X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

মিয়ানমারের নিখোঁজ সামরিক বিমান আন্দামান সাগরে বিধ্বস্ত

বিদেশ ডেস্ক
০৮ জুন ২০১৭, ১০:৪৫আপডেট : ০৮ জুন ২০১৭, ১১:১৩
image

মিয়ানমারের একটি সামরিক বিমান
১২২ আরোহী নিয়ে বুধবার (৭ জুন) নিখোঁজ হয়ে যাওয়া মিয়ানমারের সামরিক বিমানটি আন্দামান সাগরে বিধ্বস্ত হয়েছে। ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে মিয়ানমারের সেনাবাহিনী জানায়, আন্দামান সাগরে বিমানের ধ্বংসাবশেষ ও আরোহীদের মৃতদেহের সন্ধান পাওয়া গেছে।

বুধবার মায়িক থেকে ইয়াঙ্গুনের দিকে যাওয়ার পথে হঠাৎ করেই বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, বুধবার স্থানীয় সময় দুপুর ১টা ৩৫ মিনিটে বিমানটির অবস্থান ছিল দাওয়ে শহর থেকে ২০ মাইল পশ্চিমে। সেখান থেকে হঠাৎ করেই এটির সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বিমানটির সন্ধানে কয়েকটি জাহাজ ও বিমান নিয়ে অভিযান শুরু হয়। বিশেষ করে আন্দামান সাগর এলাকায় অনুসন্ধান তৎপরতা পরিচালনা করা হচ্ছিল। অবশেষে বৃহস্পতিবার (৮ জুন) সকালে উপকূলীয় শহর দাওয়ের কাছাকাছি আন্দামান সাগরে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান মেলে।

সেনা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে আন্দামান সাগরে এক পুরুষ, এক নারী ও এক শিশুর মরদেহ পাওয়া গেছে। সেখান থেকে একটি চাকা, বেশ কিছু লাইফ জ্যাকেট এবং লাগেজও উদ্ধার হয়েছে।
ঠিক কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি। বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি থেকে কোনও জরুরি বিপদ সংকেত পাঠানো হয়নি। আবার ধ্বংসাবশেষের ধরন দেখে মনে হচ্ছে না বিমানটি মাঝ আকাশে ভেঙে পড়েছে। মিয়ানমারে এখন বর্ষা মৌসুম চললেও বৃহস্পতিবার আবহাওয়া বৈরি ছিল না। 

বিবিসির মিয়ানমার প্রতিনিধি জোনাহ ফিশার জানান, বিধ্বস্ত বিমানটির সব আরোহীরই মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। যদি সে আশঙ্কা সত্যি হয়, তবে এটি মিয়ানমারের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। কেননা, দেশটিতে বিমান দুর্ঘটনায় এর আগে এতে বেশি সংখ্যক মানুষের প্রাণহানি হয়নি।

তবে সাম্প্রতিক বছরগুলোতে মিয়ানমারে বেশ কিছু বিমান দুর্ঘটনা হয়েছে। ২০১৬ সালের ফেব্রুয়ারিতে রাজধানী নে পি দোতে বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হলে ৫ জন ক্রু নিহত হন। এর কয়েক মাস পর মিয়ানমারের মধ্যাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হলে তিন কর্মকর্তা নিহত হন। 

/এফইউ/

সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
লিভারপুলের নতুন কোচ স্লট!
লিভারপুলের নতুন কোচ স্লট!
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে: ওবায়দুল কাদের
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!