X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

সহসা জানা যাবে না গ্রেনফেলের আগুন ছড়িয়ে পড়ার কারণ

বিদেশ ডেস্ক
১৭ জুন ২০১৭, ১৯:১১আপডেট : ১৭ জুন ২০১৭, ১৯:১২

সহসা জানা যাবে না গ্রেনফেলের আগুন ছড়িয়ে পড়ার কারণ গ্রেনফেল টাওয়ারে আগুন এতো দ্রুত ছড়িয়ে পড়ার কারণ সহসাই জানা যাবে না। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ হতে কয়েক বছর সময় লাগবে। লন্ডন ফায়ার ব্রিগেড (এলএফবি)-এর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট এ খবর জানিয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা চলতি সপ্তাহে ৭০ ছাড়িয়ে যেতে পারে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের স্বজন ও লন্ডনের বাসিন্দারা বিভিন্ন দাবিতে ক্ষুব্ধ হয়ে উঠছেন। তাদের দাবির মধ্যে রয়েছে, ভবনটিতে বসবাসকারীদের মানুষের সংখ্যা প্রকাশ, অগ্নিকাণ্ডের কারণ ও দায়ীদের শনাক্তকরা এবং নিরাপত্তা নিশ্চিত করতে জড়িতদের শাস্তি।

তবে এলএফবির মুখপাত্র গার্ডিয়ানকে বলেছেন, পুরো তদন্ত পূর্ণাঙ্গভাবে শেষ হওয়ার আগে তা প্রকাশ করা হবে না। এ জন্য কোনও ধরাবাধা কোনও সময়সীমা নেই। কিন্তু খুব শিগগিরই তা প্রকাশের কোনও সুযোগ নেই।

ফলে অগ্নিকাণ্ডে নিয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ হতে বছররেও বেশি সময় লাগতে পারে।

মুখপাত্রের এই দাবি স্থানীয় কমিউনিটির সেক্রেটারি সাজিদ জাভিদের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। সাজিদ জানিয়েছিলেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য স্থানীয় কাউন্সিলে পাওয়া যাবে। যুক্তরাজ্যজুড়ে ৪ হাজার টাওয়ার ব্লক পরিদর্শন শেষে এই প্রাথমিক প্রতিবেদন পাওয়া যাবে।

তদন্ত প্রতিবেদন প্রকাশে দেরির ঘটনায় স্থানীয়দের ক্ষোভ আরও বাড়িয়ে দিতে পারে। লন্ডনবাসী যেসব প্রশ্নের জবাব চাইছেন সেগুলোর অনেকটাই হয়ত এ তদন্ত প্রতিবেদনে পাওয়া যেত। কিন্তু এটা প্রকাশে যদি দেরি হয় তাহলে স্বাভাবিকভাবে স্বজনহারাদের ক্ষোভ আরও বাড়বে।

শুক্রবার স্থানীয় সময় বিকালে বেশ কিছু মানুষ জোর করে নর্থ কেনসিংটন টাউন হলে প্রবেশ করেন। সেখানে তারা একগুচ্ছ দাবি পেশ করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে অগ্নিকাণ্ডে দুর্গত হয়ে পড়া মানুষের আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা। সূত্র: দ্য ইন্ডিপেন্ডেন্ট।

/এএ/

সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
ট্রাকের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
বাংলাদেশের উন্নয়ন দেখলে আমাদের লজ্জা হয়: শাহবাজ
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
৬ ম্যাচ পর জয় দেখলো বেঙ্গালুরু 
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সাদি মহম্মদ স্মরণে ‘রবিরাগ’র বিশেষ আয়োজন
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা