X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরিতে অনেক এগিয়েছে উ. কোরিয়া: মার্কিন বিশেষজ্ঞ

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০১৭, ১৫:৫৭আপডেট : ০৩ জুন ২০১৭, ১৫:৫৯
image

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে অনেক দূর এগিয়ে গেছে। আগামী তিন বছরের মধ্যেই তারা এটি তৈরিতে সফল হবে বলে দাবি করেছেন মার্কিন ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ মাইকেল ইলেমান। দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইয়োনহাপ এ খবর জানিয়েছে।

গত ১৪ মে উত্তর কোরিয়া ১২টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এর ফলে দেশটির কাছে আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র থাকার দাবি এর ফলে আরও জোরালো হয়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা। যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।

উত্তর কোরিয়ার দাবি, নিক্ষেপ করার পর তাদের ক্ষেপণাস্ত্র  দুই হাজার একশ’ সাড়ে ১১ কিলোমিটার ওপর দিয়ে ৭৮৭ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পূর্ব চীন সাগরে পতিত হয়। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষেপণাস্ত্রটি স্বাভাবিক কোণে নিক্ষেপ করা হলে, এটি সাড়ে চার হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সক্ষম।

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইআইএসএস) ফেলো মাইকেল ইলেমান জানান, উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রে যে ইঞ্জিন ব্যবহার করছে, তা মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্রে ব্যবহার করা ইঞ্জিন থেকে ভিন্ন। ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির দিকে এগিয়ে যাচ্ছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন

ইলেমান বলেন, ‘আমার কাছে এটা অনেক বড় বিষয়। তারা এ ইঞ্জিন নিজেরা তৈরি করেছে, এমনটা আমি মনে করি না। আমার ধারণা, এটা রুশ ক্ষেপণাস্ত্র ইঞ্জিন আরডি-২৫০ হতে পারে।’

উত্তর কোরিয়া ওই ইঞ্জিন রাশিয়া বা ইউক্রেন থেকে সংগ্রহ করে থাকতে পারে বলে ধারণা ইলেমানের। তিনি বলেন, ‘ওই ১২টি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা থেকে বোঝা যায়, তারা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির ক্ষেত্রে অনেকখানি এগিয়ে গেছে।’

তবে তিনি আরও জানান, এখনও উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারেনি। তিনি বলেন, ‘আমার ধারণা, আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে তাদের আরও তিন বছর সময় লাগবে। অর্থাৎ, এ কাজে তাদের ২০২০ থেকে ২০২১ সাল পর্যন্ত লেগে যেতে পারে। জরুরি অবস্থায় এ সময়টা তারা কমিয়ে আনতে পারে। তবে এতে বহু ক্ষেপণাস্ত্র অকার্যকর হয়ে পড়তে পারে।’  

/এসএ/

সম্পর্কিত
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা