X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

ভবিষ্যতকে প্রত্যাখ্যান করছে ট্রাম্প প্রশাসন: ওবামা

বিদেশ ডেস্ক
০২ জুন ২০১৭, ১৭:২৫আপডেট : ০২ জুন ২০১৭, ১৭:২৮
image

বারাক ওবামা জলবায়ু চুক্তি প্রত্যাখ্যানের মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসন ভবিষ্যতকেই প্রত্যাখ্যান করছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনতে ডোনাল্ড ট্রাম্পের নেওয়া সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় এমন করে আক্ষেপ প্রকাশ করেন তিনি।

বৃহস্পতিবার (১ জুন) হোয়াইট হাউসের রোজ গার্ডেনে দেওয়া এক ভাষণে প্যারিস চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সরে আসার ঘোষণা দেন ট্রাম্প। তার অভিযোগ,এ চুক্তির কারণে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি বাধাগ্রস্থ হবে। দেশ আর্থিক লোকসানের মুখোমুখি হয়ে নিঃস্ব হতে শুরু করবে। অবশ্য, ঠিক কবে প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে আসবে তার সময়সীমা জানাননি ট্রাম্প। নিয়ম অনুযায়ী,কোনও দেশ চুক্তিতে অন্তর্ভূক্ত হওয়ার পর তিন বছরের আগে সেখান থেকে বের হয়ে আসতে পারে না।

ট্রাম্প এমন একটি ঘোষণা দিতে যাচ্ছেন তার আভাস আগেই পেয়েছিলেন ওবামা। তাই ট্রাম্পের ঘোষণা আসার খানিক আগেই এর বিরুদ্ধে হতাশা প্রকাশ করে একটি বিবৃতি দেন তিনি। বিবৃতির শুরুতে বলা হয়, ‘দেড় বছর আগে কার্বন নিঃসরণের হার কমাতে এবং ভবিষ্যত প্রজন্মের জন্য বিশ্বকে সুরক্ষিত রাখতে সমঝোতার জন্য গোটা বিশ্ব প্যারিসে একত্রিত হয়েছিল। বিশ্ব পর্যায়ে যুক্তরাষ্ট্রের অবিরাম ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের মধ্য দিয়ে সেই অর্জন সম্ভব হয়েছিল।’

তবে ওবামা মনে করেন, বিশ্বে এখন যুক্তরাষ্ট্রের নেতৃত্বের অনুপস্থিতি দেখা দিয়েছে। সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘বিশ্বে আমেরিকান নেতৃত্বের অনুপস্থিতি তৈরি করে এ প্রশাসন গুটিকয়েক দেশের সঙ্গে যোগ দিয়েছে যারা ভবিষ্যতকে প্রত্যাখ্যান করছে। তারপরও আমি একটি ব্যাপারে আত্মবিশ্বাসী। আমি আশা করি আমাদের অঙ্গরাজ্যগুলো, বিভিন্ন শহর এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো এ চুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জোর পদক্ষেপ নেবে এবং আমরা পৃথিবীকে যেমন করে পেয়েছি তেমন করেই তা ভবিষ্যত প্রজন্মের জন্য সুরক্ষিত রাখবে।’

প্যারিস চুক্তি যখন স্বাক্ষরিত হয় তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন জন কেরি। ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়ে বৃহস্পতিবার তিনিও একটি বিবৃতি দিয়েছেন। ট্রাম্পের এ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম আত্মঘাতী কর্মকাণ্ড বলে অভিহিত করেছেন কেরি। তিনি বলেন, ‘ট্রাম্প মানবতার অস্তিত্বের বড় সংকট থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন।’

প্রাণ-প্রকৃতি-পরিবেশের বিপন্নতার প্রেক্ষিতে গত বছরের ডিসেম্বরে প্যারিসে কপ ২১ নামের একটি সম্মেলনে প্রথমবারের মতো একটি জলবায়ু চুক্তির ব্যাপারে সম্মত হন বিশ্বনেতারা। যুক্তরাষ্ট্র এবং আরও ১৮৭টি দেশ ওই সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করে। চুক্তির আওতায় বিশ্বের উষ্ণতা বৃদ্ধির হার ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ কমানোর বিষয়ে সিদ্ধান্ত হয়।  সিরিয়া ও নিকারাগুয়া ওই চুক্তির অন্তর্ভূক্ত ছিল না।

গত বছর নির্বাচনি প্রতিশ্রুতিতে ট্রাম্প বলেছিলেন, নির্বাচিত হলে তিনি দেশের তেল ও কয়লা কোম্পানিকে সহায়তার উদ্যোগ নেবেন। তখন মানুষের তৈরি এই বৈশ্বিক উষ্ণায়নকে ‘ভাঁওতাবাজি’ বলে অভিহিত করেছিলেন ট্রাম্প। গত সপ্তাহে শিল্পোন্নত সাতটি দেশের জি-৭ সম্মেলনের চূড়ান্ত ইশতেহারে যুক্তরাষ্ট্র ব্যতিত অন্য দেশগুলো জলবায়ু পরিবর্তনের তীব্রতা হ্রাসের বিষয়ে পদক্ষেপ নিয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়। তখন প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় লিখেছিলেন, ‘আমি প্যারিস চুক্তি নিয়ে ওয়াশিংটনে পৌঁছে আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

আর বৃহস্পতিবার হোয়াইট হাউসের রোজ গার্ডেনে দেওয়া এক ভাষণে প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে আসার ঘোষণা দিয়ে ট্রাম্প দাবি করেন, ওই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের জিডিপি প্রতিবছর ৩০ হাজার কোটি ডলার কমবে। সেই সঙ্গে প্রায় ৬৫ লাখ মার্কিন জনগণ কর্মসংস্থান হারাবে। এর জায়গা চীন ও ভারত দখল করে নেবে বলেও শঙ্কা প্রকাশ করেন ট্রাম্প। 

/এফইউ/

সম্পর্কিত
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা প্যাকেজ পাস
যুক্তরাষ্ট্র বড় শক্তি, তাদের পরোয়া করতে হয়: শ্রম প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপ: আইনের বিশ্লেষণ
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
ইউক্রেনের মার্কিন সামরিক সহায়তা আইনে স্বাক্ষর বাইডেনের
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
নামাজ শেষে মোনাজাতে বৃষ্টির জন্য মুসল্লিদের অঝোরে কান্না
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
আজকের আবহাওয়া: দুই বিভাগে বৃষ্টির আভাস
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা