image

উত্তর কোরিয়ার ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা প্রস্তাবের ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভোটাভুটি হতে যাচ্ছে। দেশটির ক্রমাগত ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার একটি ব্যাংক, একটি সামরিক সংস্থা এবং ১৪ জন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র ও চীন। শুক্রবার নিরাপত্তা পরিষদে ওই প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হবে। কূটনীতিকদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রয়টার্সের কাছে আসা নিষেধাজ্ঞার প্রস্তাবের খসড়ায় দেখা যায়, কোরিও ব্যাংক, উত্তর কোরীয় সেনাবাহিনীর সংস্থা স্ট্র্যাটেজিক রকেট ফোর্স এবং ১৪ ব্যক্তি ওই নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। ওই ব্যক্তিদের মধ্যে চো ইল ইউর নামও রয়েছে। ধারণা করা হয়, তিনি দেশটির বৈদেশিক গোয়েন্দা কর্মকাণ্ডের প্রধান।

এ নিষেধাজ্ঞা জারি হলে ওই ব্যক্তি ও সংস্থাগুলোর সকল সম্পদ বাজেয়াপ্ত করা হবে এবং তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হবে। এমন নিষেধাজ্ঞা এর আগেও একাধিকবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে জারি করা হয়েছে। তবে এর ফলে যে কোম্পানিগুলো সামনে থেকে উত্তর কোরিয়ার পক্ষে অর্থনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে, সেগুলোর কয়েকটিও নিষেধাজ্ঞার আওতায় আসলো।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ

এ নিষেধাজ্ঞার আরেকটি বিশেষ দিক হলো – জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর এবারই প্রথম চীন ও যুক্তরাষ্ট্র কোনও নিষেধাজ্ঞার বিষয়ে একমত পোষণ করেছে।

কূটনীতিকরা জানিয়েছেন, গত পাঁচ সপ্তাহ ধরে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনার পর দেশ দুটি ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হয়। পরে তারা নিরাপত্তা পরিষদের অপর ১৩ সদস্যের কাছে সে প্রস্তাব পেশ করা হয়।

তবে রাশিয়া এ প্রস্তাবে ভেটো দেবে কিনা, এ বিষয়টি এখনও নিশ্চিত নয়। এর আগে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সমর্থনের অভিযোগে দুটি রুশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ জানিয়েছেন, মার্কিন সিদ্ধান্তে তারা বিভ্রান্ত হয়েছেন। তবে তারা এ বিষয়ে কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছেন তিনি।

/এসএ/

সম্পর্কিত
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
তাইওয়ানের পূর্ব উপকূলে সিরিজ ভূমিকম্প
আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো উত্তর কোরিয়া
সর্বশেষ খবর
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
চেলসিকে গুঁড়িয়ে দিলো আর্সেনাল
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
আদালতে সাক্ষ্য দিতে এসে কাঁদলেন মিতুর মা
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
‘ভুঁইফোড় মানবাধিকার প্রতিষ্ঠানগুলো মানবাধিকার লঙ্ঘন করছে’
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
গরমে স্বস্তির খোঁজে লোকালয়ে ঢুকছে সাপ, সচেতনতার আহ্বান ডিএমপির
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক