X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের লড়াইকে নিজেদের হামলা হিসেবে প্রচার করছে আইএস?

বিদেশ ডেস্ক
১৭ জুন ২০১৭, ১৬:০২আপডেট : ১৭ জুন ২০১৭, ১৭:১২
image

ঘটনাস্থলে ইসরায়েলি পুলিশের সতর্ক অবস্থান ফিলিস্তিনি জাতি মুক্তির আন্দোলনকে নিজেদের জঙ্গিবাদী লড়াই হিসেবে প্রচার করার চেষ্টা চলছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবারের দিনে এক ইসরায়েলি পুলিশ হত্যার দায় স্বীকার করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক ওই জঙ্গি সংগঠন। তবে ফিলিস্তিনের জাতি-মুক্তি আন্দোলনের দুই সংগঠন পিপলস ফ্রন্ট ফর লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি) এবং হামাস-এর অভিযোগ, তাদের সদস্যদের হাতে ওই পুলিশ নিহত হলেও আইএস এর কৃতিত্ব নিতে চাইছে।

জেরুজালেমের পুরনো শহরে দুটি পৃথক ঘটনায় তিন ফিলিস্তিনি যুবক ইসরায়েলি পুলিশের ওপর হামলা চালালে এক পুলিশ কর্মকর্তা নিহত হন। ইসরায়েলি পুলিশের গুলিতে ওই তিন যুবকও নিহত হয়েছেন। পরে এ ঘটনায় আইএস দায় স্বীকার করলেও তাদের দাবি অস্বীকার করে বিভিন্ন ফিলিস্তিনি সংগঠন ওই যুবকদের নিজেদের সদস্য এবং ‘শহীদ’ বলে উল্লেখ করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শুক্রবার জেরুজালেমের দামেস্ক গেইটের নিকটবর্তী দুটি স্থানে একই সময়ে ছুরি দিয়ে পুলিশের ওপর হামলা চালায় ওই তিন যুবক। একটি হামলায় দুই যুবককে আগেই গুলি করে হত্যা করে ইসরায়েলি বাহিনী। অপর ঘটনায় এক ফিলিস্তিনি যুবক ইসরায়েলি এক পুলিশ সদস্যকে ছুরিকাহত করে। পরে ওই পুলিশ কর্মকর্তা নিহত হন। সেই সঙ্গে অন্য পুলিশদের গুলিতে ওই ফিলিস্তিনি যুবকও নিহত হন।

ওই হামলার পর আইএস জঙ্গিরা তাদের কথিত বার্তা সংস্থা আমাক এজেন্সিতে দায় স্বীকার করে বিবৃতি প্রকাশ করে। তবে ফিলিস্তিনি বিভিন্ন সংগঠন আইএসের এ দাবি অস্বীকার করেছে।

ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সংগঠন হামাসের জ্যেষ্ঠ নেতা ইজ্জত আল-রেশিক এক টুইটার বার্তায় বলেন, ‘যে তিন শহীদ ওই ইসরায়েলি পুলিশ সদস্যকে হত্যা করেছে, তাদের সঙ্গে আইএসের কোনও সংশ্লিষ্টতা নেই। তারা পিপলস ফ্রন্ট ফর লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি) এবং হামাসের সঙ্গে যুক্ত।’  

অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে এক নিহত যুবকের মরদেহ

পিএফএলপি এক পৃথক বিবৃতিতে জানিয়েছে, ‘ওই তিনজনের মধ্যে দুজন আমাদের সহযোদ্ধা। এর আগে তারা ইসরায়েলের কারাগারে বন্দি ছিলেন। তাদের সঙ্গে আইএসের কোনও যোগাযোগ নেই।’

পশ্চিম তীরে ক্ষমতাসীন ফিলিস্তিন কর্তৃপক্ষও ওই তিন যুবকের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা অস্বীকার করেছে। এক বিবৃতিতে ফিলিস্তিন কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি দখলদারিত্ব থেকে মুক্ত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা, সেজন্যই তারা ওই হামলা চালিয়েছে।

ইসরায়েলি পুলিশের মুখপাত্র লুবা সিমরিও এ ঘটনার সঙ্গে আইএস সংশ্লিষ্টতা অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘এটি একটি অভ্যন্তরীণ হামলা। এ পর্যায়ে আমরা তাদের সঙ্গে কোনও জঙ্গি সংগঠন বা অন্য কোনও সংগঠনের সংযোগ খুঁজে পাইনি।’

এর আগে ইসরায়েলি পুলিশ জানিয়েছিল, ওই তিন যুবকই অধিকৃত পশ্চিম তীরের বাসিন্দা। এর মধ্যে ১৮ ও ১৯ বছর বয়সী দুই যুবকের বাড়ি রামাল্লাহতে আর ৩০ বছর বয়সী অপর যুবক হেবরনের বাসিন্দা।

উল্লেখ্য, ২০১৫ সালের অক্টোবরে ইসরায়েলি দখলদারিত্বের প্রতিবাদে ফিলিস্তিনি যুবকরা রাস্তায় ইসরায়েলি সেটেলার ও পুলিশের ওপর হামলা চালানো শুরু করে। সম্প্রতি এ সহিংসতা কমে আসলেও বিভিন্ন সময়ে এমন হামলা ঘটতে দেখা যায়। ইসরায়েলি বাহিনীর গুলিতে ওই সময় থেকে শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

/এসএ/বিএ/

সম্পর্কিত
রাজনীতিকদের বিরোধে ক্ষোভ বাড়ছে ইসরায়েলি সেনাদের
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৭
যুদ্ধবিরতির আলোচনা: উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফিরতে দেবে ইসরায়েল
সর্বশেষ খবর
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
চট্টগ্রামে জুতার কারখানায় আগুন
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ