X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঋণ মওকুফের আশ্বাসে মহারাষ্ট্রের কৃষক আন্দোলন সাময়িক স্থগিত

বিদেশ ডেস্ক
১২ জুন ২০১৭, ১৬:১৪আপডেট : ১২ জুন ২০১৭, ১৬:১৫
image

নিম্ব মূল্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সবজি নষ্ট করে ফেলছেন কৃষক
রাজ্য সরকারের কাছ থেকে ঋণ মওকুফের প্রতিশ্রুতি পাওয়ার পর সাময়িকভাবে আন্দোলন স্থগিত করেছে ভারতের মহারাষ্ট্রের কৃষকরা। উৎপাদিত দ্রব্যের ন্যায্য মূল্য প্রদান এবং ঋণ মওকুফের দাবিতে গত ১ জুন থেকে বিক্ষোভ করছিলেন তারা। মধ্যপ্রদেশেও একইরকম দাবিতে শুরু হওয়া বিক্ষোভ এখনও অব্যাহত আছে। গত সপ্তাহে সেখানকার বিক্ষোভকারীদের লক্ষ্য করে পুলিশ গুলি ছুড়লে পাঁচ কৃষক নিহত হন।

মহারাষ্ট্রে প্রত্যেক কৃষকের জন্য ঋণ মওকুফ সুবিধা দিতে রাজি ছিলেন না মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নাবিশ। তার যুক্তি ছিল, এর মধ্য দিয়ে রাজ্যে ঋণ পরিস্থিতি শোচনীয় হয়ে পড়বে। তবে শেষ পর্যন্ত বিক্ষোভরত কৃষকদের দাবি-দাওয়ার কাছে নতি স্বীকার করতে বাধ্য হন দেবেন্দ্র। রবিবার (১১ জুন) তিনি ঘোষণা দেন ‘নীতিগতভাবে’ এবং শর্তসাপেক্ষে সব ধারার কৃষকদের ঋণ মওকুফের সুবিধা দেওয়া হবে। কৃষকরা ঋণ মওকুফের শর্ত পূরণ করতে পারছেন কিনা সে সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

রাজ্য সরকারের এ প্রতিশ্রুতি পাওয়ার পর বিক্ষোভ সাময়িক স্থগিত করার ঘোষণা দেন কৃষকরা। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে কৃষক নেতা রাজু শেঠি বলেন, ‘আমরা সাময়িকভাবে আমাদের আন্দোলন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। ২৫ জুলাই নাগাদ সন্তোষজনক সিদ্ধান্ত (ঋণ মওকুফের মানদণ্ডের ব্যাপারে সিদ্ধান্ত) না পাওয়া গেলে আমরা আমাদের বিক্ষোভ আবারও শুরু করব।’

এদিকে মধ্যপ্রদেশের আন্দোলন এখনও অব্যাহত আছে। রাজ্যটির মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ঋণ মওকুফের দাবি বিবেচনা করার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে কৃষকদের অভিযোগ, তাদের জীবন মানের উন্নয়ন ঘটাতে পারে এমন কোনও শক্ত প্রতিশ্রুতি তারা পাননি।

ভারতের আরও কয়েকটি রাজ্যে কৃষকরা ঋণ মওকুফের দাবিতে বিক্ষোভ করছেন। উত্তর প্রদেশ ও তেলেঙ্গানায় এরইমধ্যে কৃষকদের জন্য ঋণ মওকুফের ঘোষণা দেওয়া হয়েছে।   

/এফইউ/

সম্পর্কিত
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভোট গণনা প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হবে না: ভারতীয় সুপ্রিম কোর্ট
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সর্বশেষ খবর
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
বেয়ারস্টো-শশাঙ্কে হেসেখেলে ২৬২ রান করে জিতলো পাঞ্জাব
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!