X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

বয়কটকারী দেশগুলোই হ্যাকিং-এ জড়িত: কাতারের অ্যাটর্নি

বিদেশ ডেস্ক
২১ জুন ২০১৭, ২০:১০আপডেট : ২১ জুন ২০১৭, ২০:১৪
image

সম্পর্ক ছিন্নকারী দেশগুলোই যে রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিউএনএর ওয়েবসাইট হ্যাক করে ভুয়া সংবাদ যুক্ত করে দিয়েছিল তার পক্ষে যথেষ্ট প্রমাণ আছে বলে দাবি করেছে কাতার। মঙ্গলবার (২০ জুন) কাতারের অ্যাটর্নি জেনারেল আলি বিন ফেতাইস আল মারি বলেন, দোহার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নকারী দেশগুলোর উৎপাদিত আইফোন ব্যবহার করে ওই সাইবার হামলা চালানো হয়েছিল বলে তারা প্রমাণ পেয়েছেন। তবে নির্দিষ্ট করে দায়ী দেশগুলোর নাম উচ্চারণ করেননি মারি।

কাতার নিউজ এজেন্ট
গত ২৩ মে কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কাতার নিউজ এজেন্ট (কিউএনএ) এবং সরকারি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হ্যাক হয়। হ্যাকাররা কিউএনএ’র ওয়েবসাইটে একটি ভুয়া প্রতিবেদন যুক্ত করে দেয়। ওই প্রতিবেদনে  দেখা যায়, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ইরান, হামাস, হিজবুল্লাহ এবং ইসরায়েলকে সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় টিকে থাকবেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এ মন্তব্যকে কেন্দ্র করে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। তবে, শুরু থেকেই কাতার দাবি করে আসছে দেশটির আমির কখনওই এ ধরনের মন্তব্য করেননি; কিউএনএ’র ওয়েবসাইট হ্যাক হয়েছে।

যুক্তরাষ্ট্রের সরকারি গোয়েন্দা সংস্থা এবং বিশেষজ্ঞরাও অবশ্য এ হ্যাকিং এর খবরটি নিশ্চিত করেন। তবে এ হ্যাকিং এর নেপথ্যে কারা আছে তা এখনও শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এই প্রেক্ষাপটে, মঙ্গলবার কাতারের অ্যাটর্নি জেনারেল আলি বিন ফেতাইস আল মারি জানান, যারা কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে তারাই যে এ হ্যাকিং এর সঙ্গে জড়িত সে ব্যাপারে প্রমাণ আছে। তবে তিনি বলেন, ঠিক কোন দেশ এ হ্যাকিংয়ের জন্য দায়ী তা স্পষ্ট করে বলার সময় এখনও আসেনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আর জাজিরা জানায়, এ সাইবার হামলার নেপথ্যে ব্যক্তি নাকি রাষ্ট্র রয়েছে তা জানতে চাওয়া হলে তা বলতে অস্বীকৃতি জানান মারি।   

/এফইউ/

সম্পর্কিত
ইসরায়েলের আকরে শহরে হামলার দাবি করলো হিজবুল্লাহ
গাজার হাসপাতালে গণকবর, আতঙ্কিত জাতিসংঘ মানবাধিকার প্রধান
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে অন্তত ৫ অভিবাসী নিহত
সর্বশেষ খবর
মন্দিরে সেলফি তুলতে গিয়ে মোমবাতির প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে মোমবাতির প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
প্রতিবন্ধী শিল্পীদের আয়োজনে মঞ্চস্থ হলো ‘সার্কাস সার্কাস’ নাটক
‘শো মাস্ট গো অন’
চিকিৎসা সুরক্ষা আইন জরুরি‘শো মাস্ট গো অন’
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
ছাদে আম পাড়তে গিয়ে নিচে পড়ে শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!