X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কাতার ইস্যুতে ৮০ মিলিয়ন ডলারের সৌদি উপঢৌকন নাকচ সোমালিয়ার প্রেসিডেন্টের!

বিদেশ ডেস্ক
১৩ জুন ২০১৭, ০৬:৫৮আপডেট : ১৩ জুন ২০১৭, ১৫:০৯

সোমালিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহ ফারমাজো কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার প্রেসিডেন্টকে ৮০ মিলিয়ন ডলার উপঢৌকনের প্রস্তাব দিয়েছে সৌদি আরব। তবে লোভনীয় এ প্রস্তাব পাওয়ার দুই ঘণ্টার মাথায় তা নাকচ করে দিয়েছেন সোমালিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ আবদুল্লাহ ফারমাজো। সোমালিয়া ও সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

সোমালিয়াভিত্তিক সংবাদমাধ্যম সোমালিয়া টুডে-র খবরে বলা হয়েছে, বিদ্যমান সৌদি-কাতার দ্বন্দ্বে নিরপেক্ষ অবস্থানে থাকার সিদ্ধান্ত নিয়েছে সোমালিয়া। তবে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে রিয়াদের পক্ষ থেকে দেশটির ব্যাপক চাপ তৈরি করা হয়। অবস্থান না বদলালে সোমালিয়াকে দেওয়া সৌদি সরকারের আর্থিক সাহায্যও বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয়। তবে সোমালিয়ার পক্ষ থেকে বরাবরই আলোচনার মাধ্যমে চলমান উত্তেজনা নিরসনের ওপর জোর দেওয়া হয়।

সোমালিয়া টুডে জানিয়েছে, অপ্রত্যাশিতভাবে সৌদি মন্ত্রীদের সঙ্গে সোমালীয় মন্ত্রীদের বৈঠক স্থগিত হয়ে গেছে। ফলে সোমালিয়ার মন্ত্রীরা দেশে ফিরে এসেছেন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকেও কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার চাপ রয়েছে। তবে বিষয়টি স্পর্শকাতর হওয়ায় কর্মকর্তারা সংবাদমাধ্যমে নিজেদের নাম প্রকাশ করতে চাননি।

এদিকে সৌদি আরবের নেতৃত্বে ছয় আরব দেশ কর্তৃক স্থল, নৌ ও বিমান নিষেধাজ্ঞার ফলে বৈদেশিক যোগাযোগে অস্বস্তিতে পড়েছে কাতার। তবে কাতারের জন্য নিজেদের আকাশপথ উন্মুক্ত করে দিয়েছে সোমালিয়া। দেশটির একজন কর্মকর্তা বার্তা সংস্থা এপি-কে জানান, ছয় আরব দেশের অবরোধের প্রথম দিনই সোমালিয়ার আকাশসীমা ব্যবহার করেছে অন্তত ১৫টি কাতারি বিমান।

কাতারের চলমান এই কূটনৈতিক সংকট মূলত আরব দেশগুলোর মধ্যকার বিভক্তিকেই সামনে নিয়ে এসেছে। মধ্যপ্রাচ্যের বিভক্তি এবার বিভক্ত করেছে পুরো দুনিয়াকে। কাতারকে নিয়ে সৌদি আরবসহ উপসাগরীয় মিত্রদের অবস্থানে সরাসরি নিজের কৃতিত্ব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংকটের শুরু থেকেই তুরস্ক অবস্থান নিয়েছে কাতারের পক্ষে। আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির আহ্বান জানালেও দোহা’র পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া। চলমান অস্থিরতায় জার্মানি ও ভারতকেও দেখা গেছে কাতারের পাশে।

/এএ/এমপি/

সম্পর্কিত
ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট শুরু
চীনে আমেরিকার কোম্পানিগুলোর প্রতি ন্যায্য আচরণের আহ্বান ব্লিঙ্কেনের
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!