X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

ভেনেজুয়েলায় সেনা ও নৌপ্রধানসহ চার শীর্ষ কমান্ডার বরখাস্ত

বিদেশ ডেস্ক
২১ জুন ২০১৭, ১৩:৫৭আপডেট : ২১ জুন ২০১৭, ১৪:০২
image

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশটির সামরিক বাহিনীর শীর্ষ চার কমান্ডারকে বরখাস্ত করেছেন। দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে যথেচ্ছ গুলি চালানোর অভিযোগে মাদুরো এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সোমবার নিরাপত্তাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর ছবি প্রকাশের পর তা জনগণের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করে। এরই ফলশ্রুতিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট সেনাবাহিনীর চার শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেন। মাদুরো ৪০ হাজার নতুন পুলিশ কর্মকর্তা ও ন্যাশনাল গার্ড বাহিনীতে নিয়োগের কথাও জানিয়েছেন।

মাদুরো সেনাবাহিনী, নৌবাহিনী এবং কেন্দ্রীয় কমান্ডের প্রধানদেরও অপসারণ করার কথাও জানিয়েছেন।

ভেনেজুয়েলার সেনাবাহিনী প্রথম থেকেই বলে আসছে, সৈনিকদের উগ্র আচরণের কারণেই বিক্ষোভের নিহতের সংখ্যা বেড়ে গেছে। 

বিক্ষোভ দমনে রাস্তায় ন্যাশনাল গার্ড

তবে মে মাসে ভেনেজুয়ালার অ্যাটর্নি জেনারেল লুইসা অর্তেগা জানান, তার কাছে প্রত্যক্ষদর্শীর জবানবন্দি রয়েছে যে, বিক্ষোভকারীদের দিকে খুব কাছ থেকে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয়েছে। তিনি অভিযোগ করেন, নিরাপত্তাবাহিনী আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

চলতি মাসে ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজও নিরাপত্তাবাহিনীর ‘নৃশংসতা’ সম্পর্কে সতর্ক করেছিলেন।   

বরখাস্ত হওয়া সেনা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ন্যাশনাল গার্ডের প্রধান জেনারেল আন্তোনিও বেনাভিদেজ টরেস। তার বিরুদ্ধে বিক্ষোভকারীদের ওপর বেশ কয়েকটি হামলার অভিযোগ তোলা হয়েছে।

এদিকে, অরগানাইজেশন অব আমেরিকান স্টেটসের (ওএএস) এক বৈঠকে ভেনেজুয়েলার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ডেলসি রদ্রিগেজ ওএএস-এর বিরুদ্ধে তার দেশে হস্তক্ষেপ করার অভিযোগ করেন।  

/এসএ/

সম্পর্কিত
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
ট্রাম্পের বিচার চলাকালে আদালতের বাইরে গায়ে আগুন দিলেন এক ব্যক্তি
কানাডার ইতিহাসে বৃহত্তম স্বর্ণ ডাকাতির ঘটনায় গ্রেফতার ৬
সর্বশেষ খবর
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
জাবির সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি নির্বাচন: বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নিরঙ্কুশ জয়
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
ঝুঁকি নিয়ে পজিশন বদলে সব আলো কেড়ে নিলেন রাফায়েল
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
স্টয়নিস ঝড়ে পাত্তা পেলো না মোস্তাফিজরা
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
রানা প্লাজা ধস: ১১ বছরেও শেষ হয়নি তিন মামলার বিচার
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক