X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিটের পরও শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

অদিতি খান্না, যুক্তরাজ্য
২৬ জুন ২০১৭, ১৬:০৪আপডেট : ২৬ জুন ২০১৭, ১৬:১৭

ব্রেক্সিটের পরও শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

ব্রেক্সিটের পরও বাংলাদেশকে পণ্য রফতানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হবে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সরকার। ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্য বের হয়ে গেলে স্বল্পোন্নত দেশগুলোতে উৎপাদিত পণ্যের ওপর ১০ শতাংশেরও বেশি শুল্ক গুণতে হতো। তবে সেই পরিস্থিতিতে পড়তে হচ্ছে না বাংলাদেশসহ অন্যান্য স্বল্পোন্নত দেশগুলোর। স্বল্পোন্নত দেশগুলোর ব্যবসায়িক সম্পর্ক আরও বিস্তৃত করতে চায় যুক্তরাজ্য।

এক বিবৃতিতে ব্রিটিশ সরকার জানায়, ‘বিশ্ববাজারে ধনী দেশগুলোর সঙ্গে অপেক্ষাকৃত দরিদ্র দেশগুলোর ব্যবসায়িক সম্পর্কের কারণে অনেক চাকরির সুযোগ তৈরি হয়। বাংলাদশে থেকে বিপুল পরিমাণ পণ্য আমদানি করে যুক্তরাজ্য। এর ফলে সেখানে অনেক কর্মসংস্থানের সুযোগ হয় এবং দারিদ্র্য দূর করা সহজ হয়। বাংলাদেশে ২০ লাখ নারী গার্মেন্টস সেক্টরে কাজ করেন।’ 

বিবৃতিতে আরও বলা হয়, ইইউ থেকে ব্রিটেন বেরিয়ে গেলেও বাংলাদেশসহ ৪৮টি উন্নয়নশীল দেশকে সমর্থন দিয়ে যাবে তারা। ব্যবসায়িক প্রতিবন্ধকতা কাটিয়ে রাস্তা ও বন্দরে অবকাঠামো তৈরিতে সাহায্য করবে তারা। এই প্রতিশ্রুতির ফলে বাংলাদেশ, সিয়েরা লিওন, হাইতি ও ইথিওপিয়ার মতো দেশ যুক্তরাজ্যে শুল্কমুক্ত রফতানি করতে পারবে। তবে শুধুমাত্র অস্ত্র ও গুলির ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়।

যুক্তরাজ্যের আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী লিয়াম ফক্স বলেন, ‘ইইউ থেকে আমাদের বের হয়ে যাওয়া বাকি বিশ্বের সঙ্গে আমাদের অঙ্গীকারের নতুন ধাপে উন্নতি হয়েছে। ’ তিনি বলেন, ‘মুক্ত বাণিজ্য সারাবিশ্বেই দরিদ্রদের জন্য আশীর্বাদ। আজকের এই ঘোষণার মাধ্যমে আমরা উন্নয়নশীল দেশগুলোতে তাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনে আমাদের অবস্থানকে স্পষ্ট করে।’

ফক্স বলেন, ‘শুল্কমুক্ত রফতানির পেছনে উন্নয়নশীল দেশগুলোতে অনেক মানুষের শ্রমের গল্প রয়েছে। প্রতিদিনে পরিশ্রম শেষে পরিবারের জন্য হয়তো এই মানুষগুলো কিছু খাবার নিয়ে যায়।’

ব্রিটেন বাংলাদেশি পণ্যের তৃতীয় বৃহত্তম ক্রেতা। গত অর্থবছরে ব্রিটেনে বাংলাদেশের রফতানি ৪০০ কোটি ডলারের কিছু বেশি ছিল। রফতানির বেশিরভাগই ছিল তৈরি পোশাক। বাংলাদেশ সহ ৪৮টি দরিদ্র এবং উন্নয়নশীল দেশ থেকে ব্রিটেন বছরে ১৯০০ কোটি পাউন্ডেরও বেশি মূল্যের পণ্য আমদানি করে। তৈরি পোশাকের ৪৫ শতাংশই আসে বাংলাদেশ সহ এই ৪৮টি দেশের কয়েকটি থেকে।

যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী প্রিতি পাটেল বলেন, ‘যুক্তরাজ্য তাদের অবস্থান থেকে দরিদ্র দেশগুলোকে টেনে তোলার চেষ্টা করছে। এতে করে তাদের অর্থনৈতিক ‍উন্নয়ন ও কর্মসংস্থান তৈরি হবে। নিজের পায়ে দাঁড়াতে পারবেন লাখ লাখ মানুষ।’ তিনি বলেন, ‘এই সহায়তার মাধ্যমে আমরা শুধু ভবিষ্যতের সহযোগীই গড়ে তুলছি না, বরং আমাদের দেশেই অনেক কর্মসংস্থান তৈরি করছি। এতে করে বিশ্ব এগিয়ে যাবে।’

ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে জ্যামাইকা, পাকিস্তান ও ঘানার মতো উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়নের পরিকল্পনা রয়েছে বলে জানায় যুক্তরাজ্য। এই দেশগুলো যুক্তরাজ্যে শুল্কমুক্ত সুবিধা পেয়ে থাকে। যুক্তরাজ্য সরকার জানায়, টেকসই অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে এই দেশগুলো দারিদ্র দূর করতে পারে। এমন ব্যবসায়িক সুবিধার মাধ্যমে প্রচুর বিনিয়োগ ও চাকরির সুযোগ তৈরি হবে।

আয়ের ভিত্তিতে বিশ্বের স্বল্পোন্নত দেশের তালিকা তৈরি করেছে জাতিসংঘ। বর্তমান চুক্তি অনুযায়ী যুক্তরাজ্য বাংলাদেশের মতো অন্যান্য দেশেগুলোকে শুল্কমুক্ত সুবিধা দিয়েছে।

/এমএইচ/

সম্পর্কিত
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
রুশ গুপ্তচর সন্দেহে জার্মানিতে গ্রেফতার ২
ইইউ দেশগুলোকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী অস্ত্র পাঠাতে হবে: বোরেল
সর্বশেষ খবর
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
তামাকে বিষ, তবুও ঝুঁকছেন কৃষক 
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
এফএ কাপে হাল্যান্ডকে নিয়ে সংশয়ে সিটি
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
মার্কিন কংগ্রেসে ইউক্রেনের বহুল প্রতীক্ষিত সহায়তা বিলে ভোট আজ
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
ড্রোন হামলার কথা অস্বীকার করলো ইরান, তদন্ত চলছে
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
দেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা
সিনেমা সমালোচনাদেয়ালের দেশ: মন খারাপ করা সিনেমা