X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার নিন্দায় বিশ্বনেতারা

বিদেশ ডেস্ক
০২ জুন ২০১৭, ১৬:০০আপডেট : ০২ জুন ২০১৭, ১৯:০৬
image

হোয়াইট হাউেসর সামনে জরবায়ু চুক্তির সমর্থকদের বিক্ষোভ
প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার ঘোষণায় আন্তর্জাতিক অঙ্গনে তুমুল সমালোচনা চলছে। জাতিসংঘ মহাসচিব থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ পদক্ষেপের নিন্দা জানিয়েছেন। চুক্তির সমর্থকদের মতে বৈশ্বিক উষ্ণতার কারণে সৃষ্ট ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিকভাবে যে প্রচেষ্টা চলছে তাকে বাধাগ্রস্ত করবে ট্রাম্পের এ ঘোষণা। অবশ্য, জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মার্কিন রিপাবলিকান নেতৃবৃন্দ ও কয়লা শিল্পের সঙ্গে জড়িত লোকজন।  

বৃহস্পতিবার (১ জুন) হোয়াইট হাউসের রোজ গার্ডেনে দেওয়া এক ভাষণে প্যারিস চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সরে আসার ঘোষণা দেন ট্রাম্প। তার অভিযোগ, এ চুক্তির কারণে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি বাধাগ্রস্থ হবে। দেশ আর্থিক লোকসানের মুখোমুখি হয়ে নিঃস্ব হতে শুরু করবে। অবশ্য, ঠিক কবে প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে আসবে তার সময়সীমা জানাননি ট্রাম্প। নিয়ম অনুযায়ী, কোনও দেশ চুক্তিতে অন্তর্ভূক্ত হওয়ার পর তিন বছরের আগে সেখান থেকে বের হয়ে আসতে পারে না।

বৃহস্পতিবার ট্রাম্প জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণার দেওয়ার পর আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় শুরু হয়। একের পর এক বিশ্বনেতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে থাকেন।  

২০১৫ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা প্যারিস চুক্তিতে যুক্তরাষ্ট্রকে অন্তর্ভূক্ত করেছিলেন। আর সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণায় ক্ষোভ জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ও শহরগুলো ট্রাম্পের এ উদ্যোগ বাতিল করার জন্য এগিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন সাবেক এ প্রেসিডেন্ট। ওবামা বলেন, ‘বিশ্বে আমেরিকান নেতৃত্বের অনুপস্থিতি তৈরি করে এ প্রশাসন গুটিকয়েক দেশের সঙ্গে যোগ দিয়েছে যারা ভবিষ্যতকে প্রত্যাখ্যান করছে। তারপরও আমি একটি ব্যাপারে আত্মবিশ্বাসী। আমি আশা করি আমাদের অঙ্গরাজ্যগুলো, বিভিন্ন শহর এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো এ চুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জোর পদক্ষেপ নেবে এবং আমরা পৃথিবীকে যেমন করে পেয়েছি তেমন করেই তা ভবিষ্যত প্রজন্মের জন্য সুরক্ষিত রাখবে।’

জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেসের মুখপাত্র চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসাকে ‘চরম হতাশার’ বলে উল্লেখ করেন। আর এ দিনটিকে বিশ্বের জন্য ‘দুঃখের দিন’ বলে উল্লেখ করেছে ইউরোপীয় ইউনিয়ন।

জাপানের পরিবেশমন্ত্রী কোইচি ইয়ামামোতো শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এ সিদ্ধান্তটি মানবিক বিবেচনা বোধ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার শামিল। আমি খুব হতাশ। ক্ষুব্ধ।’

বৃহস্পতিবার চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিতে গিয়ে ট্রাম্প আরও বলেন, ‘আমাকে পিটসবার্গের জনগণ ভোট দিয়ে জয়ী করেছেন,প্যারিসের জনগণ না। আমি এ চুক্তি থেকে সরে এসে নতুন চুক্তির প্রতিশ্রুতি দিয়েছিলাম। যে চুক্তিতে যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হবে না।’

তবে চুক্তি নিয়ে নতুন করে আলোচনার সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং ইতালীয় প্রধানমন্ত্রী পাওলো জেনটিলোনি। একসঙ্গে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানান তারা।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, ‘যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তটি আমাদেরকে হতাশ করলেও জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় বিশ্বজুড়ে নেওয়া জোরালো প্রচেষ্টা আমাদেরকে উৎসাহিত করছে।’

যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে আসলেও এর প্রতি সমর্থন বহাল রাখার ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির উপ প্রধানমন্ত্রী আরকাডি দিভোরকোভিচ বলেন, ‘আমরা চুক্তির সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমি মনে করি না সে অবস্থানের পরিবর্তন হবে।’

বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির হার ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে চুক্তিটি স্বাক্ষরিত হয়
জলবায়ুর পরিবর্তনবিষয়ক আসন্ন কনফারেন্সের নেতৃত্ব দেবেন ফিজির প্রধানমন্ত্রী ফ্র্যাংক বাইনিমারামা। ওই কনফারেন্সে ২০১৫ সালের চুক্তিটি বিধিবদ্ধ করা হবে। প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার খবরে অসন্তুষ্ট বাইনিমারামা। তিনি বলেন, ‘ট্রাম্পের সিদ্ধান্তটি চরম হতাশাজনক’।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যারকম টার্নবুল শুক্রবার সিঙ্গাপুরে অবস্থান করছিলেন। সেখানে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তটি হতাশাজনক হলেও বিস্ময়কর নয়’। তবে অস্ট্রেলিয়া প্যারিস চুক্তির সঙ্গেই থাকছে বলে জানান তিনি।

এক বিবৃতিতে প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসাকে হতাশাজনক বলে উল্লেখ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেও।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার পদক্ষেপটি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক প্রচেষ্টা ও দায়বোধকে খর্ব করবে।’

প্রাণ-প্রকৃতি-পরিবেশের বিপন্নতার প্রেক্ষিতে গত বছরের ডিসেম্বরে প্যারিসে কপ ২১ নামের একটি সম্মেলনে প্রথমবারের মতো একটি জলবায়ু চুক্তির ব্যাপারে সম্মত হন বিশ্বনেতারা। যুক্তরাষ্ট্র এবং আরও ১৮৭টি দেশ ওই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির আওতায় বিশ্বের উষ্ণতা বৃদ্ধির হার ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে সিদ্ধান্ত হয়।  সিরিয়া ও নিকারাগুয়া ওই চুক্তির অন্তর্ভূক্ত ছিল না।

গত বছর নির্বাচনি প্রতিশ্রুতিতে ট্রাম্প বলেছিলেন, নির্বাচিত হলে তিনি দেশের তেল ও কয়লা কোম্পানিকে সাহায্যের উদ্যোগ নেবেন। তখন মানুষের তৈরি এই বৈশ্বিক উষ্ণায়নকে ‘ভাঁওতাবাজি’ বলে অভিহিত করেছিলেন ট্রাম্প। গত সপ্তাহে শিল্পোন্নত সাতটি দেশের জি-৭ সম্মেলনের চূড়ান্ত ইশতেহারে যুক্তরাষ্ট্র ব্যতিত অন্য দেশগুলো জলবায়ু পরিবর্তনের তীব্রতা হ্রাসের বিষয়ে পদক্ষেপ নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়। তখন প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় লিখেছিলেন, ‘আমি প্যারিস চুক্তি নিয়ে ওয়াশিংটনে পৌঁছে আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

আর বৃহস্পতিবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে দেওয়া এক ভাষণে প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার ঘোষণা দিয়ে ট্রাম্প দাবি করেন, ওই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের জিডিপি প্রতিবছর ৩০ হাজার কোটি ডলার কমবে। সেই সঙ্গে প্রায় ৬৫ লাখ মার্কিন জনগণ কর্মসংস্থান হারাবে। এর জায়গা চীন ও ভারত দখল করে নেবে বলেও শঙ্কা প্রকাশ করেন ট্রাম্প। সূত্র: রয়টার্স, বিবিসি

/এফইউ/

সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৬ এপ্রিল, ২০২৪)
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত যুবলীগ নেতা
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা