X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

বঞ্চনার অবসান চেয়ে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে চা শ্রমিকদের স্বতস্ফূর্ত ধর্মঘট

বিদেশ ডেস্ক
১২ জুন ২০১৭, ১৪:২৬আপডেট : ১২ জুন ২০১৭, ১৫:০১
image

পশ্চিমবঙ্গের চা বাগান
ন্যূনতম মজুরি বাস্তবায়নসহ সুদীর্ঘ বঞ্চনার অবসান চেয়ে ধর্মঘটে নেমেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরাঞ্চলের চা শ্রমিকরা। চা বাগানগুলোতে দুইদিনের ধর্মঘট পালন করছেন তারা। চা শিল্পসংশ্লিষ্ট ২৪টি ট্রেড ইউনিয়নের ডাকে সোমবার থেকে এ শ্রমিক ধর্মঘট শুরু হয়। এছাড়া, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিমপং, আলিপুরদুয়ার, ইসলামপুর এবং মেখলিগঞ্জের মতো পশ্চিমবঙ্গের চা বাগানভিত্তিক এলাকাগুলোতে মঙ্গলবার ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটও ডেকেছে ২৪টি ট্রেড ইউনিয়নের ওই ফোরাম।

ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর  প্রতিবেদনে বলা হয়, এ ধর্মঘটের কারণে চা উৎপাদনে প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস (সিআইটিইউ) এর জেনারেল সেক্রেটারি আনন্দি সাহু আইএএনএসকে বলেন, ‘এখন পর্যন্ত যে সাড়া পাওয়া গেছে তা বিপুল। প্রায় ৯০ শতাংশ চা শ্রমিক ধর্মঘটে যোগ দিয়েছে। যেমন-সুকনা চা বাগানের ১৮০০ চা শ্রমিকের মধ্যে মাত্র ১৮ জন বাগানে প্রবেশ করেছে।’  

পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এ ধর্মঘটকে 'অবৈধ' বলে উল্লেখ করেছেন। রাজ্যের বিরোধী দল সিপিএম, কংগ্রেস ও বিজেপি চা শ্রমিকদের উসকানি দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।  পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সমর্থনপুষ্ট অল ইন্ডিয়া তৃণমূল ট্রেড ইউনিয়ন কংগ্রেসও ধর্মঘটের বিরোধিতা করছে।

ন্যূনতম মজুরির বাস্তবায়ন, চা শ্রমিকদের অধিকার নিশ্চিত করা এবং আবাসনের উদ্দেশ্যে চা শ্রমিকদের মাঝে জমি বণ্টনের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে ট্রেড ইউনিয়নগুলো।

সাহুর অভিযোগ, তৃণমূল কংগ্রেস সমর্থিত ইউনিয়নকে সঙ্গে নিয়ে স্থানীয় প্রশাসন শ্রমিকদের আন্দোলন থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তবে তারা ব্যর্থ হয়েছে।

দার্জিলিং টি অ্যাসোসিয়েশনের সদস্য এস.এস বাগারিয়া আইএএনএসকে বলেন, ‘দুইদিনের ধর্মঘটের কারণে দার্জিলিংয়ের চা শিল্প ১০ কোটি রুপিরও বেশি ক্ষতির সন্মুখীন হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ধর্মঘটের কারণে কেবল চা বাগানের মালিকরাই ক্ষতিগ্রস্ত হবেন না, শ্রমিকরাও ক্ষতিগ্রস্ত হবে।’

/এফইউ/ 

সম্পর্কিত
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
সরকার ক্ষমতায় থাকতে ভোটের ওপর নির্ভর করে না: সাকি
সীমান্তে কোনও ধরনের হত্যাকাণ্ড চায় না বাংলাদেশ
সর্বশেষ খবর
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
‘এমপি হতে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা তুলবো, এটুকু অন্যায় করবো-ই’
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ইডি হেফাজতে আরও ৪ দিন কেজরিওয়াল
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে নারী উন্নয়ন ফোরামের টাকা আত্মসাতের অভিযোগ
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি