X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

হামলার পর সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল কাবুল, পুলিশের গুলিতে নিহত ৬

বিদেশ ডেস্ক
০২ জুন ২০১৭, ১৯:০২আপডেট : ০২ জুন ২০১৭, ১৯:১২
image

কাবুলে সরকারবিরোধী বিক্ষোভ-২ সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে আফগানিস্তানের রাজধানী কাবুল। সাম্প্রতিক বোমা হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য আফগান সরকারকে দায়ী করে শুরু হওয়া এ বিক্ষোভ এরইমধ্যে সহিংসতায় রূপ নিয়েছে। পুলিশের গুলিতে অন্তত ৬ বিক্ষোভকারী নিহত এবং বেশ ক’জন আহত হওয়ার খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস।  

বিক্ষোভকারী ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, শুক্রবার (২ জুন) আন্দোলনকারীরা সরকারবিরোধী ও তালেবানবিরোধী স্লোগান দিতে দিতে ৩১ মে’র সে হামলাস্থলে জড়ো হয়। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট প্রাসাদের দিকে যেতে চাইলে পুলিশ তাদের ওপর টিয়ার গ্যাস ও জল কামান নিক্ষেপ করে। বিক্ষোভকারীদের ওপর গুলিও ছোড়ে পুলিশ।

কাবুল পুলিশের প্রধান, জেনারেল হাসান শাহ ফ্রগ বলেন, ‘কয়েকজন বিক্ষোভকারীর কাছে অস্ত্র ছিল এবং তারা পুলিশের ওপর গুলি ছুড়লে চার কর্মকর্তা আহত হন। পুলিশও বিক্ষোভকারীদের ওপর গুলি ছুড়েছে। এতে একজন কিংবা দুইজন বিক্ষোভকারী আহত হয়ে থাকতে পারে।’

জেনারেল ফ্রগ আরও জানান, নিহত বিক্ষোভকারীদের মধ্যে সিনেটের ডেপুটি স্পিকারের ছেলে সালেম ইজিদিয়ারও রয়েছেন।

তবে পুলিশি বাধার পরও পিছু হটতে রাজি নন বিক্ষোভকারীরা। বিক্ষোভের আয়োজকদের একজন হারুন মুতারেফ। নিউ ইয়র্ক টাইমসকে তিনি জানান, সংঘর্ষের পরও তারা তাদের আন্দোলন অব্যাহত রাখবেন। হারুন বলেন, ‘পুলিশের গুলির পরও আমরা এখনও এখানে আছি। আমরা এখানে আছি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত যাব না।’

সাম্প্রতিক মাসগুলোতে রাজধানী কাবুলসহ আফগানিস্তানের বেশ কিছু এলাকায় ধারাবাহিকভাবে হামলা হয়েছে। নিরাপত্তা ইস্যুগুলো শনাক্ত করতে ব্যর্থ হওয়ার জন্য সরকারকে দায়ী করে থাকে অনেকে। গত ৩১ মে কাবুলের কূটনৈতিক এলাকায় হামলায় ৯০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পর সে ক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে।

নিলুফার নিলগুন নামের এক বিক্ষোভকারী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত তাদের ওপর চাপ তৈরি করা এবং পদত্যাগে বাধ্য করানো। তারা দেশকে নেতৃত্ব দেওয়ার যোগ্য নন।’    

উল্লেখ্য, গত ৩১ মে বুধবার আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রস্থল জানবাক স্কয়ারে বোমা হামলা হয়। একে'ইতিহাসের অন্যতম বড় হামলা'বলে মনে করা হচ্ছে। হামলায় অন্তত ৯০ জন নিহত এবং  ৪ শতাধিক মানুষ আহত হওয়ার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

/এফইউ/

সম্পর্কিত
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
স্বার্থে আঘাত করলে কঠোর জবাব দেবে ইরান: রাইসি
সীমান্ত শহরে জান্তার হামলা প্রতিহতের দাবি মিয়ানমারের বিদ্রোহীদের
সর্বশেষ খবর
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
চ্যাম্পিয়নস লিগঅবিশ্বাস্য প্রত্যাবর্তনে বার্সাকে কাঁদিয়ে সেমিফাইনালে পিএসজি
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
গাজীপুরে ব্যাটারি কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা প্রকৌশলীর মৃত্যু, অগ্নিদগ্ধ ৬
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
নারিনকে ছাপিয়ে বাটলার ঝড়ে রাজস্থানের অবিশ্বাস্য জয়
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়