X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

ঐতিহাসিক ব্রেক্সিট আলোচনা শুরু

অদিতি খান্না, যুক্তরাজ্য প্রতিনিধি
১৯ জুন ২০১৭, ১৭:২৫আপডেট : ১৯ জুন ২০১৭, ১৭:৩০
image

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে আসার ক্ষেত্রে প্রয়োজনীয় শর্তাবলীর মীমাংসায় ব্রেক্সিট আলোচনা শুরু করেছে যুক্তরাজ্য। বেলজিয়ামের ব্রাসেলসে সোমবার (১৯ জুন) থেকে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের মধ্যে এ আলোচনা হচ্ছে। এতে ব্রিটেনের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন দেশটির ব্রেক্সিট মন্ত্রী ডেভিড ডেভিস।  

ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের পতাকা
সোমবার সকালে ব্রাসেলসে ইউরোপীয় কমিশন ভবনে অনুষ্ঠিত এ আলোচনার শুরুতে ডেভিড বলেন, ‘এ আলোচনায় আমি আবারও বলতে চাই যে যুক্তরাজ্য ইউরোপ মহাদেশজুড়ে বন্ধু রাষ্ট্রগুলোর প্রতিশ্রুতিবদ্ধ অংশীদার ও সহযোগী হয়ে থাকবে। যদিও আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, তারপরও আমাদের গন্তব্য পরিষ্কার-যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে গভীর ও বিশেষ অংশীদারত্ব গড়ে তোলা। এটি এমন এক চুক্তি হবে যার নজির ইতিহাসে নেই।’

২০১৯ সালের মার্চের শেষ নাগাদ ইউরোপীয় ইউনিয়ন থেকে পুরোপুরি আলাদা হতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রেক্সিট আলোচনায় যে বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে তাহল-অভিবাসীদের হাল, ইইউ থেকে আলাদা হওয়ার জন্য যুক্তরাজ্যের কথিত ডিভোর্স বিল এবং নর্দার্ন আয়ারল্যান্ড ও আইরিশ সীমান্ত খোলা রাখার প্রশ্ন।

ডেভিড ডেভিস ইইউ’র প্রধান আলোচক এবং সাবেক ফরাসি মন্ত্রী ও ইইউ কমিশনার মাইকেল বারনিয়ারের সঙ্গে ব্রেক্সিট প্রশ্নে কথা বলছেন। ডেভিড বলেন, ‘আজ এমন এক আলোচনার শুরু হলো যা ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য ও আমাদের জনগণের ভাগ্য নির্ধারণ করবে।’

বিভিন্ন রিপোর্টের তথ্য অনুযায়ী, আলোচনার রূপরেখাটি ইউরোপীয় ইউনিয়নের দাবি মেনে ঠিক করা হয়েছে। ইইউ চায় আগে ব্রেক্সিট প্রশ্নে আলোচনা করতে। কোনও সময়ে যুক্তরাজ্যের চাহিদা মাফিক বাণিজ্যিক চুক্তিসহ দুই পক্ষের ভবিষ্যত সম্পর্ক নিয়ে পরে আলোচনা করতে চায় জোটটি।

যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর এক্সিটিং দ্য ইইউ (ডেক্সইউ) এর মুখপাত্র বলেন, ‘ইইউ মনে করে সবকিছু নিয়ে সমঝোতা না হওয়া পর্যন্ত তাকে সমঝোতা বলা যায় না। কিন্তু আমরা বিশ্বাস করি, ভবিষ্যত সম্পর্কের বিষয়টিকে বিবেচনায় না নিয়ে জোট থেকে সরে আসার প্রক্রিয়া শেষ করা যায় না।’

/এফইউ/

সম্পর্কিত
ইউক্রেনকে ৬২ কোটি ডলারের অস্ত্র সহায়তা দেবে যুক্তরাজ্য
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
ইউরোপে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তাপমাত্রা বাড়ছে
সর্বশেষ খবর
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!