X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

ব্রিটিশ রাজপুত্র হ্যারির সাক্ষাৎকারে আবারও মা ডায়ানার স্মৃতি

বিদেশ ডেস্ক
২২ জুন ২০১৭, ২২:১৫আপডেট : ২২ জুন ২০১৭, ২২:১৮
image

গত এপ্রিলে ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজপুত্র প্রিন্স হ্যারি তার মা প্রিন্সেস ডায়নার মৃত্যু নিয়ে মুখ খুলেছিলেন। বিদ্রোহী ওই রাজবধূর মৃত্যু কী করে তার জীবনে এক ভয়াবহ পরিস্থিতি হয়ে এসেছিল, সাক্ষাৎকারে তার বিস্তারিত জানিয়েছিলেন তিনি। এবার নিউজ উইককে দেওয়া সাক্ষাৎকারে আবারও মায়ের স্মৃতি হাতড়ে ফিরতে দেখা গেছে তাকে। মায়ের কাছে পাওয়া মূল্যবোধ আর তার শেষকৃত্য নিয়ে কথা বলেছেন ব্রিটিশ রাজতন্ত্রের পঞ্চম উত্তরাধিকার।

ডায়ানা আর হ্যারি নিউজ উইকের কাছে তিনি মন্তব্য করেন, মা প্রিন্সেস ডায়ানার মৃত্যুর পর শেষযাত্রার অনুষ্ঠানে কফিনের পেছনে সন্তানদের হেঁটে যাওয়ার বিষয়টি একদমই সঠিক ছিল না। '১২ বছরের শিশুকে এমনটা করতে বলা মোটেও ঠিক কিছু নয়’, সাক্ষাৎকারে মন্তব্য করেন তিনি।

১৯৯৭ সালের ৩১শে আগস্ট প্রিন্সেস ডায়ানা এক ‘সড়ক দুর্ঘটনা’য় নিহত হন।  কয়েকদিন পর তাকে শেষ শ্রদ্ধা জানাতে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে যোগ দিয়েছিলেন ব্রিটিশ রাজপরিবারের সকল সদস্য। প্রিন্স হ্যারি তার বাবা, দাদা, ১৫ বছর বয়সী ভাই প্রিন্স উইলিয়াম আর তার চাচাদের সাথে লন্ডনের রাস্তা ধরে কফিনের পেছনে পেছনে হেঁটেছিলেন। শেষকৃত্যের ওই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়েছিল যা দেখেছিল বিশ্ববাসী। সাক্ষাৎকার প্রিন্স হ্যারি বলেছেন মায়ের মৃত্যুর শোক কাটাতে তাঁকে কাউন্সিলিং-ও নিতে হয়েছিল।

‘আমার মা মাত্র মারা গেছেন আর তার কফিনের পিছনে পিছনে দীর্ঘসময় ধরে আমাকে দীর্ঘসময় ধরে হাঁটতে হলো! আমার আশেপাশে হাজার হাজার মানুষ। টেলিভিশনে আমাকে লক্ষ লক্ষ মানুষ দেখছে।’ মার্কিন ওই ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে হ্যারি বলেছেন ‘আমার মনে হয় না কোনো শিশুকে কোনো ধরনের পরিস্থিতিতেই এমন কিছু করতে বলা উচিত’।

রাজপরিবার সংক্রান্ত বিবিসির সংবাদদাতা পিটার হান্ট। তার মতে প্রিন্স হ্যারির এই সাক্ষাৎকারটি অনেকের মনেই সমবেদনা জাগাবে যে একজন প্রিন্স তাঁর মায়ের মৃত্যুর ঘটনাটি নিয়ে এখনো মানসিকভাবে বিপর্যস্ত। সাক্ষাৎকারটি  অনেকের মনে প্রশ্ন জাগাবে বলেও মনে করছেন তিনি। না চাইলেও যে রাজপরিবারে জন্মগ্রহণকারীদের অনেক রীতিনীতি মানতে হয়; সে বিষয়টি অনেকের মনে প্রশ্ন জাগাবে বলেও মনে করছেন ওই বিবিসি সংবাদদাতা। তাছাড়া প্রিন্স হ্যারি তাঁর দীর্ঘ সাক্ষাৎকারে একবারও তাঁর বাবার প্রসঙ্গ আনেনি-এটাও অনেকের কাছে ভাবনার বিষয় হবে বলছেন বিবিসির সংবাদদাতা পিটার হান্ট।

বিবিসি, গার্ডিয়ান, টেলিগ্রাফ স্কটল্যান্ড ইয়ার্ডের হাতে আসা কিছু তথ্যের বরাত দিয়ে তার ‘দুর্ঘটনাজনিত’ মৃত্যুকে হত্যাকাণ্ড বলছিলো। মৃত্যুর কয়েক মাস আগে বিবিসির প্যানোরমা অনুষ্ঠানে ব্রিটিশ রাজপরিবারের কঠোর সমালোচনা করেছিলেন ডায়ানা। ডায়ানার মৃত্যুর সঙ্গে ওই ঘটনার সম্পর্ক রয়েছে কিনা এমন সংশয় পোষণ করেন অনেকে। ব্রিটিশ রাজতন্ত্রের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ জারি করেছিলেন ওই মানবতাবাদী রাজবধূ। রাজপ্রাসাদ ছেড়েছিলেন। ছেলেদের নিয়ে বের হয়ে এসেছিলেন একা। দাঁড়িয়েছিলেন মানুষের পাশে।

প্রিন্স হ্যারি মার্কিন ওই ম্যাগাজিনিকে বলেছেন মা প্রিন্সেস ডায়ানা তাকে এবং বড় ভাই উইলিয়ামকে সাধারণ মানুষের জীবন যাপনে উদ্বুদ্ধ করেছিলেন। তিনি জানান, মার দেখানো পথেই হাঁটছেন। নিজের কেনাকাটা নিজেই করেন উল্লেখ করে হ্যারি অঙ্গীকার করেন, ‘এমনকি আমি যদি রাজাও হই, নিজের কেনাকাটা আমি নিজেই করব’।

এরআগে গত এপ্রিলে সংবাদমাধ্যম টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে হ্যারি একইরকম করে মায়ের প্রসঙ্গ টেনেছিলেন। জানিয়েছিলেন, মায়ের শেষকৃত্যের স্মৃতি তাকে মানসিক চিকিৎসা নিতে বাধ্য করেছিল।

ব্রিটিশ সেনাবাহিনীতে ১০ বছর কাজ করেছেন প্রিন্স হ্যারি। ২ দফায় আফগান যুদ্ধে যোগ দিয়েছেন তিনি। বর্তমানে যুক্ত রয়েছেন বেশ কয়েকটি দাতব্য সংস্থার সঙ্গে।

/বিএ/

 

সম্পর্কিত
ক্রিমিয়া উপকূলে রুশ সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত
রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করছে কিয়েভ
ইউক্রেনের ড্রোনের জন্য নতুন প্রযুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাজ্য
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়