X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

নির্বাচনে পুতিনের হস্তক্ষেপের কথা জেনেও নিস্ক্রিয় ছিলেন ওবামা: ট্রাম্প

বিদেশ ডেস্ক
২৫ জুন ২০১৭, ১৫:৩২আপডেট : ২৫ জুন ২০১৭, ১৫:৩৮
image

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের বিষয়টি জানার পরও তখনকার প্রেসিডেন্ট বারাক ওবামা নিষ্ক্রিয় ছিলেন; অভিযোগ তুলেছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, নির্বাচনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরাসরি হস্তক্ষেপের বিষয়টি ওবামা আগস্টেই জানতেন, অথচ কোনও ব্যবস্থা নেননি।
ট্রাম্প-পুতিন

ওয়াশিংটন পোস্টে শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে দেখা যায়,  পুতিন নির্বাচনে হস্তক্ষেপে হ্যাকারদের নির্দেশ দিয়েছেন—এমন তথ্যের বিষয়ে গত আগস্টে গোয়েন্দা সংস্থা সিআইএ ওবামাকে সতর্ক করে। দাবি করা হয়, রাশিয়ার এই হস্তক্ষেপের কারণে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটনের অবস্থান ক্ষতিগ্রস্ত হয়, লাভবান হন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।

ওই প্রতিবেদনে বলা হয়, ওবামা গোপনে রাশিয়ার হস্তক্ষেপ বন্ধের উপায় নিয়ে বিতর্ক করেছেন। শেষ পর্যন্ত যে পদক্ষেপ নিয়েছেন, তাকে বলা হচ্ছে নামকাওয়াস্তে পদক্ষেপ। ওবামা উদ্বিগ্ন ছিলেন, তার যে কোনও ভূমিা নির্বাচনে কারসাজির ইঙ্গিতবাহী হতে পারে। তাই সিআইএ রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চাইলেও ওবামা নমনীয় পদক্ষেপের পক্ষে থাকেন।

বর্তমান ও সাবেক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে ওয়াশিংটন পোস্ট এই প্রতিবেদন করেছে। এখন প্রশ্ন উঠেছে, ওবামা জানা সত্ত্বেও রাশিয়া কীভাবে নির্বাচনে প্রভাব ফেলতে ও মার্কিন গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হলো।

এই প্রতিবেদন প্রকাশের পর শুক্রবারই ডোনাল্ড ট্রাম্প এক টুইটার বার্তায় সাবেক প্রেসিডেন্টের দিকে অভিযোগের তীর ছোড়েন। তিনি টুইটে প্রশ্ন করেন, ‘হ্যাকিংয়ের মাধ্যমে রাশিয়া নির্বাচনে হস্তক্ষেপ করতে যাচ্ছে—ওবামা প্রেসিডেন্ট থাকা অবস্থায় তা জানতেন। তাহলে ওবামা প্রশাসন সেটা বন্ধ করার পদক্ষেপ নেয়নি কেন?’ শনিবার আবারও এ বিষয়ে টুইট করে ট্রাম্প বলেন, ‘ওবামা প্রশাসনের কর্মকর্তারা বলেছেন, নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের বিষয়ে জানার পর তারা নমনীয় পদক্ষেপ নেয়। তারা হিলারিকে আঘাত করতে চায়নি?’

টুইটে ট্রাম্প লেখেন, ‘যদি তার কাছে তথ্য থাকে, তবে কেন তিনি এ বিষয়ে কিছু করেননি? এ ব্যাপারে কিছু করাটা তার দরকার ছিল। কিন্তু আমরা তেমন কিছু দেখিনি। এটা বেশ দুঃখজনক।’

এর আগে সম্প্রতি ট্রাম্প এক টুইট বার্তায় জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগের বিষয়ে তাঁর বিরুদ্ধেও তদন্ত চলছে। সাত মাসের তদন্তেও এখন পর্যন্ত এ বিষয়ে কেউ কোনো প্রমাণ বের করতে পারেননি। এখন এই অভিযোগে ওবামা প্রশাসনের ওপর তদন্ত করা উচিত বলে পরামর্শ দেন তিনি।

ট্রাম্প বলেন, ওবামা ৮ নভেম্বরের ভোটগ্রহণের অনেক আগেই এসব অভিযোগের কথা শুনেছিলেন, কিন্তু কিছুই করেননি। যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারণা ও নির্বাচন প্রক্রিয়ায় রুশ হস্তক্ষেপের বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত চলছে। যদি রাশিয়া এবং পুতিন বরাবরই এ অভিযোগ অস্বীকার করে এসেছেন।

/বিএ/

সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
সর্বশেষ খবর
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
ডিভোর্স দেওয়ায় স্ত্রীকে কুপিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন স্বামী
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
এক সপ্তাহের মাথায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আরেকজন নিহত
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!