X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

দলের এজেন্ডা পাস করানোর ‘প্রয়োজনীয়’ সমর্থন রয়েছে থেরেসা মে’র

বিদেশ ডেস্ক
১৬ জুন ২০১৭, ১৮:১০আপডেট : ১৬ জুন ২০১৭, ২০:৩৬

দলের এজেন্ডা পাস করানোর ‘প্রয়োজনীয়’ সমর্থন রয়েছে থেরেসা মে’র ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র নেতৃত্বাধীন সরকার সংশ্লিষ্টরা জানিয়েছেন, রানির ভাষণের মধ্য দিয়ে কানজারভেটিভ দলের নীতি দেশটির পার্লামেন্ট হাউস অব কমন্সে পাস করানোর মতো প্রয়োজনীয় এমপিদের সমর্থন রয়েছে। নর্দান আয়ারল্যান্ডের দল ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টি (ডিইউপি)-র সঙ্গে আলোচনার পরই সরকার সংশ্লিষ্টরা এ আশাবাদ ব্যক্ত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এ খবর জানিয়েছে।

সদ্য সমাপ্ত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর ঝুলন্ত পার্লামেন্ট গড়ে তোলার দিকে এগুচ্ছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। শুক্রবার রানির ভাষণের তারিখ চূড়ান্ত করা হয়েছে। সরকার দলীয় হাউস অব কমন্সের নেতা অ্যান্ড্রিয়া লিডসম জানান, বুধবার (২১ জুন) পার্লামেন্টের সূচনা অধিবেশন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে বাকিংহাম প্যালেস ও সরকার একমত হয়েছে। রানির এ ভাষণের মধ্য দিয়ে ক্ষমতাসীন দলের আগামী এক বছরের এজেন্ডাগুলো তুলে ধরা হয়।

রানির ভাষণের তারিখ ঘোষণার পর থেরেসা মে সরকারের এজেন্ডাগুলো প্রস্তুত করছেন। কনজারভেটিভ পার্টির একটি সূত্র জানিয়েছে, ডিইউপির সঙ্গে আলোচনায় অগ্রগতি ঘটছে। একধরনের চুক্তিতে উভয়পক্ষ সম্মত হয়েছে তবে আরও আলোচনার পথ উন্মুক্ত রাখা হয়েছে। রানির ভাষণ পাস হওয়ার পরও এ আলোচনা চলবে।

সরকারের অভ্যন্তরের সূত্র জানায়, নর্দান আয়ারল্যান্ডে অতিরিক্ত বিনিয়োগের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। যুক্তরাজ্যের অন্য অঞ্চলগুলোকে প্রভাবিত না করে কিভাবে এ বিনিয়োগ বাড়ানো যায় সে উপায় অনুসন্ধান করা হচ্ছে।

কনজারভেটিভ দলের সূত্র মতে, ডিইউপির সঙ্গে আলোচনায় অগ্রগতি ঘটছে। রানির ভাষণ নিয়ে মোটাদাগে একটি চুক্তি হয়েছে।

সূত্রটি ব্যাখ্যা করে বলেন, কনজারভেটিভ ও ডিইউপি উভয়েই ব্রেক্সিট নিশ্চিত করতে চায়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই, যুক্তরাজ্যের স্বকীয়তা ও অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি করতে চায়। এ অবস্থায় যখন আলোচনা চলছে তখন সরকারের উচিত নিজের স্বাভাবিক কাজ চালিয়ে যাওয়া। আমরা আত্মবিশ্বাসী যে হাউসে রানির ভাষণ পাস করানোর মতো প্রয়োজনীয় সমর্থন রয়েছে।

ইন্ডিপেন্ডেন্ট লিখেছে, থেরেসা মে’র সরকার ‘কনফিডেন্স অ্যান্ড সাপ্লাই’ ভিত্তিতে ডিইউপিকে ঝুলন্ত পার্লামেন্ট গড়ে তোলার চেষ্টা করছে। এর অর্থ হলো, হাউস অব কমন্সে যদি থেরেসা মে’র প্রতি অনাস্থা প্রস্তাব আনা হয় তাহলে ডিইউপি তাকে সমর্থ করবে এবং বাজেটে সরকারের পক্ষে ভোট দেবে।

পার্লামেন্টে রানির ভাষণের আগে সরকারকে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতেই হবে এমন বিধি নেই। কিন্তু ডিইউপির সঙ্গে চুক্তিটি একেবারে চূড়ান্ত হয়নি এখনও। ফলে ভাষণটি হবে সংক্ষিপ্ত, বিস্তারিত তেমন কিছু থাকবে না।

অনেকেই আশঙ্কা করছেন, নর্দান আয়ারল্যান্ডের জন্য অতিরিক্ত বরাদ্দের করলে দেশটির কোষাঘারে চাপ পড়বে। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/

সম্পর্কিত
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণরোমানিয়াকে তিনটি এফ-১৬ দিচ্ছে নেদারল্যান্ডস
সর্বশেষ খবর
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
পাঞ্জাবের আশুতোষের ঝড়ও যথেষ্ট হলো না, মুম্বাইয়ের তৃতীয় জয়
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
কানের সমান্তরাল বিভাগে ঢাকার দুই নির্মাতার স্বল্পদৈর্ঘ্য
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
এআই প্রযুক্তিতে প্রথম বাংলা গানের অ্যালবাম
দুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
পাকিস্তান-নিউজিল্যান্ড প্রথম টি-টোয়েন্টিদুই বলের ম্যাচে জিতলো বৃষ্টি!
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন
পরীমনির বিরুদ্ধে ‘অভিযোগ সত্য’, গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন