X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

সাম্প্রতিক সাইবার হামলায় ব্রিটিশ তদন্তকারীরাও দুষছেন উ. কোরিয়াকে

বিদেশ ডেস্ক
১৬ জুন ২০১৭, ১৬:০৩আপডেট : ১৬ জুন ২০১৭, ১৬:৪৯
image

প্রতীকী ছবি
যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসসহ বিশ্বব্যাপী বিভিন্ন প্রতিষ্ঠানে সাম্প্রতিক সাইবার হামলার ঘটনায় শুরু থেকেই অভিযোগের তীর উত্তর কোরিয়ার দিকে। যুক্তরাষ্ট্রভিত্তিক সাইবার নিরাপত্তা প্রদানকারী প্রতিষ্ঠান সিমানটেক এবং রাশিয়াভিত্তিক প্রতিষ্ঠান ক্যাসপারস্কি গত মাসেই এ সন্দেহের কথা জানিয়েছিল। এবার ব্রিটিশ নিরাপত্তা কর্মকর্তারাও ওই ঘটনায় উত্তর কোরিয়াকে দুষছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি জানিয়েছে।
ধারণা করা হয়, ল্যাজারাস হ্যাকারস গ্রুপটি উত্তর কোরিয়ার মদদপুষ্ট। হ্যাকিংয়ের মাধ্যমে অর্থ আদায় করার বৈশিষ্ট্য এ গ্রুপটির মধ্যে দেখা যায়।  ২০১৪ সালে সনি পিকচার্সে সাইবার হামলা চালিয়েছিল ল্যাজারাস গ্রুপ। গত বছর নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির পেছনেও ল্যাজারাস গ্রুপ কাজ করেছে বলে মনে করা হয়। 


১২ মে র‍্যানসমওয়্যার ব্যবহার করে শুরুতে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) কম্পিউটার সিস্টেমে সাইবার হামলা চালানো হয়। পরে তা বিশ্বের অনেকগুলো দেশে ছড়িয়ে পড়ে। আর তাতে কয়েক লাখ কম্পিউটার আক্রান্ত হয়। এ হামলা কারা চালিয়েছে তার তদন্তে নিয়োজিত থাকা আন্তর্জাতিক দলের নেতৃত্ব দিচ্ছে ব্রিটেনেরন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টার (এনসিএসসি)। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, এনসিএসসি মনে করে, ল্যাজারাস নামে পরিচিত একটি হ্যাকিং গ্রুপ ওই সাইবার আক্রমণের হোতা। উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন ব্যাংকে সাইবার হামলা চালিয়ে অর্থ চুরির জন্যও এ হ্যাকার দলটিকে দায়ী করে যুক্তরাষ্ট্র।  

সন্দেহভাজন উ. কোরীয় হ্যাকারদের সাইবার হামলায় ব্যবহৃত ভয়াবহ র‍্যানসমওয়্যারটির পরিচয় ওয়ানাক্রাই, যা ওয়ানাক্রিপ্টর ২.০ বা ডব্লিউক্রাই হিসেবে পরিচিত। র‍্যানসমওয়্যার একটি ভাইরাস যা কোনও একটি কম্পিউটারের উইন্ডোজ সিস্টেমে ইন্সটল হয় মূলত কোনও ভুল লিংকে ক্লিক করার মধ্য দিয়ে। ভুল কোনও কিছু ডাউনলোড করার মধ্য দিয়েও এই ভাইরাস-প্রোগ্রামটি কম্পিউটারে প্রবেশ করতে পারে। কম্পিউটারে প্রবেশের পর তা পুরো ফাইল ব্যবস্থা লক করে দেয়। তখন কম্পিউটার চালু করার জন্য মুক্তিপণ দিতে হয়। ওয়ানাক্রাই-এর ক্ষেত্রে এই ভাইরাসটি কম্পিউটারের ফাইলগুলো এনক্রিপ্ট করে ফেলে এবং ফাইলের অ্যাকসেস পেতে বিটকয়েনে মুক্তিপণ পরিশোধ করার কথা বলা হয়।

এর আগে, গত মে মাসে সিমানটেক ও ক্যাসপারস্কিও একই সন্দেহ প্রকাশ করেছিল। সিমানটেক ও ক্যাসপারস্কি ল্যাবের গবেষকরা জানান,ওয়ানা ক্রাই এর শুরুর দিকের ভার্সনটির কিছু কোড উত্তর কোরিয়ার ল্যাজারাস হ্যাকার গ্রুপের প্রোগ্রামেও ব্যবহার করা হয়েছে। তবে দুই প্রতিষ্ঠানই বলেছে,সাম্প্রতিক হামলার সঙ্গে উত্তর কোরিয়ার সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা এতো তাড়াতাড়ি বলা সম্ভব হচ্ছে না।      

 

/এফইউ/বিএ/

সম্পর্কিত
সমলিঙ্গের বিয়ে অনুমোদনের পথে থাইল্যান্ড
মস্কোয় কনসার্টে হামলা: প্রশ্নের মুখে রুশ গোয়েন্দা সংস্থা
সুপেয় পানির অপচয়, বেঙ্গালুরুতে ২২ পরিবারকে জরিমানা
সর্বশেষ খবর
করোনার পরে মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
করোনার পরে মাধ্যমিকে ১০ লাখের বেশি শিক্ষার্থী কমেছে
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
দক্ষিণ আফ্রিকায় বাস দুর্ঘটনায় ৪৫ তীর্থযাত্রী নিহত
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
পায়ুপথে ৭০ লাখ টাকা সোনা নিয়ে ভারতে যাচ্ছিল পাচারকারী
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়