X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

মার্কিন হ্যাকারদের বিরুদ্ধে রাশিয়াকে ফাঁসানোর অভিযোগ পুতিনের

বিদেশ ডেস্ক
০৩ জুন ২০১৭, ১৯:২৪আপডেট : ০৩ জুন ২০১৭, ১৯:২৭

ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হ্যাকিং করে রাশিয়াকে ফাঁসাতে প্রমাণ রেখে দিতে পারে মার্কিন হ্যাকাররা। শনিবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এনবিসি নিউজের ‘সানডে নাইট উইথ মেগিন কেলি’ অনুষ্ঠানে পুতিনের একটি দীর্ঘ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। শনিবার এ সাক্ষাৎকারে খণ্ডাংশ প্রকাশ করা হয়েছে। এতে মার্কিন নির্বাচনে রুশ হ্যাকিংয়ের বিষয়ে পুতিনের এই মন্তব্য রয়েছে।

ভ্লাদিমির পুতিন বলেন, ‘হ্যাকাররা যে কোনও স্থানে থাকতে পারে। তারা রাশিয়ায় থাকতে পারে, এশিয়া এমনকি আমেরিকা, লাতিন আমেরিকায় থাকতে পারে। হতে এই হ্যাকাররা যুক্তরাষ্ট্রেই রয়েছে। এরা খুব দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে অভিযোগের তীর ঘুরিয়েছে। আমরা যেমন বলছি, আমাদেরকে ফাঁসানো হয়েছে।’

পুতিন আরও বলেন, ‘রাজনৈতিক যুদ্ধের মধ্যে এ ধরনের কিছু কি কল্পনা করতে পারেন? অনেক হিসাব-নিকাশের পর তাদের কাছে এসব তথ্য ফাঁস করা কাজের বলে মনে হয়েছে, এরপর তারা তা ফাঁস করেছে রাশিয়ার নামে। আপনারা এটা ভাবতে পারেন? আমি পারি।’

এর আগে শুক্রবার সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক ইকনোমিক ফোরামে দেওয়া ভাষণে পুতিন বলেছিলেন, রাশিয়ার বিরুদ্ধে হ্যাকিংয়ের অভিযোগ ক্ষতিকর গুজব ছাড়া কিছু নয়। মার্কিন গোয়েন্দারা যেসব প্রমাণের কথা বলছেন তা সহজেই নকল করা যায়।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার সময় ডেমোক্র্যাটিক দলের ও তাদের প্রার্থী হিলারি ক্লিনটনের বেশ কিছু ইমেইল ফাঁস হয়। এ ফাঁসে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ ওঠে হ্যাকিংয়ের। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনে হ্যাকিংয়ের জন্য রাশিয়াকে দায়ী করা হয়েছে। বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা এ ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা, রুশ কূটনীতিকদের বহিষ্কার করেন। এরপর মার্কিন গোয়েন্দাদের তদন্তে ট্রাম্পের প্রচারণা শিবিরের সঙ্গে রুশ সংযোগের বিষয়টি ওঠে আসে। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
ইউরোপ ধ্বংস হয়ে যেতে পারে: ম্যাক্রোঁ
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিমার্কিন মানবাধিকার প্রতিবেদনে ভিত্তিহীন তথ্য রয়েছে
মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা বন্ধে জাতিসংঘের ভোটে রাশিয়ার ভেটো
সর্বশেষ খবর
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ককে দল থেকে বহিষ্কার
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
সড়কে প্রাণ গেলো মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
দেশের তথ্যপ্রযুক্তি বিশ্ব দরবারে উপস্থাপন করতে চান রাশেদুল মাজিদ
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
আগুন নেভাতে ‘দেরি করে আসায়’ ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা, দুই কর্মী আহত
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা