X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ফিলিপাইনে সন্ত্রাসী সন্দেহের তালিকায় ৩ বাংলাদেশি

বিদেশ ডেস্ক
২৫ জুন ২০১৭, ০৩:০৮আপডেট : ২৫ জুন ২০১৭, ০৩:১২
image

ফিলিপাইনে সন্ত্রাসী সন্দেহের তালিকায় ৩ বাংলাদেশি

ফিলিপাইনে ৮৯ জন বিদেশি নাগরিকদের জঙ্গি বলে সন্দেহ করছে দেশটির পুলিশ। এদের মধ্যে তিনজন বাংলাদেশিও রয়েছেন। শনিবার জাপানি বার্তা সংস্থা কিয়োডো নিউজের এক প্রতিবেদনে প্রথম এই তথ্য উঠে আসে। পরে ফিলিপাইনের প্রেসিডেন্টের মুখপাত্র আর্নেস্টো আবেলার কথাতেও তেমন আভাস মিলেছে।

আবেলা বলেন, বিদেশিরা দক্ষিণাঞ্চল নিয়ে দেশে প্রবেশ করে থাকতে পারেন। ৮৯ জন সন্দেহভাজন বিদেশি সন্ত্রাসীদের বিষয়টি খতিয়ে দেখছে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী। তিনি বলেন, ‘আমরা এজন্য ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার সঙ্গে একত্রিত হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করছি।’

সম্প্রতি মারাউইতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ৮ জঙ্গিই বিদেশি ছিলো। এরপর থেকেই বিদেশিদের ব্যাপারে সতর্ক হয়ে যায় পুলিশ।

গোয়েন্দা তথ্যের বরাতে কিয়োডের প্রতিবেদনে দাবি করা হয়, সন্দেহভাজন ৮৯ সন্ত্রাসীদের মধ্যে ২৮জন ইন্দোনেশিয়ার, ২৬জন পাকিস্তানি, ২১ জন মালয়েশীয়, চারজন আরব, তিনজন বাংলাদেশি, একজন সিঙ্গাপুর ও একজন ভারতীয়। বাকি ৫ বিদেশির জাতীয়তা সম্পর্কে নিশ্চিত করে বলতে পারেনি তারা।

বার্তা সংস্থাটি দাবি করে, ফিলিপাইনের কর্মকর্তারা এ বিষয়ে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার কর্মকর্তাদের সঙ্গে কথা বলার সময় এই তথ্য জানিয়েছেন। মারাউই শহরসহ মিনদানাওয়ে বিভিন্ন স্থানে এই বিদেশিরা অবস্থান করছেন।

বৃহস্পতিবার ইস্টার্ন মিনদানাগো আর্মড ফোর্স কমান্ডের উপ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গিলবার্ট গাপায়েও জানিয়েছিলেন, ফিলিপাইনে অন্তত ৪০ জন বিদেশি জঙ্গি রয়েছে। তাদের নামও জানা আছে বলে জানিয়েছিলেন তিনি।

গত ২৩ মে মারাউইতে সরকার ও জঙ্গিদের লড়াইয়ে এখন পর্যন্ত ২৮০ জন সন্ত্রাসী ও ৬৯ জন সরকারি সেনা নিহত হয়েছে। সম্প্রতি আটজন নিহত জঙ্গিদের মধ্যে সৌদি আরবের, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে দুইজন করে ও ইয়েমন ও চেশেন থেকে একজন ছিলেন।

সূত্র: ফিলস্টার

/এমএইচ

সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
দোকান থেকেই বছরে ২ লাখ কোটি টাকার ভ্যাট আদায় সম্ভব
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
বঙ্গবন্ধু স্টেডিয়ামে অতীত ফিরিয়ে আনলেন শান্ত-রানারা
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হিট স্ট্রোক প্রতিরোধে করণীয় ও বিশেষজ্ঞ পরামর্শ জেনে নিন
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
হাতিরঝিলে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি
দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি