X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

থেরেসাকে ব্রেক্সিট আলোচনা শুরুর চাপ ম্যার্কেলের

বিদেশ ডেস্ক
১০ জুন ২০১৭, ১৫:০৫আপডেট : ১০ জুন ২০১৭, ১৫:১২

আঙ্গেলা ম্যার্কেল নির্বাচনে ভয়াবহ হোঁচট খাওয়া থেরেসা মে’কে অবিলম্বে ব্রেক্সিট আলোচনা শুরুর চাপ দিলেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল। ১৯ জুন আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাওয়া ব্রেক্সিট আলোচনাকে সামনে রেখে সমঝোতা সংলাপের ডাক দিয়েছেন তিনি।

ম্যার্কেল মনে করেন, ব্রিটেন ব্রেক্সিটের পরেও ইউরোপিয় ইউনিয়নের সঙ্গে থাকবে বৃটেন। স্কাই নিউজের এক খবরে বলা হয়েছে, শুরু হতে যাওয়া আলোচনাকে ঘিরে ব্রিটেনকে সংলাপের আহ্বান জানিয়েছে তার দেশ। মেক্সিকোতে এক সংবাদ সম্মেলনে মারকেল এসব কথা বলেন বলে খবর দিয়েছে অনলাইন স্কাই নিউজ।

ম্যার্কেল বলেন, ‘আমরা বৃটেনের নির্বাচনের জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু আগামী এক সপ্তাহের সামান্য বেশি সময়ের মধ্যে এই সংলাপ শুরু হবে। আমরা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থাকা বাকি ২৭ সদস্য রাষ্ট্রের স্বার্থ রক্ষা করার চেষ্টা করবো। অন্যদিকে বৃটেন তার নিজের স্বার্থ রক্ষার চেষ্টা করবে। একই সঙ্গে আমরা বলতে চাই যে, বৃটেন আগের মতোই আমাদের একজন ভাল অংশীদার হিসেবে থেকে যাবে। তারা ইউরোপীয় ইউনিয়নের অংশ হিসেবে না থাকলেও ইউরোপের অংশ হয়ে থাকবে। ’

আগাম নির্বাচনের ঘোষণা দেওয়ার সময় থেরেসা মে জানিয়েছিলেন, ব্রেক্সিট আলোচনায় যুক্তরাজ্য সরকারকে আরও শক্তিশালী করতেই এই নির্বাচন। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে কনজারভেটিভরা ব্যর্থ হওয়ার ফলে থেরেসা মে’র নেতৃত্ব ও প্রধানমন্ত্রীর পদে থাকা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তিনি আশা করেছিলেন, ২০১৫ সালের তুলনায় পার্লামেন্টে আরও বেশি আসন পাবে তার দল। ২০১৫ সালে ডেভিড ক্যামেরনের নেতৃত্বে দলটি ৩৩১টি আসনে জয়ী হয়েছিল। কিন্তু আগাম নির্বাচনে থেরেসা-র দল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য ৩২৬ আসন পেতেই ব্যর্থ হয়।

/বিএ/আপ-এমপি/

সম্পর্কিত
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া