X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

নৌবাহিনীর বেসামরিক শীর্ষপদে নব্য নাৎসিবাদী স্পেন্সারকে চান ট্রাম্প

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০১৭, ১৪:৩৪আপডেট : ০৩ জুন ২০১৭, ১৪:৩৫
image

ডোনাল্ড ট্রাম্প ও রিচার্ড স্পেন্সার নৌবাহিনীর বেসামরিক শীর্ষপদে রিচার্ড স্পেন্সারের নাম প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো। রাজনৈতিক মতাদর্শের প্রশ্নে স্পোসার একজন নব্য নাৎসিবাদী। সিনেটে ট্রাম্পের প্রস্তাব অনুমোদন পেলেই কেবল তার নিয়োগ নিশ্চিত হবে।

পলিটিকো অবশ্য জানিয়েছে, ওই পদের জন্য স্পেন্সার ট্রাম্পের দ্বিতীয় পছন্দ। তালিকায় প্রথম স্থানে ছিলেন ফিলিপ বিল্ডেন। তবে তিনি নিজের আর্থিক সংস্থা নিয়ে সমস্যায় থাকায় তার নাম সরিয়ে নেওয়া হয়।

বর্তমানে ফল ক্রিক ম্যানেজমেন্টে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করছেন স্পেন্সার। এর আগে তিনি মেরিন কর্পসে কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। ডিফেন্স বিজনেস বোর্ডে ভাইস প্রেসিডেন্ট পদেও কাজ করেছেন তিনি।

সমাবেশে রিচার্ড স্পেন্সার

গত ১৯ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ের পর ‘নাৎসি স্যালুট’ দিয়ে তা উদযাপন করেন যুক্তরাষ্ট্রের শ্বেতাঙ্গ আধিপত্যকামী ‘অল রাইট’ গ্রুপ। নব্য নাৎসীবাদী এ গ্রুপটি শ্বেতাঙ্গ আধিপত্য ছাড়াও ইসলামোফোবিয়া এবং নারী বিদ্বেষী মতবাদ ধারণ করে।

ওই সময়ে প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়, অল রাইট মুভমেন্টের নেতা রিচার্ড স্পেন্সার এক সম্মেলনে বলছেন, ‘আমেরিকা শুধুই শ্বেতাঙ্গদের জন্য।’ এ সময় তিনি শ্বেতাঙ্গদের ‘সূর্যসন্তান’ বলে আখ্যায়িত করেন। এ সময় তিনি যারা কখনও মহাকাশে পদচারণা করেনি, তাদের সবচেয়ে ‘ঘৃণ্য জীব’ হিসেবে আখ্যায়িত করেন।

নাৎসি স্যালুটের আদলে উপস্থিত কিছু দর্শক তাদের বাহু প্রসারিত করলে রিচার্ড স্পেন্সার চিৎকার করে বলেন, ‘হেইল ট্রাম্প, হেইল আওয়ার পিপল, হেইল ভিক্টরি!’ জার্মান নাৎসি নেতা অ্যাডলফ হিটলারকে ‘হেইল হিটলার’ বলে অভিবাদন জানাতো তার সমর্থকরা।

রিচার্ড স্পেন্সার

ওই সময়ে ‘অল রাইট’ গ্রুপটির এমন স্যালুট প্রত্যাখ্যান করেছিলেন ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি তাদের নিন্দা জানাই। এটা আমি অস্বীকার করছি এবং এর নিন্দা জানাচ্ছি।’ অল রাইট গ্রুপকে সক্রিয় করার কোনও ইচ্ছা তার নেই বলেও জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

উল্লেখ্য, সিনেটের অনুমোদন পেলে স্পেন্সার হবেন প্রতিরক্ষা বাহিনীতে বেসামরিক শীর্ষপদে ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় নিয়োগ। এর আগে বিমানবাহিনীর বেসামরিক শীর্ষপদে নিয়োগ পেয়েছিলেন হিথার উইলসন। সেনাবাহিনীর শীর্ষ বেসামরিক পদে এখনও কাউকে নিয়োগ দেননি ট্রাম্প।

/এসএ/বিএ/

সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে ইসরায়েলবিরোধী বিক্ষোভস্নাতক অনুষ্ঠান বাতিল করলো ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়
পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চীনকে যা করতে হবে
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!