X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

প্রথমবারের মতো সম্পদের হিসেব জমা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প

বিদেশ ডেস্ক
১৭ জুন ২০১৭, ১৮:৪২আপডেট : ১৭ জুন ২০১৭, ১৮:৫৬
image

ডোনাল্ড ট্রাম্প
শপথগ্রহণের পর প্রথমবারের মতো নিজের ব্যবসায়িক সাম্রাজ্যের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (১৬ জুন) ট্রাম্প অফিস অব গভর্নমেন্ট এথিকস-এ তিনি স্বেচ্ছায় আর্থিক হিসেব জমা দেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। এর আগে ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগে তার সম্পদের হিসেব দিয়েছেন। তবে প্রেসিডেন্ট হওয়ার পর এবারই প্রথম সম্পদের হিসেব দাখির করলেন তিনি।  

ট্রাম্প প্রকাশিত ওইসব নথিতে দেখা গেছে, অনেকগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকেই তিনি আগের বছরের চেয়ে বেশি আয় করেছেন। গত শরতে চালু হওয়া ট্রাম্পের ওয়াশিংটন হোটেলটি প্রায় ২ কোটি ডলার রাজস্ব আয় করেছে। আর ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্ট আগের হিসেবের চেয়ে বেশ কয়েক লাখ ডলার বেশি আয় করেছে। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণের পর এ পর্যন্ত অন্তত সাতবার মার এ লাগো রিসোর্ট পরিদর্শন করেছেন তিনি। ট্রাম্পের হিসেব অনুযায়ী এক বছরে প্রায় ৩৭ মিলিয়ন ডলার আয় করেছে মার এ লাগো রিসোর্ট। ২০১৬ সালের মে মাসের আর্থিক রিপোর্ট অনুযায়ী, এ রিসোর্ট থেকে আয় হয়েছিল প্রায় ৩০ মিলিয়ন ডলার।

চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণের পর নিজের আন্তর্জাতিক রিয়েল এস্টেট ব্যবসা, প্রপার্টি ব্যবস্থাপনা এবং মার্কেটিং এর দায়িত্ব দুই প্রাপ্তবয়স্ক পুত্র এবং এক সিনিয়র এক্সিকিউটিভের হাতে ছেড়ে দেন। তবে ট্রাম্প তার ব্যবসা থেকে একেবারে সরে আসেননি। বরং, তার প্রচুর আর্থিক সম্পদের কার্যভার তিনি একটি ট্রাস্টের হাতে ছেড়ে দিয়েছেন। ওই ট্রাস্টটির নিয়ন্ত্রণে আছেন একজন এক্সিকিউটিভ এবং ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। প্রেসিডেন্ট যেকোনও সময় ওই ট্রাস্টের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারেন এবং নিজের খুশি মতো সেখান থেকে নগদ অর্থ উত্তোলন করতে পারেন।  

শুক্রবার ট্রাম্পের দাখিলকৃত প্রতিবেদনে দেখা যায়, শপথগ্রহণের আগেরদিন তিনি ৫০০টিরও বেশি পজিশন থেকে পদত্যাগ করেছেন। ট্রাম্পের ঋণের পরিমাণ ৩১৫ মিলিয়ন ডলার। গত বছর তিনি যে রিপোর্ট জমা দিয়েছিলেন সেখানেও ঋণের পরিমাণ একই ছিল। ডাচ ব্যাংকের কাছে প্রেসিডেন্ট ট্রাম্পের ঋণের পরিমাণ ১০০ মিলিয়ন ডলার। সমপরিমাণ ঋণ তিনি নিউ ইয়র্কভিত্তিক রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট লাডার ক্যাপিটাল ফিনান্স থেকে নিয়েছেন। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প তার যে আর্থিক বিবরণী দিয়েছেন তাতে বলা হয়নি তিনি নির্বাচনি প্রচারণার জন্য ঋণ নিয়েছিলেন কিনা।

বিনোদন জগত থেকেও ট্রাম্প আয় করে যাচ্ছেন। মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে তিনি প্রায় ১১ মিলিয়ন ডলার আয় করেছেন। আর স্ক্রিন অ্যাক্টরস গিল্ড থেকে আয় করেছেন ৮৪,২৯২ ডলার।

ট্রাম্পের কিছু কিছু ব্যবসার ক্ষেত্রে অবশ্য আয় কমেছে। এর মধ্যে রয়েছে ফ্লোরিডায় ট্রাম্পের ন্যাশনাল ডোরাল গলফ ক্লাব এবং স্কটল্যান্ডে অবস্থিত গলফ ক্লাব ট্রাম্প টার্নবেরি। স্কটিশ রিসোর্ট থেকে আয়ের পরিমাণ ৩.৭ মিলিয়ন ডলার কমেছে।

/এফইউ/

সম্পর্কিত
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
সর্বশেষ খবর
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বাড়াতে গিয়ে ধরা পড়লেন এক ব্যক্তি
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
ঢাকায় ‘র‌্যাম্পে হাঁটলো’ উট, ঘোড়া, কুকুরসহ বিভিন্ন পোষা প্রাণী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
একযুগ পর দলছুট, সঙ্গে সঞ্জীব চৌধুরী
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি