X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

যুক্তরাজ্যে আগুনের আশঙ্কায় ২৭টি ভবন, আশ্রয়ের খোঁজে ৪ হাজার বাসিন্দা

বিদেশ ডেস্ক
২৫ জুন ২০১৭, ০৫:০৯আপডেট : ২৫ জুন ২০১৭, ০৬:০০
image

যুক্তরাজ্যে আগুনের আশঙ্কায় ২৭টি ভবন, আশ্রয়ের খোঁজে ৪ হাজার বাসিন্দা

যুক্তরাজ্যে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকয়ি ২৭টি বহুতল ভবন খালি করা হচ্ছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ফলে ঘর ছাড়তে হচ্ছে প্রায় ৪ হাজার বাসিন্দাকে।  শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের প্রায় ৬০০ বহুতল ভবনে পরীক্ষা চালানো হয়েছে। কমিউনিটিস মন্ত্রণালয়ের ওিই পরীক্ষায় ২৭টি ভবন ব্যর্থ হয়েছে। ফলে সেই ভবনের বাসিন্দাদের নিরাপত্তার স্বার্থে বাড়ি খালি করতে বলা হয়েছে। গ্রেনফেল টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এই পদক্ষেপ নেয় সরকার।

গত সপ্তাহে লন্ডনের গ্রেনফেল টাওয়ারের ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৭৯ জন প্রাণ হারান। নিখোঁজ রয়েছেন অনেকে। এরপরই নড়েচড়ে বসে যুক্তরাজ্য। কমিউনিটিস মন্ত্রণালয় জানায়, লন্ডনের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে ম্যানচেস্টার পর্যন্ত ২৭টি ভবনে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নেই বলে চিহ্নিত করেছে তারা।

অগ্নিকাণ্ডের পর তৎক্ষণাৎ কোনও ব্যবস্থা নিতে পারেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। তাই এখন দ্রুত বেশ কিছু পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন তিনি। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাতকারে তিনি বলেন, ‘এমন পদক্ষেপ নেওয়া খুবই কঠিন। অনেককে অস্থায়ী আবাসে সরিয়ে নিতে হচ্ছে আমাদের।’

২৭টি ভবনের প্রায় ৪ হাজার বাসিন্দাকে বাড়ি খালি কতে বলা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তারা সবাই এখন আশ্রয় খুঁজছেন। কেউ বন্ধু কিংবা আত্মীয় বাড়িতে, নয়তো হোটেল।  ঘর ছাড়ার কথা শুনেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। তাদের দাবি, খুব অল্প সময়ের নোটিশে তাদের বাড়ি ছাড়তে বলা হয়েছে যেটা প্রায় অসম্ভব। শহরের কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে তাদের এই বিষয়টি জানিয়েছে। সবাই তখন এত কম সময়ে ঘর ছাড়তে রাজি হয়নি।

প্রধানমন্ত্রী থেরেসা মে বলেন, স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন ঘরছাড়াদের আশ্রয়ের ব্যবস্থা করে।

ক্যামডেন কাউন্সিলের প্রধান জর্জিয়া গুল্ড বলেন, ‘আমরা জানি এটা খুবই কঠিন। তবে নিরাপত্তা সবার আগে।’

/এমএইচ

সম্পর্কিত
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণরোমানিয়াকে তিনটি এফ-১৬ দিচ্ছে নেদারল্যান্ডস
সর্বশেষ খবর
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
রেলক্রসিংয়ে রিকশায় ট্রেনের ধাক্কা, বাবার মৃত্যু মেয়ে হাসপাতালে
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
যুক্তরাষ্ট্র দূতাবাসের পুরস্কার পেলেন কুবির চার শিক্ষার্থী
গরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালগরমে বেড়েছে অসুখ, ধারণক্ষমতার তিন গুণ বেশি রোগী হাসপাতালে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
পিএসসির সদস্য ড. প্রদীপ কুমারকে শপথ করালেন প্রধান বিচারপতি
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন