X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

৩৬ টাকা কেজিতে বাংলাদেশকে চাল দিতে চায় ওলাম

বিদেশ ডেস্ক
১২ জুন ২০১৭, ১৯:০১আপডেট : ১২ জুন ২০১৭, ১৯:০৩

৩৬ টাকা কেজিতে বাংলাদেশকে চাল দিতে চায় ওলাম বাংলাদেশ সরকারের চাল ক্রয়ের আন্তর্জাতিক আহ্বানে বেশ কয়েকটি দরপত্র জমা পড়েছে। এতে সর্বনিম্ন দর প্রস্তাব করেছে সিঙ্গাপুরভিত্তিক বহুজাতিক কোম্পানি ওলাম। কোম্পানিটি প্রতি টন সাদা চালের জন্য ৪৪৫.১১ মার্কিন ডলার দর প্রস্তাব করেছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৫ হাজার ৬০৮ টাকা। এই হিসেবে প্রতি কেজি চালে দাম পড়বে প্রায় ৩৬ টাকা (৩৫.৬০)। ব্রিটিশ বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।

১১ জুন ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। সোমবার বাংলাদেশি ও ইউরোপিয়ান ব্যবসায়ীরা জানিয়েছেন, ওলাম এই দরে বাংলাদেশের কাছে ৫০ হাজার টন চাল বিক্রির প্রস্তাব দিয়েছে। দরপত্রে উল্লেখ করা হয়েছে, চুক্তি স্বাক্ষরের ৪০ দিনের মধ্যে কোম্পানিটি বাংলাদেশকে চাল সরবরাহ করবে। প্রস্তাবিত মূল্যে কার্গো, বীমা ও পরিবহন ব্যয় কোম্পানিটি বহন করবে।

ইউরোপিয়ান ব্যবসায়ীরা জানান, এখনও ক্রয়ের বিষয়টি নিশ্চিত হয়নি। প্রস্তাবটি বিবেচনা করা হচ্ছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন বেশ কিছু প্রতিষ্ঠান দরপত্র জমা দিয়েছে। দরপত্রগুলোর মধ্যে রয়েছে, অ্যাগ্রো কর্পোরেশন (৪৪৯.৫৫ ডলার), সিংসং ফুড (৪৫৮ ডলার), দেশ ট্রেডিং (৪৫৯.৬৭ ডলার), আমির চাঁদ (৪৭৪ ডলার) এবং সুখবির অ্যাগ্রো (৪৫৯.৩০ ডলার)।

সম্প্রতি বন্যায় দেশের বিভিন্ন অঞ্চলে ফসল তলিয়ে যাওয়া ও ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে বাংলাদেশ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে। সরকারি হিসেবে বন্যায় অন্তত ৭ লাখ টন চাল ধ্বংস হয়েছে।

বন্যায় ফসলের ক্ষয়ক্ষতির ফলে চালের দাম দেশের বাজারে বৃদ্ধি পেয়েছে। মে মাসে চালের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পায়। এ সময় গত ছয় বছরের মধ্যে সরকারের চালের মজুদ সর্বনিম্ন অবস্থায় রয়েছে।

বাংলাদেশ সরকার জানিয়েছে ৬ লাখ টন চাল আমদানি করা হবে। প্রথমে দুটি দরপত্রে ১ লাখ টন চাল আমদানির পরিকল্পনা রয়েছে সরকারের।

২০১১ সালের পর এটাই সরকারের প্রথম চাল আমদানির সিদ্ধান্ত।

এর আগে মে মাসে রয়টার্স জানিয়েছিল, চাল আমদানির উদ্যোগের অংশ হিসেবে ভিয়েতনাম সফর করেছেন বাংলাদেশের একটি প্রতিনিধি দল। সরকারিভাবে চাল আমদানির বিষয়ে একটি চুক্তি চূড়ান্ত করতে তারা এ সফরে গিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।

রয়টার্স জানায়, চলতি বছর চালের প্রধান আমদানিকারক দেশ হিসেবে আবির্ভূত হতে পারে বাংলাদেশ। মার্কিন কৃষি দফতরের ২০১১ সালের হিসাব অনুযায়ী, চাল আমদানিতে বাংলাদেশ বিশ্বে চতুর্থ। এরপর থেকে বাংলাদেশ সরকার চাল আমদানি বন্ধ রাখে। তবে বেসরকারি খাতে ব্যবসায়ীরা চাল আমদানি অব্যাহত রাখেন। এর মধ্যে বেশিরভাগই আসে প্রতিবেশী দেশ ভারত থেকে।

বাংলাদেশ বছরে প্রায় ৩৪ মিলিয়ন টন চাল উৎপাদন করে। উৎপাদিত চালের অধিকাংশই দেশের ১৬ কোটি মানুষের খাবারের প্রয়োজনে ব্যবহৃত হয়। তবে বন্যা ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগের ফলে মাঝেমধ্যেই বাংলাদেশকে চাল আমদানি করতে হয়। সূত্র: রয়টার্স।

/এএ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ