X
মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪
৫ চৈত্র ১৪৩০
গ্রেনফেল টাওয়ার অগ্নিকাণ্ড

মা-বাবাকে বাঁচাতে না পেরে তিন বাংলাদেশি বেছে নিয়েছিলেন স্বেচ্ছামৃত্যু!

বিদেশ ডেস্ক
২৩ জুন ২০১৭, ০২:২২আপডেট : ২৩ জুন ২০১৭, ১০:৩৬
image

মা-বাবাকে বাঁচাতে না পেরে তিন বাংলাদেশি বেছে নিয়েছিলেন স্বেচ্ছামৃত্যু!

বাবা-মা'কে আগুনে ফেলে রেখে গ্রেনফেল টাওয়ার থেকে বের হয়ে আসতে চাননি তাদের নিহত তিন সন্তান। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েও  নিজেদের জন্মসূত্র অস্বীকার করতে পারেননি তারা। বৃদ্ধ বাবা-মাকে সঙ্গে নিয়ে ভবন থেকে নেমে আসার মতো সময় ছিল না; তাই ভবনেই থেকে যাওয়ার সিদ্ধান্তের মধ্য দিয়ে তারা একরকম স্বেচ্ছামৃত্যুকে বরণ করে নিয়েছিলেন। মার্কিন সংবাদমাধ্যম ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের যুক্তরাজ্য সংস্করণ এই খবর দিয়েছে। তারা জানিয়েছে, যুক্তরাজ্যে বিবেক আর মনুষ্যত্বের এই অনন্য নজির স্থাপন করেছেন গ্রেনফেলে নিহত বাংলাদেশি পরিবারের তিন সন্তান। 
১৪ জুন সংঘটিত ওই অগ্নিকাণ্ডে নিখোঁজ তালিকায় থাকা নিহতদের মধ্যে রয়েছে এক বাংলাদেশি পরিবার। বাবা কমরু মিয়া (৮২), মা রাজিয়া বেগম (৬০) আর দুই ছেলে আবদুল হামিদ (২৯) ও আবদুল হানিফ (২৬) এবং কন্যা হুসনা বেগম ছিলেন ওই পরিবারে। কমরু মিয়ার  পৈত্রিক নিবাস মৌলভীবাজার সদর উপজেলার আকাইলকুড়া ইউনিয়নের কৈশাউড়া গ্রামে। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, ঘটনার দিন রাত ৩টা ১০ মিনিটে এক খালাকে ফোন করে শেষ বিদায় জানান ওই পরিবারের তিন সন্তান। তাকে জানান, অসুস্থ বাবা-মাকে আঠার তলা থেকে নামানো সম্ভব না। তাই নিজেদের পক্ষে সুযোগ থাকা সত্ত্বেও তারা নেমে যাননি।
হামিদ, হানিফ আর হুসনার  খালা বিজনেস টাইমসকে বলেন, 'টাওয়ারে আগুন লাগার পর এক ঘণ্টা পর্যন্ত সময়ের মধ্যে ভবন থেকে বেরিয়ে আসতে পারত তিন ভাই-বোন। রাত ১টা ৪৫ মিনিট পর্যন্ত তাদের বেরিয়ে আসার সুযোগ ছিল। কিন্তু এই জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে মা-বাবাকে মৃত্যুমুখে রেখে নিজেরা বাঁচতে চায়নি তারা। বরং একসঙ্গে মৃত্যুবরণের সিদ্ধান্ত নিয়েছে।' 

মা-বাবাকে বাঁচাতে না পেরে তিন বাংলাদেশি বেছে নিয়েছিলেন স্বেচ্ছামৃত্যু!

নিহত ভাই-বোনদের চাচাতো ভাই সামির আহমাদ বিজনেস টাইমসকে পরিবারের ছোট ছেলে সম্পর্কে বলেন, ‘হানিফ খুবই শান্ত প্রকৃতির ছিল। টেলিফোনে বলছিলো, তার সময় চলে এসেছে। তাদের জন্য যেন শোক বা বিলাপ করা না হয়। বরং অন্যরা যেন খুশি হন, কারণ তারা একটি অধিকতর ভালো জায়গায় যাচ্ছেন।’ সামির জানান, তাদের বাবা খুব ভালোভাবে হাঁটাচলা করতে পারতেন না।

শূন্যে প্রশ্ন ছুঁড়ে দেন সামির, ‘কী করার ছিল ওদের? নিজেদের বাবা মার কথা না ভাবা?' নিহত ভাইবোনদের সম্পর্কে তার মন্তব্য, ‘ওরা ভীরু ছিল না। মা-বাবার সঙ্গেই থেকেছে। তাদের কাছে পরিবার খুবই গুরুত্বপূর্ণ ছিল। তারা একসঙ্গে থাকত, একসঙ্গেই মৃত্যুকে বরণ করে নিয়েছে।’

ঠিক করে রাখা হয়েছিল নিহত কমরু মিয়ার কন্যা হুসনা বেগমের বিয়ের দিনক্ষণ। ২০১৭ সালের জুলাইয়ে লিচেস্টারে তার যৌথ জীবন শুরুর কথা ছিল। সামির আহমাদ জানান, এ মর্মান্তিক ঘটনায় হুসনা বেগমের হবু বর ‘পাগলের মতো’ হয়ে গেছেন। তিনি হাসপাতালগুলোতে ঘুরে বেড়াচ্ছেন, ঘরে ফিরতে অস্বীকৃতি জানাচ্ছেন।

/এমপি/এসএ/বিএ/

সম্পর্কিত
পুতিনের জয়ে পশ্চিমাদের নিন্দা, শুভাকাঙ্ক্ষী কারা?
ইউক্রেন সীমান্তে বাফার জোনের পরিকল্পনা রাশিয়ার: পুতিন
মিসরের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারের পথে ইইউ
সর্বশেষ খবর
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
এবার রাজশাহীর আম গাছে প্রচুর মুকুল, স্বপ্ন বুনছেন চাষিরা
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
টিভিতে আজকের খেলা (১৯ মার্চ, ২০২৪)
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
চীনে ৯ বছরে প্রথমবারের মতো বিয়ের সংখ্যা বেড়েছে
‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে, রাশিয়ায়ও চেষ্টা করেছে’
আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের প্রধান ম্যাককিনি‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করেছে, রাশিয়ায়ও চেষ্টা করেছে’
সর্বাধিক পঠিত
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
লিটনের বাদ পড়া নিয়ে যা বললেন হাথুরুসিংহে
শ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
তৃতীয় ওয়ানডেশ্রীলঙ্কাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ
পদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
একীভূত হলো দুই ব্যাংকপদ্মার গ্রাহকরা এক্সিম ব্যাংক থেকে আমানত তুলতে পারবেন
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সুইডেনের রাজকন্যার জন্য দুটি হেলিপ্যাড নির্মাণ, ৫০০ স্থানে থাকবে পুলিশ
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার
সঞ্চয়ী হিসাবের অর্ধকোটি টাকা লোপাট করে আত্মগোপনে পোস্ট মাস্টার