X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

উত্তর কোরিয়া ইস্যুতে চীনের প্রশংসা করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০১৭, ১৮:৩২আপডেট : ০৩ জুন ২০১৭, ১৮:৩৫

জিম ম্যাথিস উত্তর কোরিয়াকে থামানোর কাজে চীনে পদক্ষেপের প্রশংসা করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাথিস। শনিবার শাংরি-লা ডায়লগে তিনি এ প্রশংসা করেন। তবে একই সঙ্গে ম্যাথিস জানিয়েছেন, দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের সামরিকীকরণ মেনে নেবে না যুক্তরাষ্ট্র। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

এশিয়ার শীর্ষ নিরাপত্তা ফোরামের এই ডায়লগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, পছন্দ করুন বা না করুন, আমরা বিশ্বের একটি অংশ। নিজেদের সীমান্তের ভেতরে আটকে ফেলি তাহলে কেমন টুকরো টুকরো বিশ্বে পরিণত হব আমরা।

জিম ম্যাথিস বলেন, সব বিকল্প পর্যালোচনার পর আমেরিকানরা সঠিক সিদ্ধান্তই নেবে। তখন আমরা সেখানে থাকব এবং আমরা থাকব আপনাদের সঙ্গে নিয়ে।

ম্যাথিস আরও বলেন, বিশ্বকে পারমাণবিক অস্ত্র মুক্ত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে চীনের কাজের অঙ্গীকারকে প্রশংসার দৃষ্টিতে দেখছে ট্রাম্প প্রশাসন। শেষ পর্যন্ত আমরা মনে করি, চীন উত্তর কোরিয়াকে বোঝা হিসেবে দেখবে, সম্পদ হিসেবে নয়।

ম্যাথিস জানান, উত্তর কোরিয়া ইস্যুতে চীনের প্রশংসা করার অর্থ এই নয় যে, যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগরে সামরিকীকরণ করা মেনে নেবে।

উল্লেখ্য, গত ১৪ মে উত্তর কোরিয়া ১২টি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এর ফলে দেশটির কাছে আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র থাকার দাবি এর ফলে আরও জোরালো হয়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা। যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম।

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইআইএসএস) ফেলো মাইকেল ইলেমান জানান, উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রে যে ইঞ্জিন ব্যবহার করছে, তা মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্রে ব্যবহার করা ইঞ্জিন থেকে ভিন্ন। ধারণা করা হচ্ছে, উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরির দিকে এগিয়ে যাচ্ছে।

এদিকে, চীন-আমেরিকার ঐকমত্যে উ. কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘ নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে।  'ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়া'য় সেখানকার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়। শুক্রবার নিরাপত্তা পরিষদে ভোটাভুটি শেষে এশিয়ার এই পরমাণু শক্তি-সম্পন্ন দেশটির ওপর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেয় জাতিসংঘ। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
ভ্যাটেই মিলবে রাজস্ব, অথচ ভ্যাট বাড়াতে অনীহা
বাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
গ্লোবাল স্কিলস ফোরামে বক্তারাবাংলাদেশে দক্ষতা উন্নয়নে বিনিয়োগের ফল দৃশ্যমান হচ্ছে
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট কাল
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
তীব্র গরমে পানি চাইতে চাইতেই ট্রাফিক পুলিশের মৃত্যু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা